ইতিহাসের পাতায় ২০২০ । মাত্র এক মাসেই বিশ্বে ঘটে গেছে ভয়ংকর সব ঘটনা | বাকি ১১ মাস এখনো বাকি - BanglaFeeds.info

ইতিহাসের পাতায় ২০২০ । মাত্র এক মাসেই বিশ্বে ঘটে গেছে ভয়ংকর সব ঘটনা | বাকি ১১ মাস এখনো বাকি

২০২০ এর মাত্র এক মাসেই বিশ্বে ঘটে গেছে ভয়ংকর সব ঘটনা | APOCALYPTIC EVENTS IN 2020 

২০২০ আমাদের থেকে হারিয়ে গেছে। আপনারা যারা এই পোষ্ট টি এখন পড়ছেন তারা জানেন ২০২০ সাল আমাদের জন্য কি রকম বড়  মাত্রার ধাক্কা ছিলো। 

এই পোষ্ট এর লেখা গুলো ২০২০ সালের জানুয়ারিতে বিভিন্ন ভাই এর সতর্কতা মূলক লেখা একত্রে করে করা হয়েছে। ২০ সালের জানুয়ারিতে তখনও আমরা কেউ জানতাম না সামনে দুনিয়ার জন্য আরো বড় পরিক্ষা ছিলো!! জানুয়ারি মাসেই পৃথিবীতে বেশ বড় রকমের ঘটনা ঘটেছিলো তারই একটা তালিকা পাবেন এখানে। 

আর আমরা এখন জানি তালিকায় থাকা এসবের চেয়ে সারা পৃথিবী ব্যাপি করোনা ভাইরাস এবং লকডাউন বেশি বড় পরিধির ছিলো।

চীনের করোনা ভাইরাস

চীনের করোনা ভাইরাস এখন সারা দুনিয়ার চিন্তার বিষয়। পুরো দুনিয়াতে চীনারা এখন এক ঘরে হয়ে গেছে। বিভিন্ন দেশ চীনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে।

বাইরে থাকা চীনের নাগরিকদের সেদেশের মানুষজন এড়িয়ে যাচ্ছে। জার্মান এর ঘটনা, কোন চাইনিজ লোক ট্রেনের বা বাসের সিটের বসলে সেই সিটে অন্য কেউ বসছে না। দূরে দূরে থাকছে।

০১। অস্ট্রেলিয়ার আগুন।

অস্ট্রেলিয়ার আগুন সম্পর্কে এখন কে না জানে। সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কথা বলেনি এমন মানুষ কম ই আছে মনে হয়। 
১৭.৯ মিলিয়ন একর এর বেশি এই আগুনে পুড়ে গেছে।
ডেনমার্ক আর বেলজিয়াম কে একসাথে করলে যে পরিমান সেই পরিমান ভুমি এটি!!!

Image result for অস্ট্রেলিয়ার আগুন

৩০০০ বেশি ঘরবাড়ি ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হইছে।

সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়ছে সেখানের পশু পাখি।
হাফ বিলিওন এর বেশি পশু মারা গেছে ।

অস্ট্রেলিয়ার আগুন এতটাই ভয়ংকর ছিলো যে প্রায় ১২০০০ কিলোমিটার দুরের দেশ চিলি থেকেও অস্ট্রেলিয়ার আগুন এর ধোঁয়া দেখা গেছে।

যারা লেখাটি পড়ছেন তাদের কাছে অনুরোধ অবশ্যই এই ভিডিও টা দেখবেন। ভিডিও দেখলে আরো ভালভাবে বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি।
ভিডিও লিংক →  APOCALYPTIC EVENTS IN 2020


০২। অস্ট্রেলিয়ার ধুলো ঝড়

আবারো অস্ট্রেলিয়া, এবার আগুন নই বরং ধুলো ঝড়। এই বছরের শুরুতেই অস্ট্রেলিয়া আকস্মিক

ধুলো ঝড় এর কবলে পড়ে। ধুলো ঝড় এর ফলে দিন রাতে পরিনত হয়।

০৩। ইন্দোনেশিয়ার বন্যা 

২০২০ এর শুরুতেই যে কইটি প্রাকৃতিক ঘটনা উল্লেখ যোগ্য তার মধ্যে  ইন্দোনেশিয়ার বন্যা অন্যতম।
ইন্দোনেশিয়ার রাজধানি জাকার্তা তে বন্যার কারনে হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে আর মারা গেছে অনেকে। 

০৪। পুয়ের্তো রিকোর ভূমিকম্প 

৬.৪ মাত্রার ভুমিকম্প কাপিয়ে দিয়ে গেছে  পুয়ের্তো রিকো কে।
জানুয়ারির ১১ তারিখে এই ঘটনা ঘটেছে। বাংলাদেশে এটা নিয়ে আমরা কম মানুষ ই জানি।

০৫। মেক্সিকোর আগ্নেয়গিরি ইরাপ। 


আগ্নেয়গিরির ছবি

০৬। জাপানেও আগ্নেয়গিরি ইরাপশন।


০৭। ফিলিপাইনে আগ্নেয়গিরির ইরাপশন।

ফিলিপাইন এর আগ্নেয়গিরি



০৮। স্পেনে অতি বৃষ্টি + সমুদ্রের ফেনা দ্বারা শহর ঢেকে যাওয়া

স্পেনে অতি বৃষ্টি, প্রচণ্ড বাতাস আর তুষার পাত সাথে সাগরের ঢেউ এর ফলে শহর সমুদ্রের পানির ফেনায় ঢেকে যায়। আমি আপনি জানি সাগরের পানি লোনা , একবার ভেবে দেখুন আপনার বাড়ি লবনাক্ত পানি দিয়ে ভেসে গেছে!!!

০৯ তুরস্কের ভুমিকম্প 

৬ মাত্রার বেশি বড় ভুমিকম্পে ১৬০০ এর বেশি মানুষ আহত আর ৩৮ জন মারা গেছে।

১০। আফ্রিকায় পঙ্গপাল আক্রমণ

কোটি কোটি পঙ্গপাল এর আক্রমনে আফ্রিকার সোমালিয়া কেনিয়া এখন দুর্ভিক্ষের মুখে।

আল্লাহ্‌ আমাদের ইসলাম এর পথে ফিরে আসার তৌফিক দান করুন, ধ্বংস হওয়ার আগে , মৃত্যুর আগে ইসলামে ফিরতে চাই।


জানুয়ারী, ২০২০
কি ঘটে গেল এই ত্রিশ দিনে গোটা পৃথিবীতে 

.
অস্ট্রেলিয়ার ছয়টা রাজ্য আগুনে পুড়ে ছাই, যার আয়তন ১৭.৯ মিলিয়ন একর!
তিন হাজারেরও বেশী বাড়ী বিলীন, প্রায় অর্ধ বিলিয়ন প্রাণী আগুনে পুড়ে মরেছে!
ভয়াবহ বন্যায় ভেসে যায় ইন্দোনেশিয়ার রাজধানী। হাজার হাজার বাড়ী ভেসে যায় প্রচন্ড স্রোতে। মারা যায় অনেক মানুষ।
.
জানুয়ারীর ১১ তারিখ সকালে ঘুম থেকে দিনের শুরুতেই পোর্ট রিকোর মুখোমুখি হয় ভয়াবহ ভুমিকম্পের। রিখটার স্কেলে ৬.৪ মাত্রার ভুমিকম্প এক মুহূর্তেই মাটিতে মিশিয়ে দেয় শত শত বিল্ডিং।
.
ফিলিপাইনের তালে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এতটাই ভয়াবহ ছিল যা অতীতের সব ভয়াবহতা ছাড়িয়ে গেছে। ধাতব ধোঁয়ার আচ্ছন্ন আকাশে ভয়ানক এক আঁধার আর অচল হয়ে পড়ে জনজীবন।
.
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখা দেয় জাপান এবং মেক্সিকোতে। বিজ্ঞানীরা আতঙ্কিত আশংকা ছিল ভয়ানক ভলকানিক সুনামীর।
.
তীব্র গতির বাতাস, ভারী বৃষ্টি, তুষারপাত আর সমুদ্র থেকে ভেসে আসা বিশাল ঢেউ একটা শহর লন্ডভন্ড করে দেয়। শিমুল তুলার মত সমুদ্র থেকে আসা ফোমে পুরো শহর অচল। স্পেনের মানুষ এমনটা দেখেনি আগে কখনও।
ভয়াবহ ধুলি ঝড়ে অস্ট্রেলিয়ায় দিনের আলো হারিয়ে যেন রাত নেমে আসে।
.
১৬০০ মানুষ আহত, ৩৫ জনের মৃত্যু আর হাজার হাজার বাড়ীঘর ধ্বসে যায় নিমিষেই । রিখটার স্কেলে ৬.৮ মাত্রার ভুমিকম্পের মুখোমুখি হয় তুরস্ক ।
ব্রাজিল। দুদিনের টানা ভারী বৃষ্টি কেড়ে নেয় ৪৫ প্রাণ। পানির তোড়ে বালির বাঁধের মত ধ্বসে পড়ে বড় বড় দালান, পাহাড় আর রাস্তাঘাট।
.
গত কয়েক দশকে এত ভয়াবহ পঙ্গপালের আক্রমণে পড়েনি পূর্ব আফ্রিকা। মিলিয়ন লিলিয়ন পঙ্গপালে ঢাকা পড়েছিল কেনিয়া সোমালিয়া আর ইথিউপিয়ার আকাশ। যা একদিনে হাজার হাজার মানুষের খাবারের উৎস ফসল ধ্বংসের কারণ। জাতি সংঘ আশংকা করছে ভয়াবহ খাদ্যাভাবের।
মাদাগাস্কারে ৬০ হাজার মানুষ গৃহহীন, সাত শহর ভেসে যায় ভয়াবহ বন্যায়। জরুরি অবস্হা ঘোষণা করে সরকার।
আর জানুয়ারীর শেষে সারা বিশ্ব আতঙ্কিত চিনের ‘করোনা’ ভাইরাসে। শুধু উহানে ৯০ হাজার মানুষ আক্রান্ত, মৃত কয়েক শত। অফিস, মার্কেট, রাস্তা- যেখানে সেখানে মরে পড়ে রইছে মানুষ। হুবেই শহরের আকাশে উড়ছে অগণিত কাক আর শকুন !!!
...
আল্লাহ্ বলেন --
اَوَ لَا یَرَوۡنَ اَنَّہُمۡ یُفۡتَنُوۡنَ فِیۡ کُلِّ عَامٍ مَّرَّۃً اَوۡ مَرَّتَیۡنِ ثُمَّ لَا یَتُوۡبُوۡنَ وَ لَا ہُمۡ یَذَّکَّرُوۡنَ ﴿۱۲۶﴾
"তারা কি দেখে না যে, তারা প্রতি বছর এক বার কিংবা দু’বার বিপদগ্রস্ত হয় ? এর পরও তারা তাওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না।" [৯:১২৬]
..
আল্লাহ্ বলেন,,
ظَہَرَ الۡفَسَادُ فِی الۡبَرِّ وَ الۡبَحۡرِ بِمَا کَسَبَتۡ اَیۡدِی النَّاسِ لِیُذِیۡقَہُمۡ بَعۡضَ الَّذِیۡ عَمِلُوۡا لَعَلَّہُمۡ یَرۡجِعُوۡنَ ﴿۴۱﴾
"মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে বিপর্যয় প্রকাশ পায়। যার ফলে আল্লাহ্ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে।"
[৩০:৪১]
আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি
মাফ করুন মালিক । বড়ই অপরাধী আমরা😢😢
(সংগ্রহীত).