স্বামী স্ত্রীর কার্টুন ছবি Download - BanglaFeeds.info

স্বামী স্ত্রীর কার্টুন ছবি Download

 স্বামী স্ত্রীর কার্টুন ছবি Download : স্বামী স্ত্রীর পিকচার ২০২৩

স্বামী স্ত্রীর ভালবাসার স্বরূপ হিসাবে অনেকে কার্টুন ছবি চান। অনেকে হইতো স্বামী কে কিংবা স্ত্রী কে এস এম এস করে স্বামী স্ত্রীর কার্টুন পিকচার দিয়ে খুশি করতে বা ইম্প্রেস করতে চান। 

তাদের জন্য কিছু কার্টুন ফটো আপলোড করলাম।
ছবি গুলো কে হারাম কাজে ইউজ কইরেন না। 

স্বামী স্ত্রীর কার্টুন ছবি

স্বামী স্ত্রীর কার্টুন ছবি

ছবি গুলোর একদম শেষে স্বামী স্ত্রীর  সম্পর্ক নিয়ে কিছু বুলেট টিপস আছে। যারা বিয়ের ২/৩ বছর পর একটু চিন্তায় আছেন বিবাহিত লাইফ নিয়ে তারা সেগুলো পড়তে পারেন।
আবার যারা একদম নতুন কাপল তারাও, এজন্য যে বিবাহিত লাইফ মানে শুধুই মধুর খেলা না, বাস্তবতা ও আছে। 
 


স্বামী স্ত্রীর কার্টুন ছবি ডাউনলোড

রোমান্টিক কার্টুন পিক 


রোমান্টিক কার্টুন ছবি পিকচার

রোমান্টিক কার্টুন ছবি পিকচার

রোমান্টিক কার্টুন ছবি পিকচার



বিবাহিত কাপলদের জন্যঃ সহবাসের সময় তারা কি চাই  










হাত ধরা স্বামী স্ত্রী ছবি 












স্বামী স্ত্রী ছবি  ডাউনলোড










বিবাহিত সম্পর্ক কে উন্নত করার টিপস 


শুনুনঃ এটা বিশেষ করে ভাইদের বলবো। আপনি আপনার স্ত্রীর কথা শুনুন। সে অনেক কথা বলবে যা সে নিজেও বুঝে বলে লাভ নাই তাও সে বলে। আপনার সঙ্গি আসলে কোন ফলাফল চাই না সে চাই তার মনের কথা প্রকাশ করে হালকা হতে। একটু গল্প করতে।
তাই বিরক্ত লাগুক, দরকারি না হোক আপনি আপনার বউ এর কথা গুলো শুনুন। গিবত করলে থামিয়ে দিন!!! 

ব্রেক চাপুন ঃ নতুন বিয়ের পর একদম্মম্মম ফাটিয়ে প্রেম করে  মাস ১২ মাস পর মন মরুভুমি করার চেয়ে জিয়ে জিয়ে ভালোবাসা ভাল না?
অনেকে আছেন বিয়ের শুরুতে অনেক রোমান্টিক অনেক কেয়ারিং থাকে এরপর বিয়ের বয়স বাড়ে আর কেয়ারিং ফেয়ারিং সব উধাও হয়ে যায়।
কেনো হয় জানেন? হয় কারন একই লাইফ স্টাইল এ দৌড়াতে গিয়ে।
সে যে আগের মত আপনার খেয়াল রাখে না, কথা শুনেনা এসব ঠাণ্ডা মাথায় ভাবার সময় টুকুও সে পায় না তো ভালবাসবে কি?

এজন্য বছরে একবার হলেও একটা বিরতি নিন। শুধুই স্বামী স্ত্রীর সময় কাটান। একদম নতুন কাপলদের হানিমুন টাইপ টাইম!!


বিশ্বাস অর্জন ও রক্ষা ঃ এটা ছাড়া বাকি সব ফিকে, ভুয়া। তাই বিশ্বাস  ধরে রাখুন। এখন চারিদিক বিশ্বাস  ভাঙ্গার ঢেউ চলছে, এই ঢেউ এ গা ভাসাবেন না।
মনে রাখবেন আপনি স্বামী হোন বা স্ত্রী আপনি যদি কারো সাথে প্রতারনা করেন তাহলে আপনিই ঠকবেন। 
বিশ্বাস  ভাঙ্গার ফল ভালো হয় না। 

ভুল স্বীকার ঃ আমরা আমাদের ভুল স্বীকার করতেই চাই না। আরেকজনের ভুল ধরতে ধরতে হাফিয়ে উঠি তাও নিজের ভুল দেখতে পাই না।
এমন করবেন না। ভুল করলে সঙ্গি কিছু বলার আগেই ভুল স্বীকার করুন।
মাফ চান, ভালবাসার চাদরে আবার একবার নতুন করে জড়িয়ে ধরুন যাতে অপরজন বুঝতে পারে আপনি সত্যিই ভুল বুঝতে পারছেন এবং তা স্বীকার করে তাকে তার মূল্যায়ন করছেন।  


বোনেরা ঃ আপনারা মনে রাখবেন ছেলেরা প্রেমিক হয়, পুরুষরা হয় না।  ছেলে বাপের হোটেলে বসে খেয়ে রঙ্গিন স্বপ্ন দেখতে টাকা উড়াতে পারলেও পুরুষ পারেনা। তাকে হিসাব করে চলতে হয়।
এজন্য বিয়ের পর ছেলেরা যখন পুরুষে পরিনত হয় তখন তার দিক দেখুন, তাকে বুঝার চেষ্টা করুন। সে সারাদিন বাইরে থেকে বাসে ঝুলাঝুলি করে যাতায়াত করে রাতে ফিরে আপনার সব দাবি সব কথা নাও রাখতে পারে। সেও মানুষ। এতে কষ্ট পাবেন না।


ভায়েরা ঃ আপনার স্ত্রী একজন নারী আর নারী মানেই কোমল , ভালবাসাকাংখি।তার এমন অনেক চাহিদা , আবদার থাকতে পারে যা আপনার কাছে ছেলেমানুষি মনে হবে, ন্যাকামি মনে হবে। কিন্তু মনে রাখা দরকার সে মেয়ে। তাই আপনার মন না চাইলেও ইচ্ছা না হলেও মাঝে মাঝে স্ত্রীর ছোট মানুষী আবদার গুলো পুরনের চেষ্টা করুন দেখবেন আপনি যা দিছেন তার ডাবল সে আপনাকে ফেরত দিবে।