Bangla Koster Picture | Koster Pic Download Bangla 2023 | Bengali Sad Images Free Download
এত সাহস আছে কার
আমার ভালবাসা ছিনিয়ে নেবার
আমি নোঙর ফেলেছি তোর বুকে
হবোনা আর কারো
তোকে নিয়ে কত আশা
স্বপ্ন হাজারো।।
~হাছিন
অনেক স্বপ্ন দেখি আমি,
স্বপ্ন মেঘমালায় ঘুরি আমি নিরন্তর।
হারিয়ে যাই বার বার,পথ খুঁজে পাই না।
কে যেন বলে ফিরে আস, বাস্তবে।
হয় না ফেরা, হয়ত হবেও কোনদিন।
- javed Kaisar
Bangla Koster Chobi Dilam Onek Gulo.
Dekhe Valo Lagle Share Korte paren.
কষ্টের পিক- ছেলেদের কষ্টের পিক
এই পোস্টে আপনারা কষ্টের লেখা ছবি পাবেন সাথে শেষের দিকে কষ্টের মন খারাপ করা Background পিক পাবেন ( লেখা মুক্ত)
Table Of Content
See More: Bangla Sad Quotes Images Download
01. Bangla Koster Picture 2023
মানুষকে হত্যা করার জন্য সব সময় ধারালো তলোয়ার কিংবা ছুরি প্রয়োজন হয় না।
কিছু কথা-ই যথেষ্ট।
এতে শরীলের মৃত্যু না হলেও মনের মৃত্যু ঠিকি হয়।
কিছু কথা-ই যথেষ্ট।
এতে শরীলের মৃত্যু না হলেও মনের মৃত্যু ঠিকি হয়।
---মাহমুদা আক্তার মিম
কষ্টের পিক- মেয়েদের কষ্টের পিক
আমার মৃত্যুর খবর শুনে কেদে উঠবে তোর শহর.!
থমকে যাবে তোর অবহেলা থমকে যাবে তোর প্রহর |
থমকে যাবে তোর অবহেলা থমকে যাবে তোর প্রহর |
- রবি ツ
পুরনো স্মৃতিতে আর ফিরে যেতে চাইছি না আমি,,,অহেতুক অপেক্ষায় নিজেকে আর তোমার ঐ জঞ্জাল শহরে ফিরাতে চাইছি না আমি...যে শহরে আমার আর কেউ নেই,,,যে শহরে আমার আর কিছুই নেই!!!
লেখায়ঃরাজিয়া হোসেন
Koster Images 2023
02. New Koster Pic Bangla
See More :
→Bangla Islamic Quotes Picture
Bangla Koster Picture - Koster Pic Download
Sad Photo Collection Bangla
Koster Pic Bangla ২০২৩ - Koster Pic Download
04. Koster Pic Download (New)
![]() |
Sad Fb Status Bangla |
![]() |
Sad Fb Status Bangla 2 |
- Bangla Koster Picture
- Koster Pic Bangla
- mon kharaper kobita
- mon kharap image
- valobashar koster photo
- love koster pic
- bangla valobashar image
- bangla sad kobita photo
- koster pic download
- bangla love image
- bangla lekha picture
- bangla love koster sms
Mon Kharap er Pic
জালাবো তোমায়। খুব বিরক্ত করব। এমন কি যদি কখনও তারাদের দেশে হারিয়ে যাই, তবুও জালাবো তোমায়।
হয়তো তখন তুমি হাফ ছেড়ে বাঁঁচবে। হয়তো ভাববে বেচে গেলে আমার থেকে। কিন্তু আমি তোমায় বিরক্ত করেই যাব। কিভাবে শুনবে?
গ্রীষ্মের তপ্ত দুপুরে কড়া রোদ হয়ে তোমার গায়ে আঁচরে পরবো। কি ভাবছো ছাতি বা ঘরের ছাউনির নিচে থাকবে? তাও পার পাবে না। সারাদিন প্রচন্ড গরম হয়ে তোমার ঘাম ঝরাবো। দেখবে সবাই ঠিক আছে, শুধু তুমিই ঘামছো।
তুমি টেরও পাবে না যে আমি বিরক্ত করলাম তোমায়।
ভাবছো বেঁচে যাবে বর্ষায়? তবে ভুল ভাবছো। হটাৎ বাড়ি ফেরার সময় ভিজিয়ে দেবো তোমায়। ভাবছো ছাতা বাঁচাবে এবার তোমায়? তবে তীব্র ঝড় হাওয়া হয়ে তোমার ছাতা উড়িয়ে নিয়ে যাবো। আর বৃষ্টির ফোঁটা হয়ে আঁচড়ে পরবো তোমার গায়ে, আমি এসেছিলাম, তুমি টেরও পাবে না।
ভাবছো কি করবো শরতে? শিউলি ফুলের গন্ধ হয়ে তোমার আসেপাশে ঘুরে বেড়াবো। তোমার সব কাজ থেকে তোমার মনযোগ নষ্ট করবো শিউলি ফুলের গন্ধ হয়ে। রাতের খোলা আকাশে যখন পুর্নিমার চাঁদের আলোয় ভরে উঠবে পুরো ধরা, হয়ত আমায় একটু মনে করবে তুমি, ভাববে খুব পাজি ছিলো, সারাক্ষণ জালাতো আমায়। জানালার ফাঁক দিয়ে তোমার ঘরে ঢোকা চাঁদের আলোয় বসে যখন ভাববে তুমি, ঠিক তখনি এক টুকরো মেঘ হয়ে এসে ঢেকে দেবো চাঁদ। তুমি বুঝতে পারবে না।
ভাবছো তো কি করব হেমন্তে? সদ্য নতুন ধানের পিঠা-পায়েস যখন খাবে তুমি উঠোনের সামনে বসে, ঠিক তখনই কোন এক অজানা পাখি হয়ে তোমার পিঠার ভাগ চাইতে আসবো। একবার দুবার নয়, বার বার আসবো। তুমি বুঝতে পারবে না Mon
ভাবছো কি করব শীতে? তোমার গালে এসে আলতোভাবে ছুয়ে যাবো শীত হয়ে, হটাৎ হীম শীতল হাওয়ায় জড়িয়ে যাবো তোমায়, তোমার গরম কাপড়ও যে শীতল অনুভূতি থেকে তোমায় বাঁচাতে পারবে না। রাতের বেলায় খুব শীত হয়ে ছোঁবো তোমায়। আর সকালে কুয়াশা হয়ে তোমার পাশে ঘুরব, হয়ত একটু সর্দি হয়ে ছুয়ে যাবো তোমার নাকের ডগা। তুমি টের পাবে না Kharap
আরো দেখুনঃ আবেগের কথা
হয়ত খুব উৎসুক হয়ে আছো, হয়ত নেই, জানার জন্যে যে কি করব বসন্তে? প্রতিবার দক্ষিণা বাতাস হয়ে তোমাকে জড়িয়ে যাবো। প্রকৃতির নতুন সাজে যখন তুমি মুগ্ধ হবে, কোকিলের ডাকে যখন তোমার কান জুড়াবে, ফুলের সৌরভে যখন মুগ্ধ হবে তোমার প্রান, যখন এই মুগ্ধতা তোমার গলায় তুলবে গান, তখন তোমার স্মৃতি তে এসে বিরক্ত করব তোমায়। বারে বারে মনে করিয়ে দেবো এই বিরক্তিকর ছেলেটার কথা। তোমার সব আনন্দে শূন্যতা পাবে তুমি। ভাববে কি যেনো একটা নেই। আর সেই না থাকা জিনিসটা হব আমি। বসন্তের রাত গুলো তোমায় ঘুমাতে দেবো না। বার বার তোমার স্বপ্নে আসব আমি। অনুভব করাবো আমার শূন্যতা। সে দিন আর আমাকে পাবে না। খুব বিরক্ত হবে হয়ত এই ভেবে যে আজ তোমায় আর বিরক্ত করি না। হয়ত বসন্তের রাত গুলো তে আকাশের পানে চেয়ে খুজবে আমায়, আমি কোন তারা হয়ে আছি? কিন্তু ঠিক এই সময় অন্য তারার পিছনে লুকিয়ে যাব। দেখতে পারবে না আমায় তুমি। বিরক্ত হবে। আর দূরে থেকে দেখব। Picture
তবে তুমি চাইলেই খুজে পাবে আমায় সব ঋতুতে, সব গুলো রাতে। তোমার সব কাজে। অন্তত বিরক্তি হয়ে থাকবো তোমার পাশে।
বিরক্তি
মোঃ সাজ্জাদ হোসেন শুভ
![]() |
মন খারাপের ছবি ৩ |
দুরত্ব তৈরি হতে ১২ বছর লাগে না
১২ সেকেন্ডেই দুরত্ব তৈরি হয়
শুধু কথা দিয়ে!একটা দুটো শব্দে কিংবা বাক্যে।💔
- কালাম আহম্মেদ
![]() |
মন খারাপের ছবি ১ |
![]() |
মন খারাপের ছবি |
koster pic hd
mon kharaper pic
Koster Pic Download
- love koster pic
- mon kharap picture
- kannar pic
- abegi mon status pic
- abegi mon images
- bengali sad pic
- koster pic
- hd kosto pic
Bangla Koster Picture | Koster Pic Bangla HD