পাপ কী? পাপ কাকে বলে এবং গুনাহ ত্যাগ করার উপকারীতা

পাপ কী?  পাপ কাকে বলে এবং গুনাহ বা পাপকাজ ত্যাগ করার উপকারীতা


ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, গুনাহ বা পাপ কাজ ত্যাগ করার উপকারীতাঃ

• সৌন্দর্য বৃদ্ধি পায়।
• মানুষের অন্তরে মর্যাদা লাভ হয়।
• পূর্বে লোকেরা ক্ষতি করে থাকলে লোকদের কাছ থেকে সাহায্য এবং নিরাপত্তা।
• লোকেরা যদি গীবত করে থাকে, তাহলে তার সম্মান রক্ষা পায়।
• আল্লাহ তার দুয়া কবুল করেন।
• আল্লাহ তাআ’লার নৈকট্য।
• ফেরেশতাদের নৈকট্য।



প্রশ্ন: আমি যে বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি, তা শুধু আমার জন্য না। আমার ধারণা, এ দেশের লক্ষ তরুণ তরুণীর জন্যও একই মাসআলার প্রয়োজন।
উত্তর জানতে ভিজিট করুন ঃ islamqabd 

islamic chobi

• মানুষ ও জিনদের মধ্য থেকে যারা শয়তান তারা দূরে সরে যায়।
• লোকেরা তাকে সাহায্য করার জন্য, তার চাহিদা পূরণ করার জন্যে এবং তার সাহচর্য ও ভালোবাসা পাওয়ার জন্য প্রতিযোগীতা করবে।
• সে মৃত্যুকে ভয় করবেনা, বরং আল্লাহ তাআ’লার সাথে সাক্ষাত লাভের জন্য ও তাঁর কাছ থেকে পুরষ্কার পাওয়ার জন্যে আগ্রহী হবে।
• এই দুনিয়া তার দৃষ্টিতে তুচ্ছ মনে হবে এবং পরকালকে অনেক মূল্যবান মনে করবে।
• পরকালে অনেক বড় রাজত্ব ও মর্যাদা পাওয়ার জন্যে চেষ্টা করবে।
• আল্লাহর আনুগত্যের স্বাদ ফিরে পাবে।
• ঈমানের মিষ্টতা অনুভব করবে।
• আরশ বহনকারী ফেরেশতা ও আরশের চারপাশে আল্লাহর প্রশংসাকারী ফেরেশতাদের দুয়া লাভ করবে।
• কেরামান কাতেবীন দুইজন ফেরেশতা তার উপরে খুশি থাকবে এবং তারা তার জন্যে দুয়া করবে।
• জ্ঞান, বুদ্ধি ও ঈমান বৃদ্ধি পাবে।
• আল্লাহর ভালোবাসা অর্জিত হবে।
• আল্লাহর সাথে সাক্ষাত কামনা করবে।
• তওবাহ করে পবিত্র জীবন-যাপনের উপরে সন্তুষ্ট থাকবে।
• আল্লাহ তাকে এমন সুখ ও শান্তি দান করবেন, যা সে যখন পাপ কাজে লিপ্ত ছিলো তা থেকে বঞ্চিত ছিলো।
- আল-ফাওয়ায়েদ, পৃষ্ঠা: ২৫৫

ওহী (Seeking The Way To Jannah)



আমার কিছু কথা 

- আমাদের চেহারা সুন্দর করতে কত চেষ্টাই না করি। অথচ পাপের কারনে আমাদের চেহারার কোমলতা নষ্ট হয়ে যায় সেদিকে নজর দেই না। পাপ থেকে বিরত থাকা অনেক কালো মানুষ কে দেখলেও অন্তরে শান্তি অনুভব হয়।

বলতে পারেন তাহলে কাফের নায়ক নায়িকা রা সুন্দর কীভাবে?
প্রথম ওরা ওদের বাহ্যিক অতটুকু সুন্দর এর জন্য যে পরিমান টাকা খরচ করে , কত কাহিনি করে ওদের চলতে হয় তবুও পড়ে আবার মেকাপ করে, ক্যামেরার কারসাজি, পোস্ট এডিটিং করে ওদের এত সুন্দর করা হয়।

তা এদের এই সুন্দর দেখে মানুষ শান্তি বা ভাল কিছু ফিল করে না বরং পাপ হারাম যৌনতা অনুভব করে।
এদের দেখে যারা ক্রাস খায় তারা ভালেবেসে না বরং বাইরের চামড়া দেখে ক্রাস খায়। এটা শুধুই বাহ্যিক কয়েক টা বছরের জন্য। ২০ বছরের যে কিশোরী মেয়ে তাকে দেখে সবাই পাগল হয়ে যায় ১০ বছর পর ৩০ পেরিয়ে মেয়েটা তার টান টান চামড়ার সাথে সাথে তার ক্রাসার ও হারাতে থাকে।


আল্লাহ তার দুয়া কবুল করেন
আমরা সারা বছর আল্লাহ্‌র নাফরমানির মধ্যে থাকি আর যখন বিপদে পড়ি তখন ২ দিন আল্লাহ্‌ কে দেকে সাড়া না পেলে উলটো আম্রায় হ্যাঁ হুতাস করি আল্লাহ্‌ আমাদের দোয়া কবুল করে না ভেবে!!!

অথচ একটু চিন্তা করলেই দেখা যাবে আমাদের যে পরিমান পাপ আছে এই পাপের সামান্য লাঞ্চনা যদি দুনিয়াতে পাঠান তাইলে আমাদের আর বাড়তি কিছু চাওয়া থাকবে না শুধু আযাব থেকে বাচা ছাড়া। 
পাপ কাজ ছাড়ুন, বেশি বেশি দোয়া করুন। কারন দোয়াই ইবাদত।


এই দুনিয়া তার দৃষ্টিতে তুচ্ছ মনে হবে এবং পরকালকে অনেক মূল্যবান মনে করবে।

- আসলে দুনিয়ার প্রতি প্রেম ছাড়তে না পারলে পাপ কাজ ছাড়াও কঠিন। 
Next Post Previous Post