ঈদ মোবারক ছবি | রোজার ঈদের পিকচার ডাউনলোড ২০২৪ - BanglaFeeds.info

ঈদ মোবারক ছবি | রোজার ঈদের পিকচার ডাউনলোড ২০২৪


ঈদ মোবারক ছবি  2024 | রোজার ঈদের পিকচার ডাউনলোড ও এস এম এস মেসেজ কবিতা 

দেখতে দেখতে রামাদান মাস শেষ। এবার ঈদুল ফিতরের পালা। কিভাবে কিভাবে যেন এবারের রোজার মাস খুব তাড়াতাড়ি চলে গেলো। অনেকেই ভাবছিলো গরমের কারনে খুব কষ্ট হবে এবারের রোজা, কিন্তু আল্লাহ্‌র রহমতে তেমন ছিলো না। 

যায় হোক, রোজা শেষে আসে আনন্দের ঈদ আর ঈদ  এলে শুরু হয় শুভেচ্ছা পাঠানো, এসএমএস পাঠানো ইত্যাদি। 

আজকের পোস্টে আমি এখানে একগাদা ( অনেক গুলো) রোজার ঈদের ছবি পিকচার দিয়েছি আপনারা দেখতে পারেন। 

কিছু ছবি Gif আবার কিছু ঈদ মোবারক ছবি নরমাল। আপনার যেটা ভালো সেটা উপভোগ করুন। তবে বৈধ নয় এমন জায়গায় এসব ছবি ইউজ করলে তার দায় আপনার, আমার না।

ঈদের ছবি




ঈদের পিকচার

নিচের ছবিটার মত আরো HQ ছবির জন্য 
এই পোস্ট ভিজিট করুনঃ - Eid SMS Bangla Pictures 

ঈদ মোবারাক ছবি পিকচার ইমেজ ডাউনলোড



ঈদ মোবারক ছবি  ২০২৪




See More:









ঈদ মোবারক পিকচার ডাউনলোড ২০২৪













রোজার ঈদের পিকচার  ডাউনলোড






দারিদ্র, অপমান ও জুলুম থেকে বাঁচার একটি গুরুত্বপূর্ণ দু‘আ (এই সংক্ষিপ্ত দু‘আটি শব্দে শব্দে অর্থসহ উপস্থাপন করা হচ্ছে, যাতে নামাজের সিজদায় এবং অন্যান্য সময়ে পাঠ করা যায়)
.
আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন—
.
اَللّٰهُمَّ إنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوْذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ
.
[মোটামুটি উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আ‘উ-যুবিকা মিনাল ফাক্বরি, ওয়াল ক্বিল্লাতি, ওয়ায যিল্লাতি, ওয়া আ‘উ-যুবিকা আন আ(উ)যলিমা আউ উযলামা (উচ্চারণ সঠিকভাবে বাংলায় লেখা যায় না; সুতরাং আরবি টেক্সটের সাথে মিলিয়ে না শিখলে ভুল শেখা হবে]
.
অর্থ: হে আল্লাহ! তোমার কাছে আশ্রয় চাই—দারিদ্র থেকে, (নিয়ামতের) স্বল্পতা ও অপমান থেকে এবং তোমার কাছে আরো আশ্রয় চাই—কারো উপর জুলুম করা থেকে অথবা কারো জুলুমের শিকার হওয়া থেকে। [বুখারি, আল-আদাবুল মুফরাদ: ৬৭৮, হাদিসটি সহিহ]
.
দু‘আটি শব্দে শব্দে শেখা যায় এভাবে—
.
اَللّٰهُمَّ আল্লা-হুম্মা [হে আল্লাহ]
إنِّيْ ইন্নী [নিশ্চয়ই আমি]
أَعُوْذُ بِكَ আ‘উ-যুবিকা [তোমার কাছে আশ্রয় চাই]
.
مِنَ الْفَقْرِ মিনাল ফাক্বরি [দারিদ্র থেকে]
وَالْقِلَّةِ ওয়াল ক্বিল্লাতি [স্বল্পতা থেকে]
وَالذِّلَّةِ ওয়ায যিল্লাতি [অপমান থেকে]
.
وَأَعُوْذُ بِكَ ওয়া আ‘উ-যুবিকা [আমি আরো আশ্রয় চাই তোমার কাছে]
.
مِنْ মিন [হতে]
أَنْ أَظْلِمَ আন আযলিমা [(কারো উপর) জুলুম করা থেকে]
.
أَوْ আউ [অথবা]
أُظْلَمَ উযলামা [জুলুমের শিকার হওয়া থেকে]
.
অতঃপর মুখস্থ করতে পারেন এভাবে—
.
اَللّٰهُمَّ আল্লা-হুম্মা [হে আল্লাহ]
.
إنِّيْ أَعُوْذُ بِكَ ইন্নী আ‘উ-যুবিকা
[আপনার নিকট আমি আশ্রয় চাই]
.
مِنَ الْفَقْرِ মিনাল ফাক্বরি [দারিদ্র হতে]
.
وَالْقِلَّةِ وَالذِّلَّةِ ওয়াল ক্বিল্লাতি ওয়ায যিল্লাতি
[(নিয়ামতের) স্বল্পতা ও অপমান হতে]
.
وَأَعُوْذُ بِكَ ওয়া আ‘উ-যুবিকা
[আমি আপনার নিকট আরো আশ্রয় চাই]
.
مِنْ أَنْ أَظْلِمَ মিন আন আযলিমা
[কারো উপর জুলুম করা থেকে]
.
أَوْ أُظْلَمَ আউ উযলামা
[অথবা জুলুমের শিকার হওয়া থেকে]
.
এই একটি ছোট্ট দু‘আর মধ্যে একই সাথে দারিদ্র, (নিয়ামতের) স্বল্পতা, অপমান-অপদস্থতা থেকে আশ্রয় চাওয়া হচ্ছে। আবার নিজে কারও উপর জুলুম করা অথবা কারও দ্বারা জুলুমের শিকার হওয়া থেকেও পানাহ চাওয়া হচ্ছে। সুতরাং, দু‘আটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
.
আমরা চাইলে এই দু‘আটি নামাজের সিজদায়, সালাম ফেরানোর পূর্বে বা অন্য যেকোনো সময় পড়তে পারি।
.
#আল্লাহর_নিরাপত্তায়
#মহান_রবের_আশ্রয়ে (১৪ তম পর্ব)
এই সিরিজটি চলমান থাকবে, ইনশাআল্লাহ্। পূর্বের সকল পর্বের লিংক একত্রে কমেন্টে দেওয়া হলো।
.
#Tasbeeh