বাগান। গোলাপ ফুলের বাগান এবং ফুলের বাগানের পিকচার ফটো নিউ
বাগান
বাগান করার শখ কার হয় না? ছতবেলায় বাগানের শখ হয়নি বা এমনি এমনি একটা দুইটা গাছ কিনে বাগান করার চেষ্টা করেনি এমন মানুষ কম ই পাওয়া যাবে মনে হয়।
বাগান করতে চাইলে বাগান হয়ে বসে থাকবে না তাই না?
চলুন আজকে জানি বাগান করার কিছু প্রয়োজনীয় কথা সাথে থাকবে ফুলের বাগানের পিকচার বা ছবি
বাগান করতে চাইলে বাগান হয়ে বসে থাকবে না তাই না?
চলুন আজকে জানি বাগান করার কিছু প্রয়োজনীয় কথা সাথে থাকবে ফুলের বাগানের পিকচার বা ছবি
ছাদে বাগান করতে যা যা লাগবে
ধারন ক্ষমতা ঃ
আপনার ছাদে বাগান করার আগে জেনে নিতে হবে ছাদের ধারন ক্ষমতা কত টুকু।
অনেকেই এটাকে হেলা ফেলা মনে করে কিন্তু লং টার্মে আপনার ছাদের ক্ষতির কারন হতে পারে অপরিকল্পিত বাগান।
তাই কেমন বাগান করবেন, কেমন জায়গা, ওজন ইত্যাদি বিষয় ভালো ভাবে বুঝে তারপর বাগানের দিকে আগান।
রোদ ঃ
গাছের জন্য রোদ অপরিহার্য এটা বলার অপেক্ষা রাখেনা। একেক রকম গাছের রোদের প্রয়োজন একেক রকম। কোন কোন গাছ অল্প রোদে জন্মে আবার কোন কোন গাছ এর জন্য বেশি রোদ এর প্রয়োজন হয়।
ছাদে কোন পাশে কতক্ষন রোদ থাকে এটা হিসাব করে ঠিক করুন কেমন গাছের বাগান করবেন।
বাতাস ঃ
ছাদে সব সময় বাতাস থাকবে এটা স্বাভাবিক। অতিরিক্ত বাতাসের ফলে মাটির আদ্রতা কমে জেতে পারে যা গাছের জন্য ভালো হবে না। তাছাড়া বেশি জোরে বাতাস হলে গাছ নুয়ে পড়তে পারে এটাও আপনার বাগানের জন্য খারাপ।
তাই বেশি বাতাস সামলাতে বেড়া দিতে পারেন।
বাগান করার জিনিসপত্র
০১। গার্ডেন গ্লাভসঃ
মাটি নিয়ে কাজ করবেন তাই হাতের সুরক্ষায় গ্লাভস ইউজ করতে পারেন।
এতে করে মাটিতে থাকা ধারালো বস্তু থেকে আপনার হাত ভালো থাকবে আবার হাতে বিভিন্ন খয়ে যাওয়া সহ অন্য রোগ বালায় থেকে দূরে থাকতে পারবেন।
০২। স্প্রেয়ারঃ গাছে পানি দিতে স্প্রেয়ার ইউজ করতে পারবেন। অল্প অল্প করে পরিমান মত পানি দিতে স্প্রেয়ার বেশ হেল্প করতে পারবে বলে আমি মনে করি।
০৩। বেলচাঃ বাগান করবেন আর মাটি এখান সেখান করবেন না তা তো হয় না।
বাগান করতে মাটি নিয়ে কাজ করতে হবে আর এর জন্য বেলচা আপনাকে আপনার ভার অনেক টা সহজ করে দিতে পারে।

০৪। বাগানের রেকঃ ঘাস আগাছা ইত্যাদি সরাতে, মাটি নিংড়াতে ইত্যাদি কাজে এই রেক ইউজ করতে পারবেন। অনেকটা চিরুনির মত কিন্তু মাথার না বাগানের চিরুনি আরকি।
০৫ঃ হোজ পাইপঃ গাছে পানি দিতে, বাগান তৈরি করতে বার বার বালতি নিয়ে পানি আনা নেওয়া করতে ভালো লাগে?
যদি ভালো লাগে তাহলে তো ভালো।
আর যদি ভালো না লাগে তাহলে পানি দেওয়ার জন্য হোজ পাইপ ইউজ করতে পারেন।
সময় আর শ্রম দুইটাই বাচাতে সাহায্য করবে।
ফুলের বাগান নাকি ফলের বাগান করবেন?
ছাদে কিংবা জমিনে যেখানেই বাগান করেন না কেন শখের বাগানের জন্য ফুল নাকি ফল এর বাগান করবেন তা বেশ ভাব্বার বিষয়।
ফুল তো খেতে পারবেন না আবার ফল দেখে ফুলের মত অন্তর ভরবে না!!
তাই ফুল নাকি ফলের বাগান করবেন তা একটু ভাবুন।

আমার মনে হয় অর্ধেক অর্ধেক ঠিক আছে।
কিছু ফুলের গাছ লাগান কিছু ফলের।
ফুল ও দেখা হলো আবার ফল ও খাওয়া হলো।
ফুল তো খেতে পারবেন না আবার ফল দেখে ফুলের মত অন্তর ভরবে না!!
তাই ফুল নাকি ফলের বাগান করবেন তা একটু ভাবুন।

আমার মনে হয় অর্ধেক অর্ধেক ঠিক আছে।
কিছু ফুলের গাছ লাগান কিছু ফলের।
ফুল ও দেখা হলো আবার ফল ও খাওয়া হলো।

ফুলের বাগানের পিকচার
HD Picture Download করতে নিচে ২ সাইট দিচ্ছি সেখান থেকে ডাউনলোড করতে পারেন।
All free Picture
Pexels
All free Picture
Pexels

গোলাপ ফুলের বাগানের ছবি
ফুলের বাগানের ফটো



নতুন ফুলের ছবি - ফুলের ছবি গোলাপ





