Bangla Koster Picture : 80+ High Quality Koster Picture (New 2023 Collection)
হারিয়ে গেলেই ভেবো না
ফুরিয়ে গেছি,
অন্তরালে থেকেও বলবো
"ভালোবাসি"
-নিশী
অভিমান করে দূরে সরে গিয়ে
অভিমান হলে শেষ।
ফিরে এসো ফের আমার বুকেতে
খুলিয়া তোমার কেশ।
বেশি অভিমান করে ফেলো যদি
বেশি থাকিওনা দূরে।
তোমার বিরহে আমার হৃদয়
ছাই হয়ে যায় পুড়ে।
অভিমান করো অভিযোগ নেই
রাগ নেই মোর কোনো।
অভিমান করে আমি জানি তুমি
আমার কবিতা শুনো৷
অভিমানে তুমি কবিতার প্রেমে
হাবুডুবু খাও দেখি৷
সেই কবিতাও আমার কবিতা
তাই তো কবিতা লিখি৷
©শফি আহমদ
-হ্যাঁ...!!
শাড়িটা বের করার সময় তোমার পাঞ্জাবীটা দেখে তোমার কথা মনে পড়ছিলো।
-কেঁদেছো?
-হুমমম..
-কেনো?
-তুমি স্বার্থপরের মতো আমাকে ছেড়ে চলে এসেছো।
একা একা খুব কষ্ট হয় আমার।
আমি যখন চা বানাতে যাই,ভুলে ভুলে তোমার মগেও বানিয়ে ফেলি।
গভীর রাতে ঘুমের ভিতর তোমার বালিশের উপর হাত পড়লেই আমার ঘুম ভেঙে যায়।
তোমাকে দেখতে না পেলেই আমার কান্না আসে।
-খুব কষ্ট পেয়েছো তাই না?
-অনেক।
-সরি..
-হুহ,সরি বলতে হবে না।
-আচ্ছা শোনো,
-হুম বলো.
-তুমি আমার হয়ে সবাইকে কিছু কথা বলে দিতে পারবে?
-কি কথা?
-ওদের সবাইকে বলবে ওরা যেনো একটু সাবধানে চলাচল করে।
সড়ক দুর্ঘটনা যেনো আর কারো প্রিয়জন ছিনিয়ে নিতে না পারে।
-আচ্ছা..... (অশ্রুশিক্ত চোখে)
-উফ..!!
এখন কেঁদো না তো।
তোমার চোখের কাঁজল নষ্ট হয়ে যাচ্ছে।
পায়ে আলতা দিয়েছো?
আচ্ছা আমার জন্য বসন্তের ফুল আনোনি?
-হ্যাঁ এনেছি।
-কই দাও..
ফুলগুলো কবরের উপর রেখে,ব্যাগ থেকে কোরআন শরীফটা বের করে পড়তে শুরু করলো মেয়েটা।
কথা ছিলো এই বসন্তে শাড়ি-পাঞ্জাবী পরে দুজনে বের হবে।
কিন্তু সড়ক দূর্ঘটনা তাদের স্বপ্নের মাঝে এপার ওপারের দুরত্ব তৈরী করে দিয়েছে!
- Tawhid Hasan Razon
Bangla Koster Picture Collection 2023
স্পর্শ আর চাহিদাবিহীন একমুঠো প্রেম চেয়েছিলাম বিনিময়ে দিয়ে গেলে অফুরন্ত রাত জাগা আর এক বুক হাহাকার !!
- Mahabub Hassan
বিচ্ছেদ:::::
তোমার প্রস্থান কেনো আমাকে মেনে নিতে হবে?
কেনো বারবার মনে করতে হবে আমাদের বিচ্ছেদ হয়েছে?
এমনটা তো হওয়ার কথা ছিলো না কখনোই,
কেনো আমাকে মেনে নিতে হবে তুমি নেই চারপাশে!
কতটুকু গভীর হলে বলো ভালোবাসার গভীরতা বলে?
কতটুকু আগলিয়ে রাখলে বলো কেউ কাউকে আর
যায়না কখনো ছেড়ে?
তুমি অকারণেই কি আমাকে গিয়েছো ছেড়ে
নাকি সহ্য করতেই পারতে না আমার ছোট ভুল গুলো?
সত্যিই কি নিদারুণ ভাবে ভালোবেসে ছিলে
নাকি অনন্তকাল প্রস্থান করাই তোমার উদ্দেশ্য?
কোন প্রশ্নই আজ আর তোমাকে করতে চাই না।
ভুল মানুষটাকে বারবার ভালোবাসা নাকি বোকামি!
হ্যাঁ তবে আমি বোকা হয়েই বাঁচতে চাই আজীবন
অনন্তকাল তোমার অপেক্ষাই করবো।
হয়তো বিচ্ছেদের পর ভুলেই গেছো আমাকে?
হয়তো দেখা হলেই অবলীলায় মুখ ফিরিয়ে নিবে?
কিন্তু কি জানো আমি তোমাকে বারবার চাই,
আমার জন্য আবার তোমাকে ফিরতেই হবে।
বিশ্বাস করো আমি কখনো তোমাকে ফিরিয়ে দিবো না,
ভালোবাসার মানুষটার যে অপরাধ মনে রাখতে নেই।
আমি তো তোমাকে ছেড়ে যাইনি তাই তো বলি
আমাদের কখনোই বিচ্ছেদ হয়নি।
আমি আজীবন তোমাকে ভালোবাসবো,
অনন্তকাল তোমার প্রেমেই বুঁদ হয়ে থাকবো।
এক তরফা ভাবেই ভালোবাসবো,
তবুও তোমার প্রস্থান মেনে নিবো না কখনোই!
তোমার প্রস্থান কেনো আমাকে মেনে নিতে হবে?
কেনো বারবার মনে করতে হবে আমাদের বিচ্ছেদ হয়েছে?
এমনটা তো হওয়ার কথা ছিলো না কখনোই,
কেনো আমাকে মেনে নিতে হবে তুমি নেই চারপাশে!
কতটুকু গভীর হলে বলো ভালোবাসার গভীরতা বলে?
কতটুকু আগলিয়ে রাখলে বলো কেউ কাউকে আর
যায়না কখনো ছেড়ে?
তুমি অকারণেই কি আমাকে গিয়েছো ছেড়ে
নাকি সহ্য করতেই পারতে না আমার ছোট ভুল গুলো?
সত্যিই কি নিদারুণ ভাবে ভালোবেসে ছিলে
নাকি অনন্তকাল প্রস্থান করাই তোমার উদ্দেশ্য?
কোন প্রশ্নই আজ আর তোমাকে করতে চাই না।
ভুল মানুষটাকে বারবার ভালোবাসা নাকি বোকামি!
হ্যাঁ তবে আমি বোকা হয়েই বাঁচতে চাই আজীবন
অনন্তকাল তোমার অপেক্ষাই করবো।
হয়তো বিচ্ছেদের পর ভুলেই গেছো আমাকে?
হয়তো দেখা হলেই অবলীলায় মুখ ফিরিয়ে নিবে?
কিন্তু কি জানো আমি তোমাকে বারবার চাই,
আমার জন্য আবার তোমাকে ফিরতেই হবে।
বিশ্বাস করো আমি কখনো তোমাকে ফিরিয়ে দিবো না,
ভালোবাসার মানুষটার যে অপরাধ মনে রাখতে নেই।
আমি তো তোমাকে ছেড়ে যাইনি তাই তো বলি
আমাদের কখনোই বিচ্ছেদ হয়নি।
আমি আজীবন তোমাকে ভালোবাসবো,
অনন্তকাল তোমার প্রেমেই বুঁদ হয়ে থাকবো।
এক তরফা ভাবেই ভালোবাসবো,
তবুও তোমার প্রস্থান মেনে নিবো না কখনোই!
-----RAHAMAT_UM
See More:
পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। হয়তো একটু সময় লাগে। আর একটা মানুষ না থাকলে অন্য মানুষ টা মারা যায় এমন ও তো না।
- ঝরা ফুল
প্রেমিক প্রেমিকা হওয়ার চাইতে মানুষ হোন।
প্রেমিক প্রেমিকা আপনার জীবন ধ্বংস ছাড়া কিছুই দিতে পারবেনা।
দুঃখ করবেন না। বেশি মন খারাপ হলে অযু করে নামায পড়েন। নামায পড়তে না পারলে জাস্ট অযু করে ঘুম দেন। দেখবেন ঘুম ভাঙ্গার পর মন ভালো হয়ে যাবে। 

জীবন টাকে বড় করে দেখেন। একদিনের একটা ঘটনা আপনার জীবন না। কয়েকটা ঘটনা বা কিছু মানুষ ই আপনার জিবনের সব না। জীবন অনেক বড়।
বাচতে শিখুন। হাসতে শিখুন। পরিবারকে নিয়ে ভাবুন।
HD Valobashar Koster Photo
Aj apnader jader mon kharap tader jonnoi kichu HD Valobashar Picture Add Kore Dichi.
dekhun vabun R Mon Valo Korte Cesta korun.
Apnar Oviman Apnar Mon Kharap Apnar Dukkher Srity Diye Kew vabe na Vabbe na. Apnakei Vabte Hobe Uthe Darate Hobe. Mon Kharap Niye Pore Thakle Hobe Na.
Valobashar Koster Photo Love Koster Pic
কন্যা না পারো যদি
ছোট মাছ কুটতে।
কষ্ট করে হবেনা আর
আমার বাড়ি আসতে।
-ইমন।
জানি তোমার কিছু যায় আসে না
আমার কিছুতেই।তবু আমার ভাবনা কেন
মিশে থাকে অচেনা তোমাতেই।
-Rukiya jannat
Koster Picture Koster Image Koster Photo
Mon Kharap Picture 2023
valobashar koster photo
Koster Pic Boy Girl
love koster pic hd
valobasar koster pic
valobashar image
koster sms bangla
bangla love photo download
bangla sad kobita photo
khub koster pic
![]() |
khub koster pic 1 |
![]() |
khub koster pic 2 |
![]() |
khub koster pic 3 |
koster pic download
![]() |
koster pic download |
What You get From This Post? Bangla Koster Picture FAQ
- bangla koster picture - Yes You Will See Many Bangla Koster Picture.
- love koster pic ? Yes We Have Some Pic.
- koster pic hd ? Most Of Them Are High Quality Picture.
- koster pic girl ? May be Not.
- koster pic boy ?
- valobasar koster pic ? Yes .
- koster picture ? same Bro.
- valobashar koster photo ? This Post About Koster Photo.
Amader bangladesher Jubok vai bon der moddhe "Mon kharap" "Aj amar mon valo nei " Rog ta Khuboi Common.
Kintu keno amader mon valo thakena? amara keno Mon kharap Kori?
Baba Mar Iccha Puron Korte parini tai Mon Kharap?
Valo Result Korte Parini Tai?
Namaz Porte Parini ejonno Mon kharap?
Pap Korchi ejonno mon kharap?
Naaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa.
Amader Mon Kharap Thake karon Premika ba premik amader bujhe na, babu deke rog valo kore dei na eijonno Bla Bla.
Othocho Apni Manen Ba Na Manen School,College, Unuversity 2nd year Er Prem je Tikbena Eta Apni Ami Amra Sobai Jani.
Tao Chelera Abegi Mori Ar Oidike Kichu Meye Nijer Deho dekhiye Video Kore Nijer Life, Nijer Poribarer Man Somman Sob kichu ekjon Oporipokko Cheler kache diye "Valobasa " Proman kore.
Ar Sei Chele Breakup er por Video ta Net e Upload Kore diye "BreakUp" proman kore.
Vai Bon....Manush Hon. premik Premika Howar Chaite Manush Hon.