100+ Ramzan Mubarak Pics Wish 2024 [ HD Download ]

Ramzan Mubarak Pics  2024  HD Download With Ramadan Images


















See More Islamic Photos

Hajr e Aswad Stone HD Picture























Ramzan Mubarak Image 2024

























Ramzan Festival Images  2024

























Ramjan Mubarak Pics Download 



































রামাদান এবং কুরআন একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই, আসন্ন রামাদানে আমাদের টার্গেট হবে, কুরআনের সাথে আরো গভীর সম্পর্ক তৈরি করা।
.
এই পোস্টে আমরা কুরআন তিলাওয়াতের সুমহান ফজিলত-মর্যাদা, কুরআন পাঠের উত্তম পদ্ধতি এবং কুরআন থেকে দূরে থাকার পরিণতি সম্পর্কে আলোচনা করেছি।
.
✿ কুরআন পাঠের ফজিলত:
.
রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি, যে (নিজে) কুরআন শেখে এবং অন্যকে তা শেখায়।” [বুখারি, আস-সহিহ: ৫০২৭]
.
আবু উমামা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, “তোমরা কুরআন তিলাওয়াত করো, কারণ, কুরআন কিয়ামতের দিন তার সাথীর (তিলাওয়াতকারীর) জন্য সুপারিশ করবে।” [মুসলিম, আস-সহিহ: ৮০৪; আহমাদ, আল-মুসনাদ: ২১৬৪২]
.
আনাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মানুষের মধ্য হতে আল্লাহর কিছু বিশেষ লোক রয়েছে।’’ তাঁকে বলা হলো, ‘আল্লাহর সেই বিশেষ লোকগুলো কারা?’ উত্তরে তিনি বলেন, কুরআনওয়ালারাই (কুরআন বুঝে পাঠকারী ও সে অনুযায়ী আমলকারী) হলো আল্লাহর বিশেষ লোক।” [আহমাদ, আল-মুসনাদ: ১২২৭৯; আলবানি, সহিহুল জামে’: ২১৬৫; হাদিসটি সহিহ]
.
একসাথে বসে কুরআন অধ্যয়নের বিরাট মর্যাদা রয়েছে। রামাদানে এটা করা যেতে পারে।
.
আব্দুল্লাহ ইবনু মাস‘উদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করবে, তার জন্য রয়েছে একটি নেকি। প্রতিটি নেকি দশটি নেকির সমান। আমি বলি না যে, ‘আলিফ-লাম-মিম’ একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ।” [তিরমিযি, আস-সুনান: ২৯১০; হাদিসটি হাসান]
.
কুরআন পড়তে কষ্ট হয় খুব? তাহলে আপনার জন্য এই হাদিসটি হবে অনুপ্রেরণা।
.
আয়িশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল কুরআনে অভিজ্ঞ ব্যক্তি সম্মানিত পুণ্যবান ফেরেশতাদের সাথে থাকবে। যে ব্যক্তি কুরআন আটকে আটকে তিলাওয়াত করে এবং তা তার জন্য কষ্টকর হয়, তার জন্য দু’টি প্রতিদান রয়েছে। প্রথমটি তিলাওয়াতের প্রতিদান, দ্বিতীয়টি কষ্টের প্রতিদান।” [বুখারি, আস-সহিহ: ৪৯৩৭; মুসলিম, আস-সহিহ: ৭৯৮]
.
✿ কুরআনের হাফেজদের ব্যাপারে সতর্কবার্তা:
.
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা এই কুরআনের যথাযথ যত্ন নাও (নিয়মিত তিলাওয়াতের মাধ্যমে)। ঐ সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের জীবন! উট তার রশি থেকে যেভাবে দ্রুত ছুটে যায়, তার চেয়েও অধিক দ্রুত ছুটে যায় (স্মৃতি থেকে উধাও হয়ে যায়)।” [মুসলিম, আস-সহিহ: ৭৯১; আহমাদ, আল-মুসনাদ: ১৯০৫২]
.
এটি শুধু পূর্ণ হাফেজের জন্য নয়, যে অল্প পরিমাণ মুখস্থ করেছে, তার জন্যও প্রযোজ্য।
.
✿ কুরআন পাঠের সঠিক পদ্ধতি:
.
যথাসাধ্য সুন্দর সুরে কুরআন পড়া উত্তম। তবে, গানের সুরে পড়া যাবে না।
.
বারা ইবনু আযিব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের সুর দ্বারা কুরআনকে সৌন্দর্যময় করো। কারণ, (সুন্দর) সুর কুরআনের সৌন্দর্য বাড়িয়ে দেয়।” [হাকিম, আল-মুসতাদরাক: ২১২৫; আলবানি, সহিহুল জামে’: ৩৫৮১; হাদিসটি সহিহ]
.
কুরআন পড়তে হয় ধীরে-ধীরে, থেমে-থেমে, স্পষ্টভাবে।
.
আব্দুল্লাহ ইবনু আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কুরআনের সাথীকে (কিয়ামতের দিন) বলা হবে, ‘তুমি (কুরআন) পড়তে থাকো এবং উপরে ওঠতে থাকো। আর ঠিক সেভাবে স্পষ্ট ও ধীরে ধীরে পড়তে থাকো, যেভাবে দুনিয়াতে পড়তে। কেননা, (জান্নাতে) তোমার স্থান ঠিক সেখানে হবে, যেখানে তোমার শেষ আয়াতটি পাঠ করা হবে।” [আবু দাউদ, আস-সুনান: ১৪৬৬; তিরমিযি, আস-সুনান: ২৯১৪; হাদিসটি সহিহ]
.
ইবনু উমার (রা.) থেকে বর্ণিত। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ‘কুরআন পাঠে সবচেয়ে শ্রেষ্ঠ আওয়াজ কার?’ উত্তরে তিনি বললেন, “সেই ব্যক্তির (আওয়াজ), যার কুরআন পাঠ শুনে মনে হয়, সে আল্লাহর ভয়ে ভীত-সন্ত্রস্ত।” [দারিমি, আস-সুনান: ৩৪৮৯; হাদিসটি সহিহ]
.
উকবাহ ইবনু আমির (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “প্রকাশ্যে (সশব্দে) কুরআন পাঠকারী প্রকাশ্যে দানকারীর মতো এবং নিরবে পাঠকারী নিরবে দানকারীর মতো।’’ [আলবানি, সহিহুল জামে’: ৩১৫০; হাদিসটি সহিহ]
.
উভয় অবস্থায় কুরআন পড়া জায়েয, তবে নিরবে বা অল্প আওয়াজে পড়া উত্তম।
.
✿ কুরআন পাঠ না করার পরিণতি:
.
নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কুরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল।” [মুসলিম, আস-সহিহ: ৩২৮]
.
জাবির (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এই কুরআন (কিয়ামতে) সুপারিশকারী; তার সুপারিশ গ্রহণ করা হবে। (কুরআন) সত্যায়নকারী প্রতিবাদী। যে ব্যক্তি তাকে সামনে রাখবে, সেই ব্যক্তিকে সে পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে। আর যে ব্যক্তি তাকে পিছনে রাখবে, সেই ব্যক্তিকে সে জাহান্নামের দিকে পরিচালিত করবে।” [ইবনু হিব্বান, আস-সহিহ: ১২৪; আলবানি, সহিহুত তারগিব: ১৪২৩; হাদিসটি সহিহ]
.
#মহিমান্বিত_কুরআন (১৯ তম পর্ব)
পূর্বের ১৮ টি পর্বে গুরুত্বপূর্ণ সুরাগুলোর বিভিন্ন ফজিলত বর্ণনা করা হয়েছে। কমেন্টে লিংক পাবেন। আগামী পর্বে এই সিরিজটি সমাপ্ত হবে, ইনশাআল্লাহ।
.
#Tasbeeh



Next Post Previous Post