মুসলিম ভাই বিবাহের জন্য কেমন মেয়ে চাই? আসুন জানি
এক দ্বীনি ভাই এর স্বপ্ন।
➤আপনাকে পাঁচওয়াক্ত নামাজ আদায়কারী হতে হবে।
এক ওয়াক্ত পড়বেন আরেক ওয়াক্ত কাজা করবেন তা হবে না।
➤ছেলেদের মত রুক্ষ ব্যাবহার করা যাবে না। মেয়েলি কোমলতা থাকতে হবে।
➤বাসায় আমার কাছে আধুনিক ড্রেস পরলেও সমস্যা নেই,কিন্তু পূর্ণ পর্দার ব্যাপারে কোন আপোষ হবে না,বাধ্যগত। এমনকি আধুনিক হিজাবি পর্দার ধারে কাছেও যাওয়া যাবেনা। হিজাব পড়ে ছেলেদের সাথে বন্ধুত্ব টাইপ পর্দা কোন পর্দা না।
পর্দা হবে ইসলামিক পর্দা।
➤সপ্তাহে অন্তত দু'দিন রোজা রাখতে হবে এবং সেটা আমি, আপনি দুজনই।
আর মাসে আইয়ামে বীজের রোজা।
➤তাহাজ্জুদের নামাজে ডেকে উঠানোর দায়িত্ব টা আমার ই থাক কারন আমি রাতে সজাগ থাকি!!
কিন্তু ফজর আর বিকালের আসর এর সালাতে কিন্তু তোমাকেই ডাকতে হবে ........কারন এই সময় আমি ঘুমে আলসেমিতে থাকি।
➤আমি নামাজে আলসেমি করলে আমাকে খুব শাসন করতে হবে।যদিও আল্লাহ আমাকে যেন স্ব-ইচ্ছায় নামাজ পড়ার তৌফিক দান করেন।
➤সাজসজ্জা কিনে দিবো সাথে সাজিয়েও দিবো। সাজানোর মজাই আলাদা।
➤মাসে অবশ্যই কয়েকবার আমার সাথে রাগ অভিমান মিষ্টি ঝগড়া করতে হবে। অভিমানের টপিক না পেলে জোর করে টপিক খুজে হলেও অভিমান করতে হবে। রাগ অভিমান ছাড়া আবার ভালোবাসা হয় নাকি!!!
যদিও আমি চুপ থাকতে পারি কিনা শিউর না।
কোন মুসলিমের মা বাবাকেই অসম্মান করা যাবেনা।
➤ গল্পের নামে এই ভাবি ঐ বোন কিংবা আমার সাথেও কারো নামে গিবত করা যাবেনা।
➤কিনতে পাওয়া যায় এমন জিনিষে ছেলেরা কত টুকু সারপ্রাইজ হয় তা নিয়ে আমার মনে প্রশ্ন আছে।তাও স্ত্রীর নিজস্ব খরচের জন্য টাকা দেওয়া দায়িত্ব। সেই টাকা দিয়ে সারপ্রাইজ দেওয়া লাগবে না। নিজের জন্য, খরচ করলেই হবে। আর সারপ্রাইজ এর জন্য হুট হাট ভালোবাসা ই বেষ্ট।
➤কয়টা সন্তান হবে তা আল্লাহ্ জানেন কিন্তু আমরা অন্তত ৪ টার জন্য চেষ্টা করবো।
- হাফেজ হতে পারলে ভালো না পারলেও সমস্যা নেই।
- একজন হাফেজ হবে একজন আলেম হবে আরেকজন দায়ি হবে আরেকজন মুজাহিদ হবে। দিনশেষে সব পিচ্চিরে পিউর আকিদার মুসলিম বানাতে হবে। আকিদার ক্ষেত্রে হাঙ্কি পাঙ্কি মানা যাবেনা।
- বিদাতি/ খারিজি/মুরজিয়া এসব ভংছং থাকলে এখনি অফ যান।
➤সবর আর ভালবাসায় দুজন দুজন কে পাল্টে দেবো,
ইনশআল্লাহ।
➤ এক বউ এর প্রতি ইন্সাফ করতে পারবো কিনা সন্দেহ তাই আপাতত মাসনার ইচ্ছা নাই। কিন্তু মাস্না সুলাসা সহ কোরান হাদিসের কোন বিষয়েই সামান্যতম আকুপাকু রাখা যাবেনা।
আল্লাহ্ কোন বিধান এমনি এমনি দেই নি। অবশ্যই কোন না কোন কল্যাণ আছে বলেই দিয়েছেন তা আমরা বুঝি কিংবা না বুঝি।
➤ ফেমিনিজম সেকুলারিজম মোডারনিজম ইত্যাদি কুফরি তন্ত্র মন্ত্র এর বালি কণাও রাখা যাবেনা অন্তরে কিংবা মস্তিষ্কে।
- লেখাটি ফেসবুক থেকে এক দ্বীনি বোনের লেখার বিপরিতে লেখা।
ছেলেদেরও তো বউ নিয়ে স্বপ্ন থাকে তাই না?
- Hasan Bin Abdullah
- Hasan Bin Abdullah