PDF বা পিডিএফ ফাইল এডিট করার নিয়ম ঃ How To Edit PDF File (In Bangla Language)

PDF বা পিডিএফ ফাইল এডিট করার নিয়ম ঃ How To Edit PDF File In Bangla Language For Bangladeshi BD

চলতে ফিরতেই এখন বই পড়া যায় আর এজন্য এখন আর আগের মত কাগজের বই নিয়ে ঘুরা লাগেনা। হাতের মোবাইল দিয়েই পিডিএফ বা ই বুক পড়া যায়।
কিন্তু আপনি জানেন কি আপনি নিজেও একটি পিডীএফ বানাতে পারবেন কিংবা আপনার কাছে থাকা ই বই এডিট করতে পারবেন?

আজকে জানবো কিভাবে PDF/ পিডিএফ এডিট করা যায় । 


How To Edit PDF? Bangla Tutorial

  1. Edit PDF File In Acrobat 
  2. Small PDF.Com
  3. PDF Scape.com
  4. pdfpro. com

Edit PDF File In Acrobat :

 ০১।যে ফাইলটি এডিট করবেন  সেটি  Acrobat এ ওপেন করুন। 
০২। দান পাশের প্যানেলে থাকা Edit Pdf টুল এ ক্লিক করুন।
০৩। যে ছবি বা পিডিএফ ফাইল এডিট করবেন সেটি তে ক্লিক করুন।
এবার নতুন লেখা বা ছবি যুক্ত করতে চাইলে করতে পারবেন।
এডিট করা শেষে সেভ করুন।

Small PDF.Com এর মাধ্যমে পিডিএফ এডিট করা ঃ

০১। smallpdf.com এ যান
০২। যে পিডিএফ ফাইল টি এডিট করবেন সেটি ড্রেগ করে পেজে ছাড়ুন।
০৩।উপরের বাম পাশে থাকা Add Text এর মাধ্যমে নতুন লেখা যুক্ত করতে পারবেন।
০৪। একইভাবে নতুন ছবি লোগো ইত্যাদি যুক্ত করতে পারবেন।
০৫। Save করুন।

PDF Scape.com দিয়ে ফাইল এডিট করাঃ 

০১। এটির ২ টি ভার্সন আছে। পিসির সফটওয়্যার ও অনলাইন।
আপনি অনলাইন এ যান।
০২।free Online Version টি তে প্রবেশ করুন।
০৩।নতুন পিডিএফ বানাতে চাইলে Create New এ ক্লিক করুন।
আর পুরাতন ফাইল এডিট করতে চাইলে যে ফাইল টি এডিট করবেন সেটি ব্রাউজ করে আনুন।
০৪।পিডিএফ ফাইলটি আপলোড করা হয় গেলে উপরের বাম পাশে  Text Image ইত্যাদি অপশন পাবেন। ইচ্ছামত এডিট করুন।

pdfpro.com এর মাধ্যমে ঃ 

আগের মতই সব। তবে এখানে আপনি দেখতে ক্লিন সাইট পাবেন আর এডিট করার অপশন ও বেশি।
এখানে আপনি Marge, PDF to Word, Remove , Password Set , Watermark Add ইত্যাদি সুবিধা পাবেন। 

মোবাইল দিয়ে পিডিএফ ফাইল এডিট করার কিছু এপ্স ঃ 

PDF File Edit Tutorial In Bangla

  • পিডিএফ ফাইল করার নিয়ম 
  • ওয়ার্ড ফাইলকে পিডিএফ করার নিয়ম 
  • ল্যাপটপে সফটওয়্যার ডাউনলোড 
  • পিসি সফটওয়্যার 
  • pdf ডাউনলোড করার নিয়ম
কিভাবে পিডিএফ ফাইল এডিট করা যায় পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্টার pdf ফাইল কিভাবে দেখব কিভাবে পিডিএফ ফাইল তৈরি করা যায় pdf থেকে কপি pdf ফাইল তৈরী করার নিয়ম
  1. how to edit pdf file in mobile
  2. how to edit pdf file in adobe reader
  3. edit pdf in word 
  4. how to edit a pdf on mac 
  5. free pdf editor 
  6. windows free pdf editor download 
  7. adobe pdf editor
  8. pdf to word

আমি চেষ্টা করছি কম কথায় কয়েকটি উপায় বলার। তাই বিস্তারিত বুঝতে না পারেন। যদি না বুঝে থাকেন তাহলে ইউটিউব এ কিছু বাংলা ভিডিও পাবেন সেগুলো দেখেন, আশা করি বুঝতে সহজ হবে। 
Next Post Previous Post