মাহে রমজানের গুরুত্বপূর্ণ দোয়া ও আমল সমুহ [২৪+ ছবি] - BanglaFeeds.info

মাহে রমজানের গুরুত্বপূর্ণ দোয়া ও আমল সমুহ [২৪+ ছবি]

মাহে রমজানের গুরুত্বপূর্ণ দোয়া ও আমল সমুহ |  মাহে রমজান ২০২৩




ছবি গুলো আপলোড করার সময় এলোমেলো ভাবে আপলোড হইছে। তবে আমল গুলো বুঝতে সমস্যা হবে না এতে কেননা সব আমল গুলোই স্বতন্ত্র ।
এই রমজানে এসব আমল   এর  সাথে সাথে অন্য আমল গুলোও বেশি বেশি করার চেষ্টা করবেন।
হতে পারে আগামী রমযান আমি আপনি আর পাবো না।
গত রমজানে এমন অনেকেই ছিলো যারা ভেবেছিলো এই রমজানে ঠিক হয়ে যাবে কোরান খতম দিবে কিন্তু তাদের অনেকেই আজ আমাদের মাঝে নেই। মারা গেছে।

আরেকটা কথা, ছবি গুলো QuranerAlo.Com এর। 
তাদের জন্য দোয়া করবেন। 



➤সময় মত সালাত আদায় করা।
এটি অবশ্য সাড়া বছরের ই আমল।


সহিহ ভাবে কোরান শেখা

অপরকে কোরান পড়া শেখানো

সাহরী খাওয়া

তারাবিহ সালাত 

বেশি বেশি কোরান তেলওয়াত করা


আল্লাহ্‌র কাছে শুকরিয়া আদায় করা।
(সব সময় ই)


বেশি বেশি কল্যাণকর কাজ করা।


 তাহাজ্জুদ পড়া


বেশি বেশি সাদকা করা।


এই রোজায় কিছু ইউটিউব চ্যানেল যা আপনার ঈমান কে জাগ্রত করতে সাহায্য করতে পারে।