মেয়েরা ছেলেদের কি চায়? ছেলেরা কেমন মেয়ে চায় ? সহবাসের সময় মেয়েরা ছেলেদের কাছে কি চায়? ৮ টি গোপন প্রশ্নের উত্তর - BanglaFeeds.info

মেয়েরা ছেলেদের কি চায়? ছেলেরা কেমন মেয়ে চায় ? সহবাসের সময় মেয়েরা ছেলেদের কাছে কি চায়? ৮ টি গোপন প্রশ্নের উত্তর

মেয়েরা ছেলেদের কি চায়, ছেলেরা কেমন মেয়ে চায় ? ছেলে মেয়েদের মনের গোপন প্রশ্নের উত্তর.

 হাসি খুশি থাকতে চাই। নিরাপদে থাকতে চাই। মন খারাপের সময় ভালবাসা পেতে চাই এবং ভালবাসা দিয়ে মন ভরিয়ে দিয়ে চাই।

কি করলে মেয়েরা ছেলেদের প্রতি আকৃষ্ট  হয়?


১।মেয়েরা ছোটবেলা থেকেই যত্নশীলতা ও দায়িত্ববোধ দেখে বড় হয়। তাই মেয়েরা স্বভাবতই যত্নশীল ও দায়িত্ববান ছেলেদের পছন্দ করে। যেসব ছেলেদের এই অভ্যাসগুলো আছে এমন ছেলেদেরই মেয়েরা পছন্দ করে বেশি।

২।মজা করতে ও দেখতে কে না পছন্দ করে! মেয়েরা সেইসব ছেলেদের বেশিই পছন্দ করে যারা মজা করতে পারে। তবে আনন্দ ও মজা করাটা থাকবে সীমাবদ্ধের মধ্যেই।

মেয়েরা ছেলেদের কি চায়?

মেয়েরা সবচেয়ে বেশি যে বিষয়টির কথা ভাবে, তা হলো নিরাপত্তা। যেসব ছেলেরা দিতে পারে নিরাপত্তার অনুভব, সেসব ছেলেদের প্রতি মেয়েদের আকর্ষণ থাকে সবচেয়ে বেশি।

Cute Islamic Couple Cartoon Images HD

মেয়েরা ছেলেদের কাছ থেকে কি চায় ?

- মেয়েরা ছেলেদের কাছ থেকে কি চায় এটা জানতে তো পড়তে হবে পুরোটা। তাও সংক্ষেপে মেয়েরা
টাকা চাই, সুন্দর সংসার চাই, স্বামীর কাছ থেকে নিয়মিত সময় চাই, আর স্বাভাবিক ভালবাসা চাই।

মেয়েরা ছেলেদের কাছ থেকে কি আশা করে ?

-  সুন্দর ব্যাবহার , মার্জিত আচরন, গুছানো কথা। মেয়ের মন বুঝতে পারা এবং সে অনুযায়ী স্ত্রীর সাথে সময় দেওয়া। মেয়েটার মন খারাপের সময় আপনি তাকে ধমক দিয়ে কোন হুকুম না করে বরং তার মনের অবস্থা বুঝে তাকে ভালবেসে সময় দিবেন এটাই তারা চাই।


আরো দেখুন ঃ

 ৫০ টির বেশি বিয়ের শাড়ির ছবি 

 হস্তমৈথুন ছাড়ার উপায়

মেয়েরা ছেলেদের কাছ থেকে কি পেতে চাই 

১। আন্তরিকতাঃ


 মেয়েরা ছেলেদের কাছ থেকে  আন্তরিকতা চাই। মেয়েরা চাই তার সাথে সুন্দর কোমল ব্যাবহার করা হোক। হাসি মুখে কথা বলুক। মেয়েরা কোমল তাই তারা কোমল কে ভালবাসে।

 ২।মূল্যায়নঃ 

শুধু মেয়েরা না, সব মানুষ ই চাই তাকে মূল্যায়ন করা হোক। মেয়েরাও এর বিপরীত না।
মেয়েরা চাই  তাদের কাজের, কথার, ভালবাসার মূল্যায়ন করা হোক। সঠিক মূল্যায়ন।

 ৩। মেয়েরা নিরাপত্তা চাই

 আগেই বলেছি মেয়েরা নিরাপত্তা চাই। আপনার কাছে মেয়ে যদি নিরাপদ অনুভব না করে তাহলে সেই মেয়ে আপনাকে পছন্দ করবে না। মেয়েরা নিরাপদে থাকতে পছন্দ করে।
এজন্য দেখবেন মেয়েরা ছোটবেলায় গুলা গুলি মারামারি খেলে না ছেলেদের মত, বরং তারা সংসার সংসার খেলে। এটাই মেয়েদের স্বাভাবিক ফিতরাত।


সহবাসের সময় মেয়েরা ছেলেদের কাছে কি চায় ?

( শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্য )

- ছেলেরা সহবাসের সময় কি চাই? ডাল ভাত আলু তরকারি চাই?
হাহাহা মজা নিচ্ছি, কারন প্রশ্নটা মজার।
যাই হোক, তারা জৈবিক চাহিদা পূরণ করতে চাই।
মেয়েরাও সেম। তারাও তাদের শারীরিক চাহিদা পূরণ করতে চাই।
ছেলেদের যেমন যেমন সেক্স ফ্যান্টাসি আছে তেমন তেমন সেক্স ফ্যান্টাসি মেয়েদেরও আছে।
তবে পর্ণ দেখে ভাব্বেন না সবই পর্ণ এর মত। মেয়েরা সাধারনত রোমান্টিক সেক্স পছন্দ করে, রাফ সেক্স পছন্দ করে না। মেয়েরা সহবাসের সময় সঙ্গীর ভালবাসা চাই, থাপ্রা থাপ্রি না!!
আপনি তাকে পছন্দ করেন, অন্নেক ক ক ক ক ভালবাসেন এগুলো শুনতে মেয়েরা পছন্দ করে। এতে কনফিডেন্ট ফিল করে। 


আমাদের ছেলেরা নিজেদের চাহিদা পূরণ হলেই Game ফিনিশ করে দেই। ভুলেও এই কাজ করবেন না। স্ত্রীর চাহিদা পূরণ হলো কিনা জানুন। নাহলে কিন্তু পরকীয়া ই চলে যাবার চান্স আছে(!)

সঙ্গিকে চুমু দিন, বিশেষ করে গলায় চুমু মেয়েদের অন্যতম দুর্বলতা। এতে তারা আপনার কাছে নিজেকে সপেই দিবে না বরং আপনাকেই সে জোর করতে পারে।

মেয়েটার সাথে খেলুন। আসলাম করলাম আর গেলাম এভাবে সহবাস না করে বরং ফোরপ্লে করুন।

নতুন নতুন ধরনের সেক্স করুন। কখনও রান্নাঘরে কখনও বাথ্রুমে।

অসময়ে কাজের সময়ে স্ত্রীকে ভালবাসুন, এতে তারা বিরক্ত প্রকাশ করলেও মনে মনে খুশি হয় এই ভেবে যে তার স্বামী তার জন্য উদগ্রীব। এতে সে আনন্দবোধ করে।

চোখে চোখে কথা বলুন। চোখের ভাষায় বুঝিয়ে দিন আপনি তাকে পেয়ে আনন্দিত, আপনি তাকে ভালবাসেন। কামনার দৃষ্টি দিয়ে মনের যাতনা মিটিয়ে দিন।  হতে সময় লাগবে না। 


মেয়েরা শক্ত আলিঙ্গন চাই। মেয়েলী মেয়েলী কোমলতা সহবাসের সময় মেয়েরা পছন্দ করে না। তারা পুরুষকে পুরুষ হিসেবেই দেখতে চাই। তাই কনফিডেন্ট থাকুন, শরীর ঠিক রাখতে নিয়মিত শরীরচর্চা করুন।

ফরজ গোসল এর বিস্তারিত জানতে → ফরজ গোসল 

মেয়েরা যা শুনলে খুশি হয় ?

মেয়েরা ছেলেদের থেকে কি চাই?

১. তোমাকে পেয়ে আমি খুশি।


মেয়েরা নিজেদের প্রশংসা শুনতে পছন্দ করে। আপনি তাকে 

পেয়ে অনেক গর্বিত ,আনন্দিত এগুলো শুনতে তারা পছন্দ করে।


 ২. আমি তোমাকে ভালবাসি।

ভালবাসা প্রকাশ করতে হয়। বাস্তব জীবন সিনেমা না যে নায়ক বা 

নায়িকা এমনিতেই সব বুঝে নিবে আর সবার মন বুঝার ক্ষমতা 

এক থাকেনা। তাই আপনি আপনার স্ত্রীকে ভালবাসেন এটা বার বার 

তাকে মনে করিয়ে দিন। কথার মাধ্যমে, ব্যাবহারের মাধ্যমে , 

সারপ্রাইজ দেওয়ার মাধ্যমে।

আর একান্ত সময় ভালবাসার কথা বলতে একদম ভুলবেন না।


 ৩. তুমিই আমার জিবনের প্রথম নারী

মেয়েরা চাই না তার সঙ্গীর ভাগ দিতে।

তার স্বামী তার আগেও কোন নারীর সাথে ছিল বা প্রেম ভালবাসা 

করছে অথবা তার মনে অন্য নারীর বাস এটা সে পছন্দ করেনা।

কোনভাবেই না


৪. তোমাকে খুব সুন্দর লাগছে  

নারী মানেই কোমল, সুন্দর। তাকে তার সৌন্দর্যের কথা মনে 

করিয়ে দিন। তার ভাল লাগবে।   


মেয়েরা আরো যা শুনতে চাই টা হলো

  1. তোমার জন্য সারপ্রাইজ আছে
  2. চল কিছু কিনে দেই।
  3. আমি কি ভাবছি তা তুমি খুব ভালোভাবে জানো। 

আমি কি ভাবছি তুমি তা ভাল ভাবে জানো এই কথায় মেয়েরা 

খুশি হয় কারন এতে তারা নিজেদের ব্যাপারে কনফিডেন্ট পায়।

আপনি জানেন "সে আপনার ব্যাপারে জানে" এই টা তাদের 

আনন্দ দেয়। 


ছেলেরা কেমন মেয়ে চায় ?

meyera cheleder ki chai

১. চারিত্রিক বিশুদ্ধতা ঃ


 ছেলেরা নিজেরা যাই করুক তারা চাই তার জীবনসঙ্গীর চরিত্র পবিত্র হোক। তার আর যাই হোক এটা মানতে পারেনা যে তার সঙ্গীর চরিত্র খারাপ। চেহারা খারাপ, ঝগড়াটে, শিক্ষিত না সব মানতে পারলেও নির্লজ্জ চরিত্রহীন মেয়ে কোন ছেলেই পছন্দ করে না । এমনকি যে ছেলে নিজেই লম্পট সে ছেলেও না। 

(ছেলেরা নিজেরা যাই করুক বলতে স্বাভাবিক ভাবে ছেলেদের দুর্বলতা কে বুঝাইছি। ভাব্বেন না সব ছেলে মেয়েদের পিছনে ঘুরে বা লিটনের রুমে যেতে আগ্রহি। অনেক ছেলে আছে পবিত্র স্ত্রী পাওয়ার জন্য নিজেকেও অপবিত্রটা থেকে দূরে রাখে। তাদের খুজে পাবেন না কেননা তারা নিজদের আড়ালে রাখে। ৮/১০ টা মেয়ে বন্ধুর সাথে টাংকি মেরে Just friend/ Best Frined বলে সুবিধা নেই না।   )  এসব Just friend Best Friend ছেলেদের দূরে থাকুন, এরা লুইচ্চা হয়। অবশ্য আপনি নিজেও যদি লুইচ্চা হোন আর খাওয়াতে পহন্দ করেন তাহলে ভিন্ন কথা (!)


২. পরিষ্কার-পরিচ্ছন্নতা :  

অপরিস্কার মেয়ে ছেলেরা পছন্দ করেনা। মেয়েরা সুন্দর তাই ছেলেরা চাই তাদের সব কিছুই সুন্দর হোক।  সুন্দরে মাঝে অসুন্দর বড়ই বেমানান। সাজুগুজু করে থাকা পরিপাটি স্ত্রীর প্রতি তাদের ভালবাসা বাড়েরে।

৩ সরলতা :

 ছেলেরা সাধারণত সহজ –সরল মেয়েকে পছন্দ করে