মুসলিম বিশ্বের সবচেয়ে পারমাণবিক শক্তিশালী দেশ কোনটি ? মুসলিম বিশ্বের সামরিক শক্তি । ইরান তুরস্ক সৌদি আরব পাকিস্তান।

মুসলিম বিশ্বের সবচেয়ে পারমাণবিক শক্তিশালী দেশ কোনটি ? মুসলিম বিশ্বের সামরিক শক্তি 



অনেকেই এই প্রশ্ন জানতে চান গুগলে। অন্তত গুগলের ডাটা সেটাই বলছে।
তাই ভাবলাম মুসলিম বিশ্বের পারমাণবিক শক্তিশালী দেশ নিয়ে কিছু লিখি।

প্রথমে কথা হচ্ছে মুসলিম বিশ্বের পারমাণবিক শক্তিশালী দেশ একটাই আছে আর সেটা হলো পাকিস্তান।

পাকিস্থান ছাড়া আর কোন মুসলিম দেশের পারমানবিক বোমা নেই।

তবে যদি রিসেন্ট ঘটনা প্রবাহ লক্ষ করেন তাহলে বুঝতে পারবেন একই সাথে সৌদি আরব, তুরস্ক আর ইরান পারমানবিক বোমার লাইনেই আছে। 

ইরান ইতিমদ্ধে নিজেদের দেশে দুরপাল্লার মিসাইল বানাতে সক্ষম অপরদিকে তুরস্কও আধুনিক সামরিক বাহিনির জন্য নানা Drone ছাড়াও অন্যান্য Weapons বানাতে সক্ষম এবং তুরস্ক এখন মিডল ইস্ট সহ ইউরোপে তার উত্থান জানান দিচ্ছে।


সৌদির অবস্থা খারাপ। এরা কিছু বানাতে পারেনা। এদের টাকা আছে যা দিয়ে ভুরি ভুরি আধুনিক অস্র কিনতে পারে তবে সমস্যা হইলো কিনে ঘরে রাখতে পারলেও দরকারি সময়ে তারা চালাতে পারেনা সেসব অস্র।
এর প্রমান হুথিদের মিসাইল আক্রমণ ঠেকাতে সফল হতে পারেনি সৌদি আরব।

তাছাড়া সৌদি আরব এর রাজ পরিবার নিজেদের সেনাবাহিনিকে বিশ্বাস করতে পারেনা তাই এদের আধুনিক প্রশিক্ষন বা লিডার তেমন একটা কাজের ভূমিকা রাখতে পারেনা।
রাজ পরিবার ভাবে সেনাবাহিনি শক্তিশালী হলে ক্যু করতে পারে তাই সৌদি রাজ পরিবার আমেরিকার সেনাদের টাকা দিয়ে পুষে রাখে!!

এই একই কথা জর্ডান , আরব আমিরাত, বাহারাইন এর ক্ষেত্রেও সেম। 
এসব দেশে আপনি প্রচুর আধুনিক অস্র পাবেন কিন্তু ওদের সেনাদের সাফল্য দেখতে পাবেন না।
যায় হোক আমাকে শিয়া ভাবার দরকার নেই আমি শিয়া নই এবং ইরান কে পছন্দও করিনা কিন্তু বাস্তব তথ্য যা বলে তা না বলে কেমনে?

মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ 


 আমি মনে করি একই সাথে তুরস্ক  মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান একটা ব্লক করতে পারলে আর সৌদি আমেরিকার হিসাব বাদ দিয়ে ইসলাম আর মুসলিম নিয়ে ভেবে একত হয়ে এই ব্লকে যোগ দিলে তা মুসলিমদের জন্য হতো সবচেয়ে শক্তিশালী ব্লক।

পাকিস্তানের পারমাণবিক বোমা আছে কিন্তু অর্থনীতি দুর্বল। মালেশিয়া অস্র নাই কিন্তু ভালো অর্থনীতি আছে, সৌদিও সেম। ইরান এর অস্র আছে কিন্তু অর্থনীতি নাই।

কয়েকটা দেশ নিজেদের স্বার্থ রক্ষার নামে কাফেরদের ফাদে পা দিয়ে নিজেদেরই শক্তি ক্ষয় করছে অথচ এরা যদি কয়েকটা বিষয়ে এক হইতে পারতো তাইলেই তা সাড়া দুনিয়ার জন্য যথেষ্ট ছিলো।

আজ জাতিসঙ্ঘে আমাদের কোন স্থায়ী সদস্য নাই! চীন মারলে রাশিয়া ভেটো দেয়।
রাশিয়া মারলে চীন ভেটো দেয়। ইজরায়েল মারলে আমেরিকা ভেটো দেয়।
এইসব কাফেরদের ভেটোর খমতার মধ্যে লাখ লাখ মুসলিম প্রান হারায় কিন্তু আমরা কিছুই করতে পারিনা ওদের ভোটাভোটী দেখা ছাড়া!

Next Post Previous Post