আপনি জানেন কি পৃথিবীর সব চাইতে বড় ফুল কোনটি? ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৩ ফুট ফুল র‍্যাফ্লেসিয়া পাওয়া গিয়েছে

 পৃথিবীর সব চাইতে বড় ফুল  ইন্দোনেশিয়ার সুমাত্রার  ৩ ফুট  র‍্যাফ্লেসিয়া  ফুল 

পৃথিবীর সব চাইতে বড় ফুল  ইন্দোনেশিয়ার সুমাত্রার  ৩ ফুট  র‍্যাফ্লেসিয়া  ফুল


ফুল নিয়ে আগ্রহ কার নেই?
কত রকম ফুল আছে এই পৃথিবীতে। গোলাপ জবা শাপলা গাদা এগুলো তো আমাদের ঘরের ই ফুল।
আজ চলুন দেখে পৃথিবীর সব চাইতে বড় ফুল ।
ফুল টি পাওয়া গেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়া তে।

সবচেয়ে বড় ফুল কোন প্রজাতির ?

এটি র‍্যাফ্লেসিয়া প্রজাতির একটি ফুল।

এই ফুল টির পরিমাপ জানলে বেশ অবাক না হয়ে উপায় নেই।
ফুলটির ব্যাস ১১১ সেন্টিমিটার বা তিন ফুট ছয় ইঞ্চি।

তিন ফুট এর ফুল(!) 


এর আগে ইন্দোনেশিয়ারই পশ্চিম সুমাত্রায় একটি ফুল র‍্যাফ্লেসিয়া ফুল  পাওয়া গিয়েছিল, সেবার তার  ব্যাস ছিল ১০৭ সেন্টিমিটার।এবার  সেই রেকর্ড ভেঙে দিল ফুলটি।

                            See More:  ফুলের ফটো ডাউনলোড HD 2020



র‍্যাফ্লেসিয়া  কতদিন থাকে?
র‍্যাফ্লেসিয়া মাত্র এক সপ্তাহ থাকে। তারপর নষ্ট হয়ে যায়। 

র‍্যাফ্লেসিয়া  গন্ধ কেমন?
 এই ফুল থেকে পচা মাংসের মতো গন্ধ 
বের হয়।


র‍্যাফ্লেসিয়া  এর নামকরন?
 ব্রিটিশ উপনিবেশ অফিসার স্যামফোর্ড র‍্যাফ্লেসের নামে এই ফুলের নামকরণ হয়।
 ঊনিশ শতকে তিনি ইন্দোনেশিয়া এই ফুলের সন্ধান দেন।ইন্দোনেশিয়া ছাড়াও এই ফুল দক্ষিণ এশিয়ার অনেক দেশেই পাওয়া যায়। আগে  ফিলিপিন্সে  একটি ১০০ সেন্টিমিটার ব্যাসের ফুল পাওয়া গিয়েছিল। এবারের ফুলটির ব্যাস ১১১ সেন্টিমিটার  যা ফিলিপিন্সে  পাওয়া ফুলটির চেয়ে প্রায় ১১ সেন্টিমিটার  বড়।

Next Post Previous Post