সোশ্যাল প্যাক কি ? বাংলালিংক, জিপি ও রবি সোশ্যাল প্যাক বা ফেসবুক প্যাক

সোশ্যাল প্যাক কি ? বাংলালিংক, জিপি ও রবি সোশ্যাল প্যাক বা ফেসবুক প্যাক অফার কোড 

  1. বাংলালিংক ফেসবুক প্যাক
  2. জিপি সোশ্যাল প্যাক
  3. রবি ফেসবুক প্যাক
  4. জিপি ফেসবুক প্যাক
  5. গ্রামীন এমবি কেনার কোড 2024
  6. গ্রামীণফোন ইন্টারনেট ব্যালেন্স চেক

বাংলালিংক  সিমে  ১৯ টাকায় আনলিমিটেড ফেসবুক প্যাক 

এজন্য আপনার মোবাইলে ১৯ টাকার মত থাকতে হবে । আপনার মোবাইলের ডায়লারে  গিয়ে টাইপ করুন

*5000*903#
আর অফার টা চালু হবার পর  ব্যালেন্স দেখতে  ডায়াল করুন *৫০০০*৬৮৮১# ।
তো অফার টা শেষ হবার আগেই নিয়ে নিন । আর উপভোগ করুন ফেসবুকিং । 

 বাংলালিংক ফেসবুক প্যাক 

এখন মাত্র ৭ টাকায় (সকল ট্যাক্স অন্তর্ভুক্ত) পাচ্ছেন ১০০MB সোশ্যাল প্যাক,
.
মেয়াদ ৭ দিন।
.
প্যাকটি একটিভ করতে ডায়াল করুন *5000*576#
.
ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *5000*500#
.
Facebook, Whatsapp এবং Twitter ব্যবহার করা যাবে। 


জিপি সোশ্যাল প্যাক বা ফেসবুক প্যাক ২০২৪ কোড

*121*3024#
মেয়াদঃ ২৮ দিন
সোশ্যালঃ শুধু ফেসবুক
সাইজঃ ৩৪৩ এম্বি!

রবি নেট অফার কোড ২০২৪

রবিতে ২০২০ আগস্ট মাসে আমি ওদের অফিসিয়াল সাইট খুজে কোন সোশ্যাল প্যাক অফার পেলাম না। নিচের দেওয়া অফার আগের। চেষ্টা করে দেখতে পারেন তবে আমি দায়ি না টাকা নষ্ট হলে!!


৬১ টাকা (সকল চার্জ সহ) রিচার্জে ৩ জিবি,
মেয়াদ ৭৩ ঘন্টা, ইউএসএসডি কোড *১২৩*০৬৯#
:
৫৭ টাকা (সকল চার্জ সহ) রিচার্জে ২ জিবি ফ্রিডম ডাটা , মেয়াদ ৭৩ ঘন্টা, ইউএসএসডি কোড *১২৩*৫৪#
ডাটা ব্যালেন্স চেক করতে অনুগ্রহ করে *৩# ডায়াল করুণ।
*৯৯৯# ডায়াল অথবা My Robi অ্যাপ থেকে My Offer অপশনে ক্লিক করে জেনে নিতে পারবেন আপনার নাম্বারের জন্য নির্ধারিত অফার এবং নির্দেশনা অনুসরণ করে চালু করতে পারবেন অফারটি।

সোশ্যাল প্যাক কি কাকে বলে?

  • সোজা ও অল্প কথায় সোশ্যাল মিডিয়া ইউজ করতে মোবাইল সিম কোম্পানি গুলো যে বিশেষ অফার দেয় সেগুলো কে সোশ্যাল প্যাক  বলে। 
অর্থাৎ আপনি ফেসবুক ইউটিউব চালাতে পারবেন কিন্তু গুগল বা অন্য ব্লগ/ সাইট ইউজ করতে পারবেন না। মূলত ফেসবুক এর জন্যই সোশ্যাল প্যাক এর অফার দেওয়া হয় আর ইউজাররাও এইজন্যই এই  প্যাক কিনে থাকে।

সোশ্যাল প্যাক কি

বাংলালিংক কি ফেসবুক প্যাক কি?

- ঐ যে বললাম সোশ্যাল মিডিয়া ইউজের জন্য নেট .... একই কথা কে বাংলা লিংক ঘুরিয়ে ফেসবুক প্যাক নামে অফার দেয়। সোশ্যাল প্যাক ফেসবুক প্যাক একই।


নিচে সব সিমের কিছু সোশ্যাল  অফার এর লিস্ট দিচ্ছি। কিছু কিছু অফার বন্ধ থাকতে পারে কেননা পোস্ট দেওয়ার পর কিছুদিন পরেই সেসব কোম্পানি দেখা গেলো অফার ক্লোজ করে দিছে সেক্ষেত্রে আপনারা আর ঐ অফার পাবেন না।



বিশেষ কথাঃ উপরে উল্লেখ করা কোন অফার এর দায় ব্লগ ও লেখকের না। আমরা শুধু নেট থেকে পাওয়া অফার এর বিস্তারিত তথ্য আপনাদের জন্য এক জায়গায় সহজে পাওয়ার জন্য জোগাড় করে দেওয়ার কাজ করেছি। সিম কোম্পানির ২ নাম্বারি / আপনার টাকা মার যাওয়া / অন্য সাইটের ভুলের জন্য আমরা দায়ি না।

আপনাদের উচিত হবে নিজে একটু যাচায় করে তারপর কিনা।
আরো ভালো হবে সরাসরি সিম কোম্পানির সাইটে গিয়ে ওদের রিসেন্ট অফার গুলো দেখা।



Next Post Previous Post