কিভাবে মোবাইল দিয়ে ছবিতে বাংলা লিখা ডিজাইন করবেন? ফটোর উপর লেখা টিপস ও Apk Apps

কিভাবে মোবাইল দিয়ে ছবিতে বাংলা লিখা ডিজাইন করবেন? লেখা ডিজাইন ১৫ টিপস 

  1. ছবিতে বাংলা লিখুন apps
  2. ছবিতে বাংলা লিখুন apk
  3. ফটোর উপর লেখা
  4. ছবিতে বাংলা লিখুন সহজেই
  5. নাম লেখার সফটওয়্যার

মোবাইল দিয়ে ছবিতে বাংলা লিখা
    ছবি ও লেখাঃ Ashfah Tasnim Anni

১.ডিজাইন যে লেখার উপর ভিত্তি করে করা হবে (কোন উক্তি,বইয়ের কিছু কথা, হাদিস, কুরআন এর আয়াত,অথবা কোন শায়েখের কথা) তার সাথে ব্যাকগ্রাউন্ড মিল রেখে পছন্দ করার চেষ্টা করতে হবে।
অর্থাৎ লেখার সাথে ব্যাকগ্রাউন্ড মিল রাখার চেষ্টা করতে হবে।

২.ডিজাইনের লাইনে স্পেস ব্যবহার না করাই ভালো এতে ডিজাইনের সৌন্দর্য নষ্ট হয়।

৩.ডিজাইনের লেখাগুলো বিচ্ছিন্ন না দিয়ে একসাথে দেওয়ার চেষ্টা করতে হবে। আলাদা আলাদা করে একটা শব্দ লিখলে ডিজাইনের সৌন্দর্য নষ্ট হয়।

৪.ডিজাইনে লেখাগুলো খুব বড় বা খুব ছোট দেওয়া যাবে না। পিক্সেল ল্যাব এর ক্ষেত্রে (৩৪-৩৮/৪০) টেক্সট সাইজ দেওয়া ভালো হয়। তবে যে লেখাটা হাইলাইট করতে দেওয়া হবে সেটার টেক্সট সাইজ বেশি দেওয়া যায় তবে সামঞ্জস্য রেখে।

৫.ডিজাইনে ব্যাকগ্রাউন্ড গ্যালারি থেকে সিলেক্ট করার সময় ৪:৬/৩:৪ নেওয়া ভালো। তবে প্রয়োজনে ১:১ ব্যবহার করা যায়।

৬. ডিজাইনে যখন মানুষের অবয়ব ব্যবহার করা হবে তখন খেয়াল রাখতে হবে যেন চোখ, মুখ স্পষ্ট না দেখা যায়। জীবন্ত কোনো কিছুর প্রতিকৃতি দিয়ে ডিজাইন করলে চেষ্টা করতে হবে মুখের কোনো অবয়ব যেনো ফুটে না উঠে ।

৭. কোনো আয়াতের কিছু অংশ নিয়ে ডিজাইন করলে ক্যাপশনে পুরো আয়াতটি লিখে দেওয়া ভালো।
আর ডিজাইনে সহজ সাবলীল ভাষা ব্যবহার করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন তা সবার বোধগম্য হয়।

৮. টেক্সট সব সময় হাইলাইট পজিশনে রাখা উচিত। নিচে,সাইডে না দিয়ে মোটামুটি মাঝের দিকে রাখলে ভালো হয়।

৯.ডিজাইনে দাওয়াহ এর বিষয়টা যেন উঠে আসে, সে দিকটা খেয়াল রাখতে হবে, কারণ গ্রুপের উদ্দেশ্যে শুধু ডিজাইন নয়, দাওয়াহ এর সাথে ডিজাইন।

১০. পিক্সেলল্যাবে সেভ করার সময় ডিফল্ট(Default) না দিয়ে আলট্রা(Ultra) দিয়ে সেভ করলে ছবির কোয়ালিটি ভালো হয়,ঘোলা দেখাবে না।

১১.লেখার কালার পছন্দের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ডিপ/গাঢ় রং এর হলে লেখা লাইট/হালকা কালার হবে।
আর ব্যাকগ্রাউন্ড লাইট/হালকা হলে কালার ডিপ/গাঢ় হবে।
অর্থাৎ এমনভাবে লেখার কালার পছন্দ করতে হবে যেন লেখাটা ফুটে ওঠে।

১২.ডিজাইনে দুইটার বেশি ফন্ট ব্যবহার না করাই ভালো।আর ডিজাইনকে সুন্দর করার জন্য আকর্ষণীয় ফন্ট ব্যবহার করা উচিত (শরীফ আদর,শরীফ শিশির,শরীফ চয়ন, কল্পনা ইউনিকোড, বকুল ইউনিকোড,লিপিশ্রি ইত্যাদি)।

১৩.পিক্সেল ল্যাবে বর্ডার করতে হলে,শেপস(Shapes) অপশন এ গিয়ে অপাসিটি(Opacity) ০(শূন্য) করে দিয়ে স্ট্রোক ওয়াইডথ(Stroke Width) বাড়িয়ে দিলেই সেটা বর্ডার তৈরি হবে।যদি ফুল বর্ডার না দিয়ে হাফ বর্ডার তৈরি করতে হয় তাহলে ইরেজার অপশনে গিয়ে মুছে দিলেই হবে।

১৪. সুন্দর ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু ওয়েবসাইট 
  1. Pinterest,
  2. Pexels,
  3. Unsplash,
  4. Pixabay  ইত্যাদি।

১৫. একেবারে নতুনদের জন্য লিখন এ্যাপ দিয়ে ডিজাইন শুরু করাটা ভালো এরপর পিক্সেল ল্যাব দিয়ে।
Next Post Previous Post