বাংলাদেশের স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এখন কোথায় অবস্থিত ও নির্মাতা প্রতিষ্ঠানের নাম

বাংলাদেশের স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এখন কোথায় অবস্থিত ও  এর সুবিধা কি কি

  1. বঙ্গবন্ধু স্যাটেলাইট ভিডিও
  2. বঙ্গবন্ধু স্যাটেলাইট কোথায় অবস্থিত
  3. স্যাটেলাইট থেকে সরাসরি
  4. স্যাটেলাইটের সুবিধা কি কি 
  5. বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি
  6. বাংলাদেশের স্যাটেলাইট এখন কোথায় অবস্থিত
ছবিতে বাংলাদেশের  স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর রেঞ্জ 

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এখন কোথায় অবস্থিত


ছবিঃ বাংলাদেশের স্যাটেলাইট এর বাস্তব ছবি। স্যাটেলাইটে সোলার প্যানেল ও সেন্ডার রিসিভার থাকে যার মাধ্যমে সিগন্যাল প্রেরন ও গ্রহন করে থাকে।


বঙ্গবন্ধু-১ কৃত্রিম উপগ্রহটি ১১৯.১° ডিগ্রী পূর্ব দ্রাঘিমার ভূস্থির স্লটে স্থাপিত। এটিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে। ফ্রান্সের থ্যালিস অ্যালেনিয়া স্পেস কর্তৃক নকশা ও তৈরি করা হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের ব্যক্তিমালিকানাধীন মহাকাশযান সংস্থা স্পেস এক্স থেকে উৎক্ষেপণ করা হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ১৬০০ মেগাহার্টজ ক্ষমতাসম্পন্ন মোট ৪০টি কে-ইউ এবং সি-ব্যান্ড ট্রান্সপন্ডার বহন করবে এবং এটির আয়ু ১৫ বছর হওয়ার কথা ধরা হয়েছে।স্যাটেলাইটের বাইরের অংশে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু ১। বাংলাদেশ সরকারের একটি মনোগ্রামও সেখানে রয়েছে।


বঙ্গবন্ধু স্যাটেলাইট ১  এর কাভার এরিয়া রেঞ্জ

 কে-ইউ ব্যান্ডের আওতায় রয়েছে 
  1. বাংলাদেশ, 
  2. বঙ্গোপসাগরে তার জলসীমাসহ 
  3. ভারত, 
  4. নেপাল, 
  5. ভুটান, 
  6. শ্রীলঙ্কা, 
  7. ফিলিপাইন 
  8. ও ইন্দোনেশিয়া অঞ্চল
বাংলাদেশের স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট

বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন কোথায় অবস্থিত

বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট  এখন ইন্দোনেশিয়ার উপর অবস্থিত। নিচের ছবিতে দেখতে পারবেন।
যদিও এটি বাংলাদেশের স্যাটেলাইট তবে এর কক্ষ পথ বাংলাদেশ থেকে অনেক দুরের দেশ ইন্দোনেশিয়ার উপরে। এবং যেহেতু এটি স্থির স্যাটেলাইট তাই এটি সব সময় একই জায়গায় অবস্থান করবে ( যদিও নিজ কক্ষে নির্ধারিত গতিতে চলমান থাকবে!!!) 

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এখন কোথায় অবস্থিত

বাংলাদেশ থেকে দূরে অবস্থানের কারনে বাংলাদেশ ছাড়াও  ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে দুটি ভূ-উপগ্রহ উপকেন্দ্র স্থাপন করা হচ্ছে। 

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি

ফ্রান্সের থ্যালিস অ্যালেনিয়া স্পেস বাংলাদেশের জন্য স্যাটেলাইট নির্মাণ করেছে। নির্মাণ খরচ প্রায় ২০ বিলিয়ন টাকা!!! জি ২০ বিলিয়ন টাকা!
Next Post Previous Post