BanglaFeeds.info

সাজপোশাকেই যেন নারীরা সৌন্দর্য ফুটে ওঠে কয়েক গুন বেশি। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বাহারি পোশাকে নিজেকে সাজিয়ে নেয়ার পাশাপাশি মেহেদীর রাঙা আভায় নারী রাঙিয়ে নেয় নিজেকে ৷ ফুল, লতা, নকশা ফুটিয়ে তোলে হাতে এবং পায়ে গর্জিয়াস মেহেদি ডিজাইন

দিয়ে। কার মেহেদি ডিজাইন কতোটা সুন্দর হলো এই নিয়ে চলে এক প্রতিযোগিতা।

তাইতো এখন মেয়েরা মেহেদি ডিজাইন করার আগে ইন্টারনেট থেকে মেহেদি ডিজাইন এর ছবি দেখে কিছুটা ধারনা নিয়ে নকশা করা শুরু করে।

স্থান ও সময় ভেদে এই ডিজাইন এর আছে নানা বৈচিত্র্য। সব পোশাকের সাথে যেমন সব ডিজাইন মানানসই না তেমন সব উৎসবেও সব ডিজাইন মানাবে না। তাই আপনার মেহেদী সাজ এর উদ্যেশ্য অনুযায়ী আলাদা আলাদা
মেহেদি ডিজাইন সম্পর্কে আইডিয়া রাখা জরুরি।

তাই বিভিন্ন উৎসব ও কালচার অনুসারে বিভিন্ন ধরনের মেহেদীর ডিজাইন এর ছবি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আশাকরি প্রতিটি
মেয়েদের মেহেদি ডিজাইন
আপনার ভালো লাগবে।



পোস্টের বিষয় সমূহ

  1. গর্জিয়াস মেহেদি ডিজাইন
  2. মেয়েদের নতুন মেহেদি ডিজাইন
  3. মেহেদী ডিজাইনের ছবি ডাউনলোড
  4. সিম্পল মেহেদি ডিজাইন আইডিয়া
  5. হাতের মেহেদি ডিজাইন ও স্টিকার 
  6. ঈদের মেহেদি ডিজাইন ২০২৪
  7. পায়ের মেহেদী ডিজাইন ছবি

সিম্পল মেহেদি ডিজাইন


মেহেদি ডিজাইন এর মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হলো সিম্পল মেহেদি ডিজাইন। কেননা এই ডিজাইন গুলো যে কোনো পোশাক এর সাথে খুব পারফেক্ট ভাবে মানিয়ে যায়। পাশাপাশি সিম্পল মেহেদি ডিজাইন করা খুব সহজ। দু এক বার মনোযোগ দিয়ে দেখলে যে কেউ এই ডিজাইনটি হাতে ফুটিয়ে তুলতে পারবে। যারা নতুন নতুন মোহেদী ডিজাইন করছেন তাদের জন্য এই সিম্পল মেহেদি ডিজাইন গুলো একদম পারফেক্ট হবে। থ্রী পিস, বা কুর্তি জাতীয় পোশাক এর সাথে সিম্পল মেহেদি ডিজাইন খুব ভালো মানায়। তাই সাধারণ ভাবে কোনো উৎসব বা অনুষ্ঠান ছাড়াই মোহেদী পড়লে এই ডিজাইন থেকে যে কোনো একটি বাছাই করে নিতে পারেন। এখানে বেশ কিছু সিম্পল মেহেদি ডিজাইন এর ছবি দেয়া হলো।

সিম্পল মেহেদি ডিজাইন ফটো

সিম্পল মেহেদি ডিজাইন

সিম্পল মেহেদি ডিজাইন



সিম্পল মেহেদি ডিজাইন



সিম্পল মেহেদি ডিজাইন

সিম্পল মেহেদি ডিজাইন

সিম্পল মেহেদি ডিজাইন















ঈদের মেহেদি ডিজাইন

ঈদের আগের রাতে অর্থাৎ চাঁদরাতে মেয়েদের যেন মোহেদী পড়ার ধুম লেগে যায়। সকলেই খুঁজতে থাকে একটি মনের মতো মেহেদি ডিজাইন। আসলে ঈদের জন্য বিশেষ কোনো ডিজাইন ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনার পোশাকের সাথে মানানসই সিম্পল কিংবা গর্জিয়াছ যে কোনো ডিজাইন ব্যবহার করতে পারবেন। তবে ঈদের আমেজকে দ্বিগুন করতে চাঁদ তারা অঙ্কিত ডিজাইন হাতের এক পাশে রাখতে পারেন। ঈদের মেহেদি হিসেবে একদম সিম্পল ডিজাইন এর থেকে মোটামুটি গর্জিয়াছ ডিজাইন পছন্দের তালিকায় রাখা বাঞ্ছনীয়। এখানে বেশ কিছু ডিজাইন দেয়া হলো, প্রতিটি ডিজাইন আপনি ঈদের মেহেদি ডিজাইন হিসেবে ব্যবহার করতে পারবেন৷


এরাবিয়ান মেহেদি ডিজাইন

আরব্য সংস্কৃতির একটি বিশাল অংশ জুড়ে আছে মেহেদি নানান নকশা৷ এরাবিয়ান মেহেদি ডিজাইন এর পুরো ধাচটাই কেমন আলাদা। এরাবিয়ান মেহেদি ডিজাইন গুলো সাধারণত একটু মোটা টিউব দিয়ে করতে হয়। ফুল পাতার নকশায় ফুটে ওঠে আরব্য সংস্কৃতির এক বিশেষ দিক যা সহজ মেহেদী ডিজাইন ছবি হিসাবে নিচে কিছু আইডিয়া পাবেন।
বাংলাদেশের ফ্যাশন সচেতন নারীরা এখন দেশীয় ডিজাইন এর পাশাপাশি এরাবিক ডিজাইন গুলোর প্রতি একটু বেশি ঝুঁকছে। কেননা এরাবিয়ান ডিজাইন গুলো খুব বেশি গর্জিয়াছ না হলেও নিজস্ব এক শৈল্পিক বৈশিষ্ট্য রয়েছে। ফলে যে কোনো পোশাকের সাথেই এই ডিজাইন গুলো মানায়। এখানে বেশ কয়েকটি জনপ্রিয় এরাবিয়ান মেহেদি ডিজাইন এর ছবি তুলে ধরা হলো। একটু লক্ষ করলে দেখবেন প্রতিটি ডিজাইন এর একটা কমন বৈশিষ্ট্য কিন্তু রয়েছে।

সহজ মেহেদী ডিজাইন ছবি

সহজ মেহেদী ডিজাইন ছবি

সহজ মেহেদী ডিজাইন ছবি

সহজ মেহেদী ডিজাইন ছবি

সহজ মেহেদী ডিজাইন ছবি

সহজ মেহেদী ডিজাইন ছবি

সহজ মেহেদী ডিজাইন ছবি

সহজ মেহেদী ডিজাইন ছবি

































গর্জিয়াস মেহেদি ডিজাইন ছবি

যদি গর্জিয়াছ মেহেদি ডিজাইন করার চিন্তা ভাবনা করেন তাহলে বলবো পাকিস্তানি মেহেদি ডিজাইন একদম পারফেক্ট। এই ডিজাইন গুলো সাধারণত ভরাট ধাচের হয়ে থাকে। হাতের পুরোটা জুড়েই রাঙিয়ে নিতে পারবেন পাকিস্তানি ডিজাইন ফলো করে। বিশেষ কোনো উৎসব অনুষ্ঠানে মেহেদি কোনো উপলক্ষে হাতে মেহেদী পড়লে সবারই পছন্দের তালিকায় থাকে পাকিস্তানি মেহেদি ডিজাইন। তবে খুব দক্ষ আর্টিষ্ট না হলে এই ডিজাইন পারফেক্ট ভাবে হাতে ফুটিয়ে তোলা বেশ কঠিন হয়ে পড়বে। সুতরাং আগে পাকিস্তানি মেহেদি ডিজাইন গুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে নিন। যদি মনে হয় এই ডিজাইন তৈরি করা আপনার দ্বারা সম্ভব তবেই এটা বাছাই করুন।
 



























ব্রাইডাল মেহেদি ডিজাইন

মেহেদি ছাড়া বিয়ের কনের সাজ যেন একদম অসম্পূর্ণ মনে হয়। বউয়ের মেহেদি তো আর যেন তেন ডিজাইন করলেই হবে না। ব্রাইডাল মেহেদি হওয়া চাই পুরো দু হাত ভরে একদম হাতের কনুই পর্যন্ত। কোথাও যাতে একটু ফাঁক ফোকর না থাকে এদিকে যেমন লক্ষ রাখতে হবে তেমন আবার খেয়াল রাখতে হবে যাতে পুরো ডিজাইনটি হিজিবিজি না হয়ে যায়৷ মোটকথা একদম ভরাট ডিজাইন বিয়ের কনের জন্য পারফেক্ট হবে। তবে যে কেউ চাইলে ব্রাইডাল মেহেদি ডিজাইন করতে পারে না। এজন্য মেহেদি আর্টে এক্সপার্ট এমন কাউকে দায়িত্ব দিতে হবে। এখানে বেশ কিছু ব্রাইডাল মেহেদি ডিজাইন এর ছবি দেয়া হলো। এখান থেকে আইডিয়া নিয়ে কনের হাতে ডিজাইন ফুটিয়ে তুলতে পারবেন।

পার্টি মেহেদি ডিজাইন

বিয়ের কনেকে তো ব্রাইডাল ডিজাইনে রাঙিয়ে তুললেন কিন্তু আপনি কোন ডিজাইনটি ব্যবহার করবেন? বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে অতিথিদের হাতে কিন্তু ব্রাইডাল মেহেদি ডিজাইন একদমই মানানসই হবে না। এক্ষেত্রে পার্টি মেহেদি ডিজাইন হবে সবথেকে বেস্ট চয়েস।
হাতের মেহেদি ডিজাইন গুলো খুব বেশি হিবিজিবি হবে না। তবে হালকার মধ্যে একটু ফ্লোরাল টাচ এবং নকশার ছোঁয়া যে কোনো পার্টি সাজের সাথে বেশ মানাবে। তাই পার্কি মেকআপ এর সাথে মানানসই কিছু পার্টি মেহেদি ডিজাইন এর ছবি এখানে দেয়া হলো।

ইন্ডিয়ান মেহেদি ডিজাইন

মেহেদি ডিজাইন শিল্পে ভারতীয়রা-ও কিন্তু কম যায় না। বাংলাদেশী ফ্যাশনে ইন্ডিয়ান মেহেদি ডিজাইন গুলো বেশ সমাদৃত। বিশেষ করে ব্রাইডাল মেহেদি ডিজাইন গুলোর বেশিরভাগই এসেছে ইন্ডিয়ান মেহেদি ডিজাইন থেকে। দুহাত ভর্তি ফ্লোরাল নকশা ও প্যাটার্ন এর সমন্বয়ে যে ডিজাইন গুলো ফুটিয়ে তোলা হয় তা আসলেই গর্জিয়াছ না বলে উপায় নেই। ইন্ডিয়ান মেহেদি ডিজাইন গুলোতে ফুলের নকশাটা-ই সবথেকে বেশি প্রাধান্য পায়। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ইন্ডিয়ান মেহেদি ডিজাইন বাছাই করে নিতে পারেন।


পায়ের মেহেদি ডিজাইন ছবি

মেহেদী দিয়ে শুধু হাত সাজাবেন তা আবার কখনও হয় নাকি? হাতের সাথে সাথে পায়ের পাতা রাঙিয়ে তুলতে ভুলে যায় না অনেকেই। তাইতো প্রতিনিয়ত আসছে নতুন নতুন পায়ের মেহেদি ডিজাইন। উপলক্ষ অনুযায়ী একদম সহজ ও সিম্পল ডিজাইন থেকে শুরু করে খুব গর্জিয়াছ ডিজাইন-ও রয়েছে৷ তবে পায়ের মেহেদি ডিজাইন গুলো সাধারণত সিম্পল রাখাই ভালো৷ অবশ্য ব্রাইডাল ডিজাইন খুঁজলে তখন ব্যাপারটা আলাদা। এখানে একদম সিম্পল থেকে শুরু করে ব্রাইডাল মেহেদি ডিজাইন এর কালেকশন তুলে ধরা হলো। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি ডিজাইন বাছাই করে পায়ে নকশা এঁকে নিতে পারেন। দেখে নিন ইউনিক সব পায়ের মেহেদি ডিজাইন এর ছবি।

  • গর্জিয়াস মেহেদি ডিজাইন
  • নতুন মেহেদি ডিজাইন
  • মেয়েদের মেহেদি ডিজাইন
  • মেহেদি ডিজাইন
  • মেহেদী ডিজাইন ছবি
  • সিম্পল মেহেদি ডিজাইন
  • হাতের মেহেদি ডিজাইন

  • নরমাল মেহেদী ডিজাইন
  • সিম্পল মেহেদি ডিজাইন ২০২৪
  • সিম্পল মেহেদি ডিজাইন ফটো
  • সহজ মেহেদী ডিজাইন ছবি

  • ঈদের মেহেদি ডিজাইন ২০২৪
  • নরমাল মেহেদী ডিজাইন ছেলেদের
  • পায়ের মেহেদী ডিজাইন ছবি
  • ছোট মেয়েদের মেহেদি ডিজাইন

ডিজাইন পারফেক্ট করার জন্য কেমন মেহেদী বাছাই করবেন?

বেশিরভাগ সময় দেখা যায় পছন্দ অনুযায়ী একটি ডিজাইন বাছাই করে মেহেদী দেয়া শুরু করলেও তা শেষ পর্যন্ত পারফেক্ট হয় না৷ এর মূল কারণ হচ্ছে মেহেদি ভালো না হওয়া। সব ধরনের মেহেদী দিয়ে পারফেক্ট ডিজাইন ফুটিয়ে তোলা সম্ভব না৷ মেহেদি সংগ্রহ করার সময় প্রথমেই যে বিষয়টি খেয়াল রাখবেন তা হলো মেহেদি প্যাকেট। টিউব মেহেদি না কিনে চেষ্টা করবেন 'কোন' মেহেদী কেনার জন্য। কেননা 'কোন' মেহেদি দিয়ে খুব সহজেই পারফেক্ট ডিজাইন ফুটিয়ে তোলা যায়। আর প্যাকেট এর ওপর থেকে হালকা চাপ দিয়ে যদি মনে হয় প্যাকেটটা খুব নরম তাহলে সেটি কিনবেন না। কারণ এই মেহেদি গুলো খুবই পাতলা হয় ফলে ডিজাইন ভালো ভাবে ফুটিয়ে তোলা যায় না। তুলনামূলক শক্ত প্যাকেট এর মেহেদি সংগ্রহ করবেন। এখন বাজারে অনেক অর্গানিক কোন মেহেদী পাওয়া যায়। সবথেকে ভালো হয় এই অর্গানিক মেহেদী সংগ্রহ করতে পারলে। কারণ এই মেহেদি কালার তুলনামূলক বেশি স্থায়ী হয় এবং মেহেদি শক্ত থাকে।

আশাকরি মেহেদী ডিজাইন নিয়ে আপনার ভাবনার অবসান ঘটলো। সঠিক মেহেদি বাছাই করে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো নকশায় রাঙিয়ে তুলুন নিজের হাত। তবে উপলক্ষ অনুযায়ী অবশ্যই পারফেক্ট ডিজাইনটি বাছাই করে নেয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।
Mira Hasan ১:১৮ AM
Read more ...