২০২৪ সালের সরকারি ছুটির তালিকা (Updated) এবং ছুটির ছবি ও পিডিএফ ডাউনলোড

ইংরেজি সাল হিসাবে নতুন বছর ২০২৪ সাল আমাদের মাঝে শুরু হয়ে গেছে। নতুন বছর নতুন কর্ম ব্যস্ততা। এই কর্ম ব্যস্ত বছরে কবে কবে কি সরকারি ছুটি পাবেন তার তালিকা এখানে দিচ্ছি।

কি কি পাবেন এই পোস্টে ঃ

  1. লিস্ট আকারে বাংলাদেশের ছুটির তালিকা
  2. জানুয়ারি থেকে ডিসেম্বর ক্রমান্নয়ে ছুটির দিনের তালিকা
  3. ২০২৪ সালের ছুটির ক্যালেন্ডার এর HD ছবি
  4. ২০২৪ সালের সরকারি ছুটির তালিকার পিডিএফ Link : ২৪ সালের সরকারি ছুটি 

ছুটির তালিকার HD ছবি ডাউনলোড ২০২৪

বাংলাদেশের ২০২৪ সালের ক্যালেন্ডার ডাউনলোড
ছবিঃbanglatipsandtricks.com





জানুয়ারি থেকে সিরিয়ালি ডিসেম্বর পর্যন্ত ছুটীর লিস্ট 

21 ফেব্রুয়ারি রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

17 মার্চ বুধবার শেখ মুজিব জন্মবার্ষিকী

26 মার্চ শুক্রবার স্বাধীনতা দিবস

29 মার্চ সোমবার শব-ই-বরাত

14 এপ্রিল বুধবার পহেলা বৈশাখ

1 মে শনিবার মে দিবস

7 মে শুক্রবার জুমাতুল বিদা

10 মে সোমবার শব-ই-কদর

13 মে বৃহস্পতিবার ঈদুল ফিতর

14 মে শুক্রবার ঈদুল ফিতর

15 মে শনিবার ঈদুল ফিতর

26 মে বুধবার বুদ্ধ পূর্ণিমা

20 জুলাই মঙ্গলবার ঈদুল আযহা

21 জুলাই বুধবার ঈদুল আযহা

22 জুলাই বৃহস্পতিবার ঈদুল আযহা

15 অগাস্ট রবিবার জাতীয় শোক দিবস

19 অগাস্ট বৃহস্পতিবার আশুরা

30 অগাস্ট সোমবার শুভ জন্মাষ্টমী

15 অক্টোবর শুক্রবার বিজয়

19 অক্টোবর মঙ্গলবার ঈদে মিলাদুন্নবী

16 ডিসেম্বর বৃহস্পতিবার বিজয় দিবস

25 ডিসেম্বর শনিবার বড়দিন


২০২৪ সালের সাধারণ ছুটি: 

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 

১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিন, 

২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, 

মে দিবস (১ মে), ৭ মে জুমাতুল বিদা, 

১৪ মে ঈদুল ফিতর, 

২৬ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), 

২১ জুলাই ঈদুল আজহা, 

১৫ আগস্ট জাতীয় শোক দিবস, 

৩০ আগস্ট জন্মাষ্টমী, 

১৫ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), 

১৯ অক্টোবর ঈদে মিলাদুন্নবী (সা.), 

১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং 

২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)। 


২০২৪ সালের নির্বাহী আদেশে ছুটি:

 ২৯ মার্চ শবেবরাত, 

১৪ এপ্রিল বাংলা নববর্ষ, 

১০ মে শবেকদর, 

১৩ ও ১৫ মে ঈদুল ফিতরের আগে ও পরের দিন, 

২০ ও ২২ জুলাই ঈদুল আজহার আগে ও পরের দিন 

এবং ২৯ আগস্ট আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।


ঐচ্ছিক ছুটি: মুসলিম পর্বের মধ্যে রয়েছে-  ২০২৪

১২ মার্চ শবে মেরাজ, 

১৬ মে ঈদুল ফিতরের তৃতীয় দিন, 

২৩ জুলাই ঈদুল আজহার তৃতীয় দিন, 

৬ অক্টোবর আখেরি চাহার সোম্বা এবং ১৭ নভেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম।



এছাড়া ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, 

১৭ ফেব্রুয়ারি ভস্ম বুধবার, 

১ এপ্রিল পুণ্য বৃহস্পতিবার, 

২ এপ্রিল পুণ্য শুক্রবার, 

৩ এপ্রিল পুণ্য শনিবার, 

৪ এপ্রিল ইস্টার সানডে 

এবং ২৪ ও ২৬ ডিসেম্বর জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন) হচ্ছে খ্রিস্টান পর্বের ঐচ্ছিক ছুটি। 


কিভাবে ছুটি গুলো কে উত্তম ভাবে ইউজ করবেন?


০১। ইসলাম সম্পর্কে জানুনঃ

আমরা সারাজীবন বলতে গেলে দৌড়ের উপর থাকি। বুঝ হওয়ার পর থেকে চাকরির লোভে লেখাপড়ার পিছে দৌড়, এর পর চাকরি বিজনেস সংসার এসবের পিছে দৌড়াতে থাকি। কখনো চুপ করে নিরবে কিছুদিন ব্রেক নিয়ে ভাবা হয় না আমরা কি চাই কি করছি কেনো করছি এসব। ফলে আমরা আমাদের লাইফের ভুল গুলোকে নিয়ে ভাবতে পারিনা, কোনটা ভুল আর কোনটা ঠিক তা যাচায় করার সময় হয় না আমাদের। এতে করে আজীবন ভুলের মধ্যেই হাবুডুবু খেতে থাকি।


২০২৪ সালের ছুটির দিন গুলোতে চেষ্টা করুন নিজেকে নিয়ে একটু ভাবতে। দুনিয়ার পিছে দৌড়াতে দৌড়াতে লাইফের অনেক কিছু  বিলিয়ে দিচ্ছেন বিনিময়ে কি পাচ্ছেন? আখিরাতের জন্য কি করছেন?


২০২০ সাল আমাদের কি কম কিছু দেখালো? কম শিক্ষা দিলো?

যে স্ত্রী সন্তানের জন্য সকাল থেকে রাত টাকার পিছে ছুটেন সেই স্ত্রী সন্তান ই জাস্ট জ্বর আসছে জেনে ঘরে ঢুকতে দেয়নি!!!


মাকে সন্তানেরা বস্তায় করে জঙ্গলে ফেলে আসছে!


লাশ দাফনের জন্যও পরিবারের কেউ আসেনা...যদি সেও মরে যায় এই ভয়ে।


এগুলো জাস্ট এক ফোটা উদাহরণ দিলাম। এমন সমুদ্র সমান ঘটনার সাক্ষী ছিলো এই ২০২০ সাল।


এরপরেও কি আমরা শিক্ষা নিবো না? 


 ০২। স্কিল তৈরি করুন ঃ

দুনিয়া খুব দ্রুত এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো ৩০০ বছর আগের ব্রিটিশ আমলের। 

আপনি শুধু এই ঘুনে ধরা লেখাপড়ার সার্টিফিকেট দিয়ে আধুনিক বাজারে দাড়াতে পারবেন না।

এখন ইন্টারনেটের দুনিয়ায় দাড়াতে সার্টিফিকেট এর চেয়ে স্কিল বেশি প্রয়োজন। 


অনেক সাইট আছে যেখানে আপনি ফ্রি তে বিভিন্ন বিষয়ে স্কিল ডেভ্লপ করতে পারবেন।


০৩। ফেসবুক এ সময় কমিয়ে দিন ঃ

ফেসবুক এ সময় দেওয়া কমিয়ে দিন। ভালো ভালো ব্লগ পড়ুন। Udemy, Skill Share, Khan Academy ইত্যাদি সাইটে ফ্রিতেও অনেক কোর্স পাওয়া যায় সেগুলোর দিকে নজর দিন।


ভালো ভালো ভিডিও দেখুন। 


নিজেকে পাল্টান। ইসলামের দিকে। 


  • ২০২৪ সালের স্কুলের ছুটির তালিকা
  • ২০২৪ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা
  • ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা pdf
  • ২০২৪ সালের সরকারি ক্যালেন্ডার
  • ২০২৪ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা

Next Post Previous Post