ফুল ফল ও গাছের ছবি | ডাউনলোড করে নিন বিভিন্ন সুন্দর গাছ বাগানের পিকচার [HD]


ফুল ফল ও গাছের ছবি | ডাউনলোড করে নিন বিভিন্ন সুন্দর গাছ বাগানের পিকচার 

ছবি গুলো কোন প্রফেশনাল এর তোলা ছবি না তা দেখেই বুঝতে পারছেন।
আর এই ধরনের ছবির মজাই আলাদা।

কোন এডিট করা না, আহামরি ক্যামেরা না। একদম নিজের তোলা ছবির মত। আপন আপন ফ্লেভার!!

টবে গাছ

টবে গাছের ছবি

এই পোস্ট এর  ফল এর ছবি ফুলের ও গাছের ছবি গুলো আরবের এক ভাইয়ের টুইটার আইডি থেকে নেওয়া। তাই ছবির সম্পূর্ণ ক্রেডিট তার এবং তাদের। 

টবে গাছের পিকচার



টবে গোলাপ গাছ

ফুল ফল গাছ ছবি


সুন্দর লাল ফুলের গাছ পিক

নার্সারি তে গাছ

ফুলের ছবি  ডাউনলোড

ফলের ছবি কলা

ফুলের



বাগান বিলাশ ফুল গাছ 




বাগান বিলাস গাছ


বাগান বিলাশ গাছ




কেনো অবসরে ঘরের কোনে, ছাদে কিংবা বেল্কনি তে বাগান করবেন? 

০১ বাগান করলে আপনার মন প্রফুল্ল থাকবে। যখন দেখবেন আপনার লাগানো চারা টি বড় হয়ে ফুল দিচ্ছে তখন আপনার মন ভালো হয়ে যাবে। 

০২ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।আপ্নি যদি আপনার ফ্রি  সময় ভালো কিছুতে পাস না করেন তাহলে এই ক্লিকের জগতে শয়তান পেয়ে বসবে।

০৩ আপনি আপনার বাগানের চারা বা গাছ আপনার প্রিয় মানুষদের কে উপহার দিতে পারেন। বিলিভ করুন বেশিরভাগ মানুষ ই খুশি হবে। 

০৪ ঘরে কিংবা ছাদে ফুলের গাছ লাগালে রুম বা বাড়ির আশপাশ এমনিতেই মিষ্টি ঘ্রাণে ভরে উঠে।



খেজুর এর ছবি


























শিউলি
লুকিয়ে ফোটা শিউলি তোমায়
দ্বার খুলে মোর প্রথম যে পাই
নয়ন ঝরা এ কোন করুণ দীর্ণ দশায়
শিশিরের অশ্রুজলে নেয়ে
লুটিয়ে আমার দুয়ার ছুঁয়ে মলিন ধুলায়!
শুভ্র পেলব পঞ্চদলে মলিন আভা পলে পলে
পাংশু আবীর জড়িয়ে ধরে রোদ্রতাপে জ্বলে জ্বলে
যদি কোন বিবাগী প্রাণ না লয় তুলে
গাঁথতে মালায়,যতন ভরে অর্ঘ ডালায়।
ইন্দ্রবাগের শিউলি তোমার এ কোন খোয়ার
মর্ত্যলোকে ধূলির ধরায়!
তুমি কি সেই স্বর্গবাগের পারিজাতটি এলে মর্ত্যলোকে,
কৃষ্ণ-পাণি হরণ করে ফেলল তোমায় ধুলার বুকে
তাই কি সেই দেবরাজের কঠিন অভিশাপে
অফলার অপযশে নিত্য দহন অপমানের তাপে
অসীম লাজে লুকাতে চাও আপনারে ঊষার আভাষে
হাওয়ায় ঢেলে ব্যর্থ প্রাণের বুকের মাঝে লুকানো সুবাসে?
মর্ত্যদেবেও বিচার করে এমন ধারায়
বিবাদিটা হয় যদি সেই ভুবন খ্যাত কলির কানাই!
না তুমি কি সেই পারিজাতটি রাজদুলালী
রবির প্রেমে ব্যর্থ প্রাণে আপনারে দাও আপনি বলি
চিতার ভষ্ম ঠেলে এসে ফির রাতের আঁধার ঘেঁষে
আঁধারের অভিসারে-----লাজে ব্যথায় ক্ষোভের বশে
রবির ওমুখ দেখবে না তাই?
মর্ত্যলোকের এটাও রীতি ব্যর্থ প্রেমে আত্মহুতি-----
জগৎ বাসীর কানে মুখে তোমার মতই গন্ধ ছড়ায়
ভেদ শুধু তায় এইটুকুনই,
তোমার মত সুগন্ধ নয়।
------ এনতাজ কারিগর

Next Post Previous Post