ইরানের মুদ্রার নাম কি? ইরানের রিয়াল বাংলাদেশের কত টাকা? - BanglaFeeds.info

ইরানের মুদ্রার নাম কি? ইরানের রিয়াল বাংলাদেশের কত টাকা?

ইরানের ২০০০, ১০০০, ১০০০০  রিয়াল বাংলাদেশের কত টাকা এবং   ইরানের মুদ্রার নাম কি

ইরান নামক দেশটাকে আমরা অনেক ভাবেই চিনি। শিয়াদের ভন্ডামির কারনে চিনি কখনও কখনও ইজরায়েল আর আমেরিকাকে ফাকা হুমকি দেওয়ার নিউজ দেখে চিনি।

কিন্তু সেই দেশের  অভ্যন্তরীণ অনেক কিছুই আমাদের অজানা। যেমন অজানা ইরানের মুদ্রার নাম কি ইরানের মুদ্রা বাংলাদেশের টাকার কত টাকা পরিমান?

ইরান ধনি নাকি গরিব দেশ এসব নিয়ে আজকের আলোচনা।

ইরানের মুদ্রার নাম

যা যা পাবেনঃ  

  1. ইরানের মুদ্রার নাম কি
  2. ইরানের রিয়াল বাংলাদেশের কত টাকা
  3. ইরানের ২০০০ রিয়াল বাংলাদেশের কত টাকা
  4. ইরানের ১০০০ রিয়াল বাংলাদেশের কত টাকা
  5. ইরানের ১০০০০ রিয়াল বাংলাদেশের কত টাকা
শুরুতে ইরানের মুদ্রা নিয়ে একটা তরতাজা খবর জেনে নিন যে আগে যে মুদ্রার নাম ছিলো টা ইরান পরিবর্তন করছে।

ইরান এর মুদ্রার নাম আগে ছিলো ইরানি রিয়াল আর এখন টা পরিবর্তন করে রাখা হয়েছে 

ইরানের রিয়াল বাংলাদেশের কত টাকা

ইরানের রিয়াল বাংলাদেশের প্রায় নাই টাকা(!)

একটু উল্টা করে বলি তাহলে বলতে আর বুঝতে সহজ হবে।

আসলে বাংলাদেশের ১ টাকা ইরানের প্রায় ৫০০ টাকার সমান। 

বাংলাদেশ অনেক ধনী ,না?

কিন্তু তাও দেখেন ইরান কিন্তু সুপার পাওয়ার আমেরিকাকে হুমকি দিতে পারে, মাথা উচিয়ে চলতে পারে অথচ বাংলাদেশ কে ভারত আর আমেরিকার দালালি ছাড়া কেউ চলতে পারেনা বুক ফুলিয়ে মাথা উচিয়ে সেতো পরের কথা।

কেনো এমন? কারন যার অস্রের ক্ষমতা যত তার ক্ষমতা ও সম্মান তত। পৃথিবীর শুরু থেকেই দেখেন যুদ্ধেই সম্মান যুদ্ধেই নিরাপত্তা। শুধু যুদ্ধের পথ আল্লাহ্‌র পথ হলেই হয়....দুনিয়া আর আখিরাত ২ ই জয়ি ইনশা আল্লাহ্‌। 

আবার ফিরে আসি রিয়ালের দিকে।

ইরানের ২০০০ রিয়াল বাংলাদেশের কত টাকা

একদম এক কথায় উত্তর হলো ইরানের দুই হাজার রিয়াল বাংলাদেশের ৪.০৩ টাকার সমান।
আর ১০০০ রিয়াল এর মান ২ দশমিক ০১ টাকা।
ইরানের ১০০০০ রিয়ালের মান বাংলাদেশের ২০ টাকার সমান। একটু এদিক সেদিক আছে। 

শেষ কিছু কথাঃ পোস্ট এর শুরুতে ইরান আর শিয়া নিয়ে কিছুটা রাজনৈতিক টাইপের কথা বলছি।
যারা কাফের তাদের জন্য তো শিয়া সুন্নি একই তাই তারা এভোয়েড করেন।
আর যারা শিয়া তারা তো দেখেও দেখবে না তাই তারাও ভাগেন।

এরপর যারা সুন্নি কিংবা কোরান হাদিস এর মুসলিম এবং শিয়া নিয়ে এখনো কিছু একাডেমিক কিছু জানে না, জাস্ট লেকচার/ ইউটিউব লেকচার বা শিয়াদের ছুপা পেজ থেকে যা জানে তাই দিয়েই ওদের কে আপন ভাই ভেবে বসে আছেন তাদের বলবো আমার কথা শোনার দরকার নাই। আমার কথা মত শিয়াদের ভাই বা শত্রু কিছুই ভাবার দরকার নেই।

 আপনি জাস্ট ওদের আকিদার বই গুলো সম্পর্কে জানুন । আপনাদের মানে শিয়া ছাড়া মুসলিমদের সাথে ওদের আচরন এর ইতিহাস জানুন তাহলে শিয়া প্রেম ছুটে যাবে।
ইরাকের মুসলিমদের জিজ্ঞেস করুন তাদের সাথে শিয়ারা কেমন আচরন করছে।

সুন্নি মুসলিমদের নাম আয়েশা। আবু বকর/ ওমর ফারুক হওয়ার কারনে শুধু নামের কারনেই শিশুদের নারী পুরুষদের হত্যা করছে এই শিয়ারা। শুধু নাম আয়েশা বা আবু বকর হওয়ার কারনে।

একটু খোজ নেন।