মুসলিম বিয়ের কার্ড এর ঝামেলা কিছুটা কমিয়ে ফেলতে আজকে বিয়ের কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর সাথে নানা কার্ড ডিজাইন ও দাম এর কথা তো থাকছেই।
নিচের দিকে "বাংলাদেশে প্রেম - বিয়ের মুদ্রার এপিঠ ওপিঠ" নামে একটি লেখা আছে, পড়ে দেখার জন্য অনুরোধ রইলো
বিয়ের কার্ড এর ক্ষেত্রে যে সব বিষয় মাথায় রাখা উচিত।
০১। কার্ড এর সংখাঃ
কার্ড কতটি ছাপানো হবে তা আগে ঠিক করে নিন।
কার্ড ছাপানোর সংখার উপর নির্ভর করবে বাজেট কত লাগবে ।
কম বাজেটে বেশি কার্ড ছাপাবেন নাকি কম বাজেটে কম ছাপাবেন কিন্তু ভালো মানের কার্ড ছাপাবেন তা ঠিক করতে কার্ড এর সংখ্যা সিলেক্ট করে নিলে হিসাব করতে সহজ হবে।
![নতুন বিয়ের কার্ডের ডিজাইন নতুন বিয়ের কার্ডের ডিজাইন](https://i2.wp.com/www.bridegoeswild.com/wp-content/uploads/2017/03/3.jpg?resize=880%2C751)
০২।কার্ডের ডিজাইন ঃ
বিয়ের কার্ডের ডিজাইন কেমন হবে তা নিয়ে ঝামেলায় পড়েনি এমন কি হয়?
এটা অনেক টা মেয়েদের পোশাক কেনার মত! সব ভালো লাগে আবার কোনটাই ভালো লাগেনা(!)
অনলাইনে বিয়ের কার্ড আবার অফলাইনেও বিভিন্ন কার্ড এর ডিজাইন পাবেন।
কিন্তু সবাই চাই কিছুটা ভিন্ন রকম ডিজাইন এর , তাই সেই ভিন্ন ডিজাইন খুজে বের করতেও ঝামেলা হয়। এজন্য আগেই অনলাইনে বিভিন্ন কার্ডের ডিজাইন দেখবেন, কোন ডিজাইন কেমন খরচ সব জেনে নিবেন।
আমাদের এই পোস্টেও অনেক গুলো বিয়ের কার্ডের ডিজাইন পাবেন। দেখতে পারেন এগুলোর কোনটা ভালো লাগে।
Pics Are Collected From Internet. Contact Us For Remove Or Others Request
aliespress.com
tradeboss.com
etsy.com
bridegoeswild.com
dhgate.com
![biyer card er design biyer card design](https://ae01.alicdn.com/kf/HTB1CsDHSFXXXXXtXpXXq6xXFXXX8/5pcs-lot-European-style-Groom-Tuxedo-Bridal-Dress-style-Wedding-Invitations-Elegant-Wedding-Events-Cards-CW2011.jpg)
মডার্ন এরাবিক বিয়ের কার্ড
![মুসলিম বিয়ের কার্ডের ডিজাইন মুসলিম বিয়ের কার্ডের ডিজাইন](https://ohsobeautifulpaper.com/wp-content/uploads/2011/01/Gold-Rose-Arabic-Wedding-Invitation.jpg)
এই কার্ডের ডিজাইন থেকে ভালো আইডিয়া পেতে পারেন।
![সুন্দর কার্ড ডিজাইন সুন্দর কার্ড ডিজাইন](https://i.etsystatic.com/12245154/r/il/1b880a/1879759939/il_570xN.1879759939_kom7.jpg)
কাতারি বিয়ের কার্ড
![কাতারি বিয়ের কার্ড কাতারি বিয়ের কার্ড](https://i.pinimg.com/originals/e4/f4/2d/e4f42df8627fbb5d30020e8a72be49cd.png)
সিম্পল এর মধ্যে সুন্দর
অসাধারন একটি কার্ড।
একেবারে ভিন্ন কিছুর কথা ভাবছেন? এই ডিজাইন টা দেখতে পারেন
![বিয়ের কার্ড দাম ডিজাইন বিয়ের কার্ড দাম ডিজাইন](https://i.etsystatic.com/10451850/r/il/1e52b5/1942940295/il_794xN.1942940295_kzex.jpg)
Turkish Wedding Card
![বিয়ের কার্ড দাম ডিজাইন বিয়ের কার্ড দাম ডিজাইন](https://sc02.alicdn.com/kf/UT8o9pmXG8XXXagOFbXG/Wedding-invitation-cards.jpg)
![বিয়ের কার্ড দাম ডিজাইন বিয়ের কার্ড দাম ডিজাইন](https://images.bridestory.com/image/upload/v1461965467/assets/file_st1o95.png)
![বিয়ের কার্ড দাম ডিজাইন বিয়ের কার্ড দাম ডিজাইন](https://ae01.alicdn.com/kf/HTB1fpYVJVXXXXbjXFXXq6xXFXXX1/50-pieces-lot-Bride-And-Groom-Wedding-Invitation-Card-White-Dress-Black-Suit-Customize-Color.jpg_960x960.jpg)
০৩।বিভিন্ন ধরনের বিয়ের কার্ডের ডিজাইন আছে।
- এরাবিক বিয়ের কার্ড
- টার্কিশ বিয়ের কার্ড
- বাঙালি বিয়ের কার্ড
- ভারতি বিয়ের কার্ড
- পশ্চিমা বিয়ের কার্ড
তবে যেহেতু আমরা মুসলিম আমাদের বিয়ের অনুষ্ঠান, কার্ড সব কিছুতে ইসলামিক স্বাদ রাখাটাই উত্তম। এদিক থেকে আরবিয় ডিজাইন গুলো Best হবে। তাছাড়া বিয়ের কার্ড ছাড়াও Typograpy এর জন্য সব ভাষার চাইতে আরবি ফন্ট এগিয়ে।
০৪।কার্ডের বাজেট ঃ
বিয়ের কার্ড এর জন্য কত টাকা খরচ করবেন তা অন্যতম একটি বিষয়।
বাজেট এর উপর অনেক কিছু নির্ভর করে। বিশেষ করে কার্ডের ডিজাইন, কার্ডের সংখ্যা ইত্যাদি কিন্তু বাজেট এর সাথে সরাসরি জড়িত।
বিয়ের খরচ যত কম হবে সেই বিয়ে তত উত্তম এটাই হাদিসের নির্দেশ।
তাই আমাদের উচিত আহামরি লোক দেখানো খরচ বাদ দেওয়া এবং কম খরচে উত্তম বিয়ে করা।
কিন্তু তাই বলে আবার কিপটামি করা শুরু করবেন না।
০৫। বিয়ের লোকেশন এর ম্যাপ ঃ
কোথায় বিয়ে হচ্ছে, বিভিন্ন স্থান হতে কোন পয়েন্ট এ আসবে কীভাবে সেই পয়েন্ট থেকে বিয়ের লোকেশনে আসতে পারবে ইত্যাদি বিষয় সুন্দর ভাবে ম্যাপ আকারে কার্ডে দইয়ে দেওয়া উচিত যাতে অতিথিরা সহজে আসতে পারে।
০৫। কার্ডের কথা মালাঃ
শাদির কার্ডে কি লিখবেন, কোন কবিতা লিখবেন কিনা, বিয়ের কবিতা লিখলে কোন কবিতা লিখবেন সব ঠিক করে নেন।
কার্ডে বিয়ের আর কোন কোন কথা লিখবেন তা ভেবে রাখেন। তবে ভাল হয় কম কথা ডিজাইন করলে।
মানে যতটা সিম্পল এর মধ্যে রাখা যায় আর কি।
কোথায় কার্ড ছাপাবেন?
ঢাকার বাংলাবাজারে কার্ড ছাপানোর বাজার আছে।
বাংলাবাজার আপনি প্রায় ৪০ টির বেশি কার্ডের দোকান পাবেন।
তারা ১ থেকে ৫ দিনের মধ্যে কার্ড সাপ্লাই করতে পারে।
জরুরী হলে ২- ৫ ঘণ্টার মধ্যেও কার্ড ডেলিভারি দিতে পারে। তবে তার জন্য বাড়তি চার্জ কাটে।
বাঙলা বাজার কার্ড এর বিস্তারিত জানতে ঃ বাংলা বাজার কার্ড ( মেয়েদের ছবি আছে, এড়িয়ে যাওয়া আপনার দায়িত্ব)
![বিয়ের কার্ড দাম ডিজাইন বিয়ের কার্ড দাম ডিজাইন](https://ae01.alicdn.com/kf/HTB1fpYVJVXXXXbjXFXXq6xXFXXX1/50-pieces-lot-Bride-And-Groom-Wedding-Invitation-Card-White-Dress-Black-Suit-Customize-Color.jpg_960x960.jpg)
বাংলাদেশে প্রেম - বিয়ের মুদ্রার এপিঠ ওপিঠ: Ajhwaz/সঙ্গী
মুদ্রার এপিঠ:
২১/২২ বছরের একজন যুবক যখন বিয়ের কথা বলে, সবাই হেসে কৌতুকের ছলে বলে এত ছোট্ট বয়সে বিয়ের কথা?? বিয়ে করে বউকে কি খাওয়াবা??
বাবার টাকায় বউ নিয়ে সংসার করে আনন্দ নেই??
তাছাড়া পড়াশোনা খারাপ হবে, ভবিষ্যৎ অন্ধকার!!
একজন সচেতন নাগরিক হিসেবে যত নীতি কথা/ ভালো কথা/
উপদেশ মূলক কথা বলা যায় তা শুনিয়ে দিবে।
ধরে নিলাম ছেলেটি আমি। আমি গুরুজনের কথা শুনে নিজেকে বুজালাম ;
নাহ সত্যি কথায় কথাই তো বলছে!!! আসলেই তো বাবার টাকা দিয়ে সংসার চালানো যায় না!!!
বিষয়টি লজ্জাজনক!! বউয়ের কোন প্রকার ইচ্ছে, চাওয়া পাওয়া তো পূর্ণ করতে পারবো না!!! তখন তো সত্যি সত্যিই অশান্তি সৃষ্টি হবে!!! পড়াশোনা খারাপ হবে!!
আর তাছাড়া সমাজের মানুষ জন ও কি বলবে!!!
থাক বিয়ের চিন্তা আর মাথায় আনা যাবে না।
মুদ্রার অপর পিঠ:
আমি প্রথম যখন প্রথম প্রেমে পড়ি বন্ধুরা শোনামাত্র তো জোর করে ধরে নিয়ে চল আগে ট্রিট পরে কথা!! Congratulations!!! কিভাবে হইলো মামা!! ছবি দেখা!! জোর করে ছবি দেখে সুন্দরী না হইলেও সেই মামা সেই!! বাসা কই, কই পড়ে, কিরে নামটাই তো বললি না!!! অনেকে আবার গার্লফ্রেন্ড এর বাবা কি করে, ওর ফ্যামিলির খবর ও শুনে খুব আগ্রহ সহকারে!!! তখন নিজেকে খুব হিরো মনে হয়। মনে জীবনের আনন্দঘন দিনগুলোর মধ্যে এই দিন সেরা ৫ এ থাকবে!!!
প্রেমের বয়স বাড়ার সাথে সাথে যখন খবর ছড়াতে থাকে ও একসময় বাবা-মা জানতে পারে তখন বাবা-মা ওইরকম যে কিছু বলে তাও না কারণ ছেলে বড় হয়ে গেছে!!!
তবুও কিছু বুজানোর শেষ চেষ্টা টুকু করে। অথবা নিজের বলতে বিব্রতবোধ করলে অন্য কাউকে বিষয়টা যখন শেয়ার করে তখন ঐ মানুষটাও বলে এ বয়সে এগুলো একটু পোলাপান করবেই!!!
আচ্ছা এখন তো কেউ প্রেমের ক্ষেত্রে তেমন বাধা হয়ে দাড়ালো না যেমনটি হয়েছিল বিয়ের কথা শুনে!! কেউ তেমন উপদেশ মূলক কথাও শুনালো না!! এর মানে তাহলে এখন আমার পড়াশোনা ও মনে তেমন ক্ষতি হবে না নাকি?? নইলে তো বলতো কেউ!! বয়স তো তখনও ২১/২২ বছর ছিল এখনো তাই!!
ও আচ্ছা তাহলে এতদিন আমি ভুল পথে ছিলাম এ বয়সে কেউ বিয়ে করে!!! প্রেম করবে এই বয়সে বিয়ের কথা কেন!!! আমি আসলেই একটা গাধা!! কত সুন্দর!!,
এখন বন্ধু সমাজেও একটা হিরো হিরো ভাব আছে, তাল মিলিয়ে চলতে পারছি, বিয়ে করলে কি এটা হতো!
আহা!! আমরা বৈধ কাজকে কঠিন করে অবৈধ কাজকে করে দেই সহজ!!
পরিণতিতে
ভাই পরিণতি আর কি প্রেম তো প্রেমই। কাছাকাছি পাশাপাশি..... সমাজ যখন ঘুমে আমরা তখনও জেগে!!
ফলাফল আর কি, সমাজ আমার কাছে বাচ্চা সংগ্রহ করতে ব্যস্ত আজ টয়লেট থেকে, কাল ট্রাঙ্ক থেকে, তারপর জঙ্গল থেকে, দুই বিল্ডিংয়ের মাঝে থেকে, ডাস্টবিন থেকে অনেক সময় কুকুরের মূখ থেকেও!!!
সমাজের নাটকীয়তা ঃ
তারপর?? তারপর আর কি, TV চ্যানেল নিউজ করতেছে আমি রুমে বসে দেখতেছি তারা কতটুকু কাব্যিক ভাষায় আমার ঘটনা বর্ণনা করতে পারে মাঝে মধ্যে একটু টেনশন ও হয় ধরা খাই কি না!!! আবার পরক্ষণে ভুলে যাই হয়তো চিন্তাও করি এর পরের বাচ্চা টা কই ফালানো যায় অবশ্যই এবারো বিষয়টা উইনিক হতে হবে!!!
আরও দেখি আমার বাচ্চা কে দত্তক নেওয়ার লোকজনের ও অভাব নেই!!
ভালোই তো হলো, আমার বউকেই খাওনোর সামর্থ্য নেই আবার বাচ্চার খরচ!! দূরে কোন জায়গায় রেখে না আসলে আমার বাচ্চা হয়তো কষ্টে বড় হতো!!! এখন আশা করি সুখে বড় হবে। ধন্যবাদ আধুনিক সমাজ!!!
সমাজের ও নিজের সফলতা:
আমি কিন্তু অনেক আঙ্কেল- আন্টির উপকার ও করি!!!
তাদের জীবনের একটি আশা পূর্ণ হয় আমাকে দিয়ে এটাই কম কীসের!!! আমার জন্য হলেও তো বাবা-মা ডাক শুনতে পাচ্ছে!! মাঝেমাঝে মনে মনে হাসিও পায়, পাগলামি ও আকস্মিক ঘটে যাওয়ার ফসল এই ৫/৭ টা বাচ্চা পেয়ে যে নিউজ যদি সচেতনতা অবলম্বনে যা হয়েছে সেগুলো যদি ছড়িয়ে দিতাম মনে হয় কেউ বাবা-মা ডাক শোনা থেকে বঞ্চিত হতো না বরং বাবা- মা না হয়েও দুই শিশুর বাবা-মা হতে পারতো!!!
যে ছেলে দৈনিক একবার হলেও মসজিদের বারান্দায় দেখা যেতো এখন তাকে ঈদের নামজেও তেমন দেখা যায় না!!
তাতে ক্ষতি কি?? ২৫/২৬ বছর পর যখন আমার নিজের( বৈধ উপায়ের) সন্তানকে কেউ জিজ্ঞেস করবে তোমার Ideal কে?? আমার সন্তান গর্ব সহকারে আমার নামটা উচ্চারণ করবে!! তাহলে খারাপ কি?? ধন্যবাদ আধুনিক সমাজ!!
এখন মনে হয় আমার তেমন পড়াশোনা ক্ষতি হয় না!!! আর আমার ভবিষ্যত ও উজ্জ্বল!! নৈতিক অধোঃপতনের কথা বাদ ই দিলাম।
জাতির প্রশ্ন :১.তুমি যে এতো কথা বলছো বিয়ে কি সব সমস্যার সমাধান, বিয়ে দিলেই কি তুমি ফেরেস্তা হয়ে যেতে?? মনে রাখবা,ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানে!!!
অবশ্যই না। এসব এখন মহামারি আকার ধারণ করেছে তাই শুধু বিয়ে দ্বারাই এসব সমস্যার সমাধান
সম্ভব নয়। এখন প্রয়োজন পরিবার, সমাজ ও রাষ্ট্রের বড় কোন পদক্ষেপ গ্রহণ সাথে নিজেদের
আত্মোন্নতি। তবে এক্ষেত্রে বিয়ে অবশ্যই অনন্য ভূমিকা পালন করবে।❤
আপনিও মনে রাখবেন, ময়লা, মরিচাধরা ধাতুর উপর কাজ করলে সেটা দিয়েও ধারালো তরবারি তৈরি করা যায়।
আমার প্রশ্ন :
১.এতগুলো নবজাতক শিশু টয়লেট, জঙ্গল, ট্রাঙ্ক, ডাস্টবিন এ পাওয়া যাচ্ছে এগুলো বিবাহিত কারো?? নাকি আমাদের মত ২১/২২ বছর যুবকের পাপের কর্মের ফল??
২. এগুলো প্রতিরোধে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন??? আপনারা শুধু বাচ্চা বন্টনে আর বিষাদময় কাব্যিক রচনা খবরে মাধ্যমে ২ মিনিটের বিবেক বোধ জাগ্রত করা ছাড়া আর কি করেছেন??
৩. বৈধ সম্পর্কে আপনাদের হাসি পায় নিজদের সন্তানদের এই অধোঃপতন রোধেই বা কি পদক্ষেপ নিয়েছেন??
৪. অবৈধ প্রেমকে কতটুকুই তুলে ধরেছেন নিজেদের সন্তানদের কাছে?? এক্ষেত্রে কতটুকুই কঠোর হয়েছেন সন্তানের প্রতি??
বরং আরো সুযোগ করে দিয়েছেন অবৈধ মেলামেশার!! মুক্তমনা মিছিলে যৌনতাকে দিয়েছেন প্রশ্রয়!!
"ধিক্কার জানাই সেই বুদ্ধিজীবিদের
যাদের অবৈধ সম্পর্ক প্রতিরোধে নেই কর্মসূচি
বৈধ সম্পর্কের বেলায় করে হাসাহাসি!!"
এজন্যই হয়তো বলে, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা। প্রেম কর হোক অবৈধ বাচ্চা লোকে জানবে তুমি ভালো, বৈধ বিয়ের কথা বললে তোমার লজ্জা নাই!!!
আহা লজ্জাশীল সমাজ!!!
মুসলিম বিয়ের কার্ডের লেখার নমুনা
বিয়ের কার্ড এ কি কি তথ্য দিতে হয়? বিয়ের নিমন্ত্রণপত্র লেখার ফরমেট
"পাত্রের নাম,
পাত্রের পিতার নাম, মাতার নাম, ঠিকানা
পত্রের বাম পাশে লিখবেন
পাত্রীর নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা
নিচের দিকে অনুষ্ঠান সূচী ও উপস্থিত হওয়ার স্থান। যা উপরে বিস্তারিত বলা আছে।
পত্রের আরেক দিকে ছোট একটা আমন্ত্রণ মালা উল্লেখ করতে পারেন।
সম্মানিত অতিথি/অতিথিবৃন্দ
আস্সালামু আলাইকুম।
আসছে ২৫শে আগষ্ট ২০১৮, ১০ই শ্রাবণ ১৪২৫ বাংলা, ১৩ই জিলক্বদ ১৪৪০ হিজরি রোজ শনিবার আমাদের সন্তান (নাম হবে) এর বিয়ে (ওমুক এলাকা নিবাসী’র) ছেলে/মেয়ের সহিত ঠিক করা হয়েছে। উক্ত বিবাহ অনুষ্ঠানে আপনাকে সবিনয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে।
শুভেচ্ছান্তে
এখানে পাত্র/পাত্রী’র পক্ষ্য থেকে নাম হবে ও মোবাইল নাম্বার"
- Tanvir Ahmed Rifat এর লেখা উত্তর থেকে নেওয়া।
মুসলিম বিয়ের কার্ডের লেখার নমুনা বাংলা বিয়ের কার্ডে লেখা কবিতা বিয়ের কার্ড লেখার ডিজাইন হিন্দু বাঙালি বিয়ের কার্ডের লেখা বিয়ের দাওয়াত পত্রের নমুনা বিয়ের কার্ডের ছড়া বিয়ের কার্ড অনলাইন বিবাহের কার্ডের লেখা