Bengali Romantic Quotes And Best 100+ Bangla Quotes Romantic With Picture : কষ্টের রোমান্টিক কথা ছবি
পোস্ট টা ৩ ভাগে ভাগ করা। প্রথম ভাগে ছোট ছোট Bangla Romantic Bengali Quotes পাবেন আর তারপরে পাবেন বড় বড় কয়েকটা রোমান্টিক কষ্টের কবিতা। আর একদম শেষের দিকে Bangla Quotes Romantic Picture Images.
- তোমার হয়ে আছি আমি’ তোমার হয়ে থাকবো
সারা জীবন তোমায় আমি ভালবেসে যাবো
পাশে থেকো সারা জীবন দুরে যেয়ো না
তোমায় ছারা একটুও আমার’ ভালো লাগে না - কাউকে সীমাহীন ভালোবাসলে,তা কখনও ফুরাইয়া না কারণ সীমাহীন ভালোবাসারকোন শেষ নেই….তা কখনও ফুরাইয়া না।তা শুধু বেড়ে যায
- কাউকে আবেগের ভালোবাসা দিওনা, মনের ভালোবাসা দিও ! কারন আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে…
- প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে বুঝা যায় না। প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে জীবনকে অনুভব করা যায় না।
- জীবনের কিছুটা পথ একা একা চলা তেমন কঠিন নয়।কিন্তু যদি এক জনের সাথে চলা যায়।বাকি পথ চলা খুব কঠিন।
- শুভ ক্ষন, শুভ দিন। মনে রেখ চির দিন। কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো, নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ।
- জীবন হল বাচার জন্য।মন হল দেবার জন্য।ভালবাসা হল সারা জিবন পাশে থাকার জন্য।বন্ধুত্ত হল জিবন কে সুন্দর করার জন্য।
- কষ্ট ছাড়া কেউ অশ্রু ঝরাতে পারেনা ভালোবাসা ছাড়া কোন স্বপ্ন হয়্না জীবনে একটা কথা মনে রেখো কাউকে কাদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায়্ না..
- হৃদযের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালবাসি?
যখন কেউ কারো জন্য কাঁদে
সেটা হলো আবেগ ।।
যখন কেউ কাউকে কাঁদায়
সেটা হলো প্রতারণা ।।
আর যখন কেউ কাউকে
কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে,
সেটা হলো প্রকৃত ভালোবাসা ।।
সেটা হলো আবেগ ।।
যখন কেউ কাউকে কাঁদায়
সেটা হলো প্রতারণা ।।
আর যখন কেউ কাউকে
কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে,
সেটা হলো প্রকৃত ভালোবাসা ।।
রুপ কথা রাণী তুমি
দু’নয়নের আলো ।।
সারা জীবন তোমায় আমি
ভালোবেসে যাবো ।।
দু’নয়নের আলো ।।
সারা জীবন তোমায় আমি
ভালোবেসে যাবো ।।
তুমি আমার রাতজাগা
সুন্দর একটা পাখি ।।
তোমায় ছাড়া বন্ধু
আমি কেমন করে থাকি ।।
আমি তোমায় ভালোবাসি
বলছি বহুবার ।।
আমার যদি না হবে
হবে তুমি?
তাহলে তুমি কার ।।?
তুমি তো খোলা আকাশের মুক্ত পাখি,,
তুমি তো আসতে পারতে,আমার জানালায়,
আমি তো জানালা খোলাই রাখি।"
- নিস্প্রভ আঁধারের স্নিগ্ধ পুস্প
➤দুটি হৃদয় একটি প্রাণ, তোমার মনে কি আছে আমার অবস্থান?
- Tamim Himu
কিছু দেখতে পাও না।
আমি দেখতে পাই সব,
আমার স্মৃতি প্রতারক না
সবকিছু দেখতে পাই।
নীল টীপ,জ্যোৎস্নার স্বপ্ন,
চোঁখের স্রতে ভেসে বেরায়।
আগুন্তুক পাখির মত চলে গেছ,
রেখে গেছ নীল স্মৃতির কবচ।
পাওনা স্বপ্ন দাওনী ফিরিয়ে,
ঋণী হয়ে বেচে থাক কিভাবে।
-আহসান
➤চলতে চলতে কিছু কথা বলতে
বলা হলো না সে কথা,
শুনতে শুনতে কিছু কথা শুনতে
শোনা হলো না সে কথা ।
কাছাকাছি আছি চোখে চোখ রাখছি
হলোনা চোখের ইশারা,
চিনতে চিনতে কিছু মানুষকে জানতে
হলাম শুধু দিশেহারা ।
হলোনা চোখের ইশারা,
চিনতে চিনতে কিছু মানুষকে জানতে
হলাম শুধু দিশেহারা ।
- Porbot Chowdhury
→ Bangla Mon Kharap Koster Images
➤বুকের পাঁজর গুলো দুমড়ে মুচড়ে একাকার!
মন থেকে ঘৃণা করার ভান করি,
তবুও তোকে ফিরে পাবার অদ্ভুত এক হাহাকার।
-ইমন
Bengali Romantic Quotes
➤অনিমেষ প্রান্তরের শেষ কোথায় কারও জানা নেই,
তোমাকে কতটা ভালোবাসি সেটাও তোমার জানা নেই।
থাকুক না অপ্রকাশিত ভালোবাসা
থাকুক না কিছু অব্যক্ত চাওয়া,,,,
-শাকিল,
তোমাকে কতটা ভালোবাসি সেটাও তোমার জানা নেই।
থাকুক না অপ্রকাশিত ভালোবাসা
থাকুক না কিছু অব্যক্ত চাওয়া,,,,
-শাকিল,
Bangla Quotes Romantic
HD Bengali Romantic Quotes Images
➤হারিয়ে গেলেই ভেবো না
ফুরিয়ে গেছি,
অন্তরালে থেকেও বলবো
"ভালোবাসি"
-নিশী
➤সুন্দরীকে তার রুপের কথা বলতে বল্লে
সব সুন্দরীরাই তার বিপরীত রুপের বর্ণনা দেয়,
সে চায় কেও তাকে খুজে বের করুক
____ফারহান আহমেদ জাহিদ
→ Bangla Facebook Status Collection
➤আয়নায় দেখতে পাও স্মৃতি?
না তোমার স্মৃতি প্রতারক?কিছু দেখতে পাও না।
আমি দেখতে পাই সব,
আমার স্মৃতি প্রতারক না
সবকিছু দেখতে পাই।
নীল টীপ,জ্যোৎস্নার স্বপ্ন,
চোঁখের স্রতে ভেসে বেরায়।
আগুন্তুক পাখির মত চলে গেছ,
রেখে গেছ নীল স্মৃতির কবচ।
পাওনা স্বপ্ন দাওনী ফিরিয়ে,
ঋণী হয়ে বেচে থাক কিভাবে।
-আহসান
Bangla Quotes Romantic With Picture
➤কোনো বিশ্ব সুন্দরীকে বিয়ে না করে, এমন
একজনকে বিয়ে করুণ;
যে আপনার বিশ্বকে সুন্দর করবে......
_নিরব
➤কবিতাঃ-তোমার চিঠিখানা - কলমেঃ-মেহেদী হাসান আবির
➤দুই দুয়ারী হয়ে মাপকাঠি করেছে সে
বুঝিনী সে আদৌ মনের গভিরতা,
মেপেছে শুধু বাহ্যিক ব্যাপার,
মনের বিচার করার ক্ষমতা তার নেই।
এই সময় তাকে একদিন সে সময়ের
স্মৃতিতে ভাসাবে...
তখন আমায় ভেবো আমি একগুচ্ছ স্বপ্ন ছিলাম
- ফারহান (Farhan Ahmed Jahid)
➤কবিতায় চলে অনুভূতির-কথোপকথ ন,
কবিতায় স্মৃতি-আওড়াই,
আমি নাহয় আজন্মকাল, কবিতার মাঝে'ই
বেঁচে থাকার রসদ কুড়াই!
~ কাজী ইমরান তাহসান
বাংলা রোমান্টিক কবিতা - প্রেমের কবিতা - ভালবাসার কবিতা
➤এলো চুলে কপালে বড় টিপ,শাড়ি না পরলে নাকি
কবি হওয়া যায় না,তবে আমি কবি নই,শাড়ি পরি না,টিপ পরি না,যত্ন করে আয়নায় দেখি না নিজেকে বহুদিন,
সেই কবে এক ভোর বেলায়
মুঠো ভরে শিউলি ফুল দিয়ে ছিলে
কি শুভ্র,স্নিগ্ধ তোমার মনের মতই,
যত্নে রেখেছি ফুলগুলো বহুদিন,
আজও আছে হৃদয় মাঝে
যত্নে রেখেছি তোমায়,নিজেকে না বুঝে।
আমি কবি নই,শুধু তোমায় রেখেছি হৃদয়ের গহীনে,আর আমার এলোমেলো শব্দ,তোমার কথাই বলে যায়,তোমার পথে চেয়ে রয়।
~সুমাইয়া বিনতে আলম
➤কবিতাঃ-তোমার চিঠিখানা - কলমেঃ-মেহেদী হাসান আবির
"এই মাত্র তোমার চিঠিখানা পেলাম।
কবে থেকে ভাবছি তোমাকে একখানা চিঠি লিখবো কিন্তুু লিখতে পারছিনা।
ঠিক পারছিনা তা নয় চিঠির ভাষা গুলো একত্র করতে পাছিলাম না।
জানোতো যখনই লিখতে গিয়েছি মোনের সমস্ত অভিমান গুলো এসে লাইন ধরে দাড়িয়েছে,
কিন্তুু আমি তোমাকে অভিমানের ভাষায় কখনো চিঠি লিখতে চাইনি।
তাই কখনো তোমায় লেখা হয়নি।
জানোতো তোমার চিঠিখানা নিয়ে আমি এখন কোথায় চলে এসেছি,
আমাদের সেই প্রিয় কৃষ্ণচূড়া গাছের তলে।
কষ্ণচূড়ার পাপড়ি গুলো নীল হয়ে গিয়েছে তোমার চিঠির খামের নীলে।
এতো গাঢ় নীল কোথায় পেলে?
মনটা কিছুতেই চাইছেনা এই খামটা ছিঁড়তে,
আবার তার থেকেও বেশি চাইছে তোমার চিঠির মাঝে ডুবে যেতে।
কি লিখেছো তুমি চিঠিতে, তোমার অন্তরের আকুতি মিশানো ভালোবাসা নাকি অন্য কিছু?
কবে থেকে ভাবছি তোমাকে একখানা চিঠি লিখবো কিন্তুু লিখতে পারছিনা।
ঠিক পারছিনা তা নয় চিঠির ভাষা গুলো একত্র করতে পাছিলাম না।
জানোতো যখনই লিখতে গিয়েছি মোনের সমস্ত অভিমান গুলো এসে লাইন ধরে দাড়িয়েছে,
কিন্তুু আমি তোমাকে অভিমানের ভাষায় কখনো চিঠি লিখতে চাইনি।
তাই কখনো তোমায় লেখা হয়নি।
জানোতো তোমার চিঠিখানা নিয়ে আমি এখন কোথায় চলে এসেছি,
আমাদের সেই প্রিয় কৃষ্ণচূড়া গাছের তলে।
কষ্ণচূড়ার পাপড়ি গুলো নীল হয়ে গিয়েছে তোমার চিঠির খামের নীলে।
এতো গাঢ় নীল কোথায় পেলে?
মনটা কিছুতেই চাইছেনা এই খামটা ছিঁড়তে,
আবার তার থেকেও বেশি চাইছে তোমার চিঠির মাঝে ডুবে যেতে।
কি লিখেছো তুমি চিঠিতে, তোমার অন্তরের আকুতি মিশানো ভালোবাসা নাকি অন্য কিছু?
অবশেষে খুলে ফেললাম খাম।খামের মাঝখানে চার কোণার একটা সাদা কাগজ।
তার মাঝখানটা জুড়ে টকটকে লাল গোলাপের একটা পাপড়ি।
তুমি কি বুঝতে পারছো আমার অন্তরের অনুভুতি এখন কি?
আমার সমস্ত ভালোলাগা আবেগ অনুভুতি এক যায়গায় জড়ো হয়ে আছে।
হৃদপিন্ডটা দুলে উঠেছে। নিরুচ্চারিত কন্ঠে মন শুধু একটা কথাই বলছে।
ভালোলাগছে ভালোলাগছে...... ............
যে উত্তেজনা এতোক্ষন আমাকে অস্থির করে দিয়েছিলো তা যেনো এক লহমায় উবে গেল।
মোনটা ভালোলাগার ফোঁটা ফোঁটা জলে ভিজে শীতল নিঃশ্বাস ছাড়লো।
আমি তোমার চিঠিখানা খুললাম।
তার মাঝখানটা জুড়ে টকটকে লাল গোলাপের একটা পাপড়ি।
তুমি কি বুঝতে পারছো আমার অন্তরের অনুভুতি এখন কি?
আমার সমস্ত ভালোলাগা আবেগ অনুভুতি এক যায়গায় জড়ো হয়ে আছে।
হৃদপিন্ডটা দুলে উঠেছে। নিরুচ্চারিত কন্ঠে মন শুধু একটা কথাই বলছে।
ভালোলাগছে ভালোলাগছে......
যে উত্তেজনা এতোক্ষন আমাকে অস্থির করে দিয়েছিলো তা যেনো এক লহমায় উবে গেল।
মোনটা ভালোলাগার ফোঁটা ফোঁটা জলে ভিজে শীতল নিঃশ্বাস ছাড়লো।
আমি তোমার চিঠিখানা খুললাম।
তুমি লিখেছো......... ...
➤"আরাঁধিকা আমি ফিরছি "
➤"আরাঁধিকা আমি ফিরছি "
এতোটুকুই লিখেছো।
আর এর মধ্যে আমি পড়েছি পৃথিবীর সমস্ত ভালোবাসার চিঠি।
পৃথিবীতে কি স্বর্গ অাছে অামি জানিনা?জানতে চাইও না।
আমি জানিনা সুখ কাকে বলে, কতোটা চাওয়া পূর্ন হলে মানুষ সুখি হয়।
আমার কোন চাওয়া নাই ছিলোনা কোন দিন।
না চাওয়া পাওয়াতে আমি আজ সুখি। আমিই পৃথিবীর এক মাত্র সুখি,আমার কাছে আমি সুখি।
আর এর মধ্যে আমি পড়েছি পৃথিবীর সমস্ত ভালোবাসার চিঠি।
পৃথিবীতে কি স্বর্গ অাছে অামি জানিনা?জানতে চাইও না।
আমি জানিনা সুখ কাকে বলে, কতোটা চাওয়া পূর্ন হলে মানুষ সুখি হয়।
আমার কোন চাওয়া নাই ছিলোনা কোন দিন।
না চাওয়া পাওয়াতে আমি আজ সুখি। আমিই পৃথিবীর এক মাত্র সুখি,আমার কাছে আমি সুখি।
তুমি আসছো!আমি কি রাঁধবো কিছুই বুঝতে পারছিনা।
তুমি কি সেই আগেরই মতো এখনো পুঁই খিঁচুড়ি খেতে ভালোবাসো?
নাকি স্বাধ বদলেছো?আমি কি রাঁধবো তোমার জন্য?
কেমন করে সাজবো,প্রথম প্রহরে দেয়া সেই সবুজ কাঞ্জীভরম শাড়ীখানা পড়বো,নাকি অন্য শাড়ী।
চোখে কি গাঢ় করে কাজল দিবো নাকি হালকা কিছুই বুঝতে পারছিনা।
জানোতো তোমার সেই বেলিচারাটা, যেটা তুমি দিয়েছিলে এক অাষাঢ়ের প্রথম দিন।
তাকে লাগিয়েছিলাম আমার ঘরের লাগোয়া দক্ষিণ জানালার পাশ ঘেঁষে।
এখন সে ডাল পালা মেলে ফুল ফুটিয়েছে।
সেই ফুলে একটা মালা গেঁথেছি তোমার জন্য।তুমি কোন পথ দিয়ে আসবে? সেই পথে নাকি অন্য কোন পথ ধরে?
তুমি কি সেই আগেরই মতো এখনো পুঁই খিঁচুড়ি খেতে ভালোবাসো?
নাকি স্বাধ বদলেছো?আমি কি রাঁধবো তোমার জন্য?
কেমন করে সাজবো,প্রথম প্রহরে দেয়া সেই সবুজ কাঞ্জীভরম শাড়ীখানা পড়বো,নাকি অন্য শাড়ী।
চোখে কি গাঢ় করে কাজল দিবো নাকি হালকা কিছুই বুঝতে পারছিনা।
জানোতো তোমার সেই বেলিচারাটা, যেটা তুমি দিয়েছিলে এক অাষাঢ়ের প্রথম দিন।
তাকে লাগিয়েছিলাম আমার ঘরের লাগোয়া দক্ষিণ জানালার পাশ ঘেঁষে।
এখন সে ডাল পালা মেলে ফুল ফুটিয়েছে।
সেই ফুলে একটা মালা গেঁথেছি তোমার জন্য।তুমি কোন পথ দিয়ে আসবে? সেই পথে নাকি অন্য কোন পথ ধরে?
আমি দক্ষিণ দরজায় দাড়িয়ে আছি তোমার অপেক্ষায়"
➤শোকের শেষ বিদায় আয়োজন।
© -অমিত হাসান
আমার যখন মৃত্যু হবে
সবার মুখে মুখে ছড়িয়ে পড়বে গ্রাম হতে শহর,
আপন আপন মানুষ গুলোর কাছে
ছড়িয়ে পড়বে যোগাযোগে মৃত্যুর সংবাদ।
__কান্নায় ভেঙ্গে যাবে প্রিয়জন
আবার কেউ বা করবে কাঁদতে বারণ!
গ্রামের লোকজন জড়ো হবে
কেউ বলবে ভালো কেউ বা বলে উঠবে মন্দ। সেইদিন বিবেচনা করার লোক আমি নয়।
আমার হাজারো ভিন্ন ভিন্ন নাম থাকা সত্ত্বেও সেইদিন একটাই আমার নাম হবে মৃত-লাশ।
আয়োজন হবে অনেক,
ব্যাস্ত হয়ে পড়বে সবাই।
কেউ-বা ব্যাস্ত চুলায় গরম পানি দিতে,
কেউ-বা ব্যাস্ত হবে জীবনের
শেষ গোসলটা আমায় দিয়ে দিতে।
আবার কেউ-বা ব্যাস্ত হবে
কবরের মাটি কুড়তে আর বাঁশ কাটতে।
______কত-শত আয়োজন আমাকে ঘিরে
যতো আয়োজন ততই আমার বিদায় ক্ষন!
ততক্ষণে নতুন কাপনের কাপড় জড়িয়ে দিবে গায়ে,আগরবাতি,আত র ও সুরমা গন্ধে ঘ্রাণ মুগুর
ছড়ানো ছিটানো হবে আমার চতুঃপার্শ্ব।
আপন ঘর থেকে আমাকে
বাহির করে দিবে কিছুলোক,
পিছুডাক ডাকে প্রিয়-রা
তবু পিছু দেখা বারণ।
তুলে নিবে মসজিদের কাটে
আট'পা মনুষ্যত্ব গাঢ়ে,
নিয়ে যাবে কোন মাঠে
জানাজা পড়ার অযুহাতে।
লোকজন ভরপুর মাঠ,
সবাই উপস্থিত আমার জন্য,
অথচ আমি কারো সাথে কথা বলবো না।
মসজিদের ইমাম ৪ তাকবীর
এর সাথে শেষ করবে জানাজা,
দায়িত্ব শেষ অনেকের নিজ নিজ
গন্তব্যে রওনা হবে তারাহুরো সবার ।
হয়তো প্রিয়
অনেকের দায়িত্ব বাকি
মাটি চাপা দিতে হবে
নয়তো পঁচা গন্ধ হবো আমি তাদের।
নিয়ে যাওয়া হবে কবরের রাস্তায়
শুয়ে দেওয়া হবে মাটির কবরে..
আমার উপরে একে একে দেওয়া হবে
বাঁশ,মাটি চাপা হতে শুরু করে কতো কি।
মাটির ঘরে একলা একা আমায় বন্ধী করতে।
সবশেষে বিদায় হবে সবাই শোকে
তখনও আমি বলবো না কাউকে
শোকের শেষ বিদায় আয়োজনে
কোথায় যায় তোমরা একলা আমায় রেখে।
➤জীবনটা ছিল তুমিময়
ছিলে অবিরাম এই অন্তরায়
ভালোবাসা নামক বসন্তে
এসেই আবার চলে গেলে
বৈশাখের তীব্রতর ঝড়ের ন্যায়..
খুব কি দরকার ছিল
এমনটা করার?
শুধু তো ভালোই বেসে ছিলাম
তোমায় আমি সযতনে
হৃদয়ের অন্তঃস্থলে!
- শারমীন
৩ নং ভাগ শুরু। নিচে এখন কিছু অগোছালো ছবি ও লেখা পাবেন। বাংলা উক্তি
বাংলা রোমান্টিক কবিতা "অবহেলা"
➤জানো অরণ্য!
বুকের বাম পাঁজরে
যেখানে হৃদয় থাকে
তার গভীর থেকে আরো গভীরে
তোমাকে রেখেছিলাম পরম আদরে।
পাগল ছিলাম তোমার হাসির জন্য।
তোমার কষ্টের কথা শুনলে
নিজের ভিতরটাই কেমন জানি ক্ষতবিক্ষত হয়ে যেত।
মেসেঞ্জারে তোমার নামের পাশে
একদিন সবুজ বাতি জ্বলতে না দেখলে
তোমার প্রোফাইলের হাসিমাখা মুখখানা
একশো একবার দেখতাম।
সবই তুমি জানতে,সবই তুমি বুঝতে।
আর সব বুঝেই বুঝি
তুমি এত অবহেলা করতে!
তোমার তীক্ষ্ণ বাক্যে এতটা জর্জরিত করতে!
কতবার তোমার অবহেলা গুলোকে দূরে ঠেলে দিয়ে
তোমার সাথে কথা বলেছি আগ বাড়িয়ে।
তোমাকে পাবো না জেনেও
বার বার ভালোবেসে ছুটেছি তোমার পানে।
অথচ আমার ভালোবাসা তোমার কাছে মূল্যহীন ছিলো
মূল্যহীন ছিলো আমার যত আবেগ আর অনুভূতি।
আমি নাকি শুধুই তোমার বন্ধু ছিলাম
আচ্ছা অরণ্য!কখনো কি বন্ধুর চেয়ে একটু বেশি ভাবতে পারো নি?
নাকি ভালোবাসতাম অনেক বেশি
এটা বুঝেই তোমার এত অবজ্ঞা!
বুকের বাম পাঁজরে
যেখানে হৃদয় থাকে
তার গভীর থেকে আরো গভীরে
তোমাকে রেখেছিলাম পরম আদরে।
পাগল ছিলাম তোমার হাসির জন্য।
তোমার কষ্টের কথা শুনলে
নিজের ভিতরটাই কেমন জানি ক্ষতবিক্ষত হয়ে যেত।
মেসেঞ্জারে তোমার নামের পাশে
একদিন সবুজ বাতি জ্বলতে না দেখলে
তোমার প্রোফাইলের হাসিমাখা মুখখানা
একশো একবার দেখতাম।
সবই তুমি জানতে,সবই তুমি বুঝতে।
আর সব বুঝেই বুঝি
তুমি এত অবহেলা করতে!
তোমার তীক্ষ্ণ বাক্যে এতটা জর্জরিত করতে!
কতবার তোমার অবহেলা গুলোকে দূরে ঠেলে দিয়ে
তোমার সাথে কথা বলেছি আগ বাড়িয়ে।
তোমাকে পাবো না জেনেও
বার বার ভালোবেসে ছুটেছি তোমার পানে।
অথচ আমার ভালোবাসা তোমার কাছে মূল্যহীন ছিলো
মূল্যহীন ছিলো আমার যত আবেগ আর অনুভূতি।
আমি নাকি শুধুই তোমার বন্ধু ছিলাম
আচ্ছা অরণ্য!কখনো কি বন্ধুর চেয়ে একটু বেশি ভাবতে পারো নি?
নাকি ভালোবাসতাম অনেক বেশি
এটা বুঝেই তোমার এত অবজ্ঞা!
হঠাৎ একদিন তুমি আমাকে
তোমার জীবনে নতুন কেউ আসার গল্প শুনালে,
যে নাকি অনেক সুন্দরী
যে তোমার নাকি নিয়মিত খোঁজ নেই,
যে তোমাকে নাকি অনেক ভালোবাসে!
আমি সেই দিনই তোমার থেকে দূরে সরে এসেছিলাম
তোমাকে সুখী দেখতে,তোমাকে ভালো রাখতে।
তোমার ভালো থাকাকে নিজের সুখ ভেবেই তোমাকে আর বিরক্ত করতে চাই নি।
অনেক কষ্ট হয়েছিলো জানো,
তবুও তোমাকে ব্লক করেছিলাম।
এই ভেবে যে তোমাকে ভুলে যাবো একদিন
কই!আজো কি তোমাকে ভুলতে পেরেছি অরণ্য?
দীর্ঘদিন তোমার কোন খোঁজ নেওয়া হয়নি
আমি জানি,তুমি ভালো আছো,
অনেক,অনেক, অনেক ভালো আছো।
কারণ বিরক্ত করার মত সেই আমি
এখন আর তোমার জীবনে নেই।
তোমার জীবনে নতুন কেউ আসার গল্প শুনালে,
যে নাকি অনেক সুন্দরী
যে তোমার নাকি নিয়মিত খোঁজ নেই,
যে তোমাকে নাকি অনেক ভালোবাসে!
আমি সেই দিনই তোমার থেকে দূরে সরে এসেছিলাম
তোমাকে সুখী দেখতে,তোমাকে ভালো রাখতে।
তোমার ভালো থাকাকে নিজের সুখ ভেবেই তোমাকে আর বিরক্ত করতে চাই নি।
অনেক কষ্ট হয়েছিলো জানো,
তবুও তোমাকে ব্লক করেছিলাম।
এই ভেবে যে তোমাকে ভুলে যাবো একদিন
কই!আজো কি তোমাকে ভুলতে পেরেছি অরণ্য?
দীর্ঘদিন তোমার কোন খোঁজ নেওয়া হয়নি
আমি জানি,তুমি ভালো আছো,
অনেক,অনেক, অনেক ভালো আছো।
কারণ বিরক্ত করার মত সেই আমি
এখন আর তোমার জীবনে নেই।
আচ্ছা অরণ্য!খুব জানতে ইচ্ছা করে
কোন এক ভোর বেলায়
যদি তুমি শুনতে পাও
আমি আর এ দুনিয়ায় নাই,
তখন কি তোমার আঁখি কোণে
এক ফোঁটা অশ্রু জমবে আমার তরে?
একটু হলেও কি তোমার বুকে ব্যথার ঢেউ উঠবে?
মনে কি পড়বে তখন
অতি যত্ন করে দেয়া তোমার অবহেলা গুলোকে?
কোন এক ভোর বেলায়
যদি তুমি শুনতে পাও
আমি আর এ দুনিয়ায় নাই,
তখন কি তোমার আঁখি কোণে
এক ফোঁটা অশ্রু জমবে আমার তরে?
একটু হলেও কি তোমার বুকে ব্যথার ঢেউ উঠবে?
মনে কি পড়বে তখন
অতি যত্ন করে দেয়া তোমার অবহেলা গুলোকে?
@লুৎফুন নেসা
➤যার হৃদয় হয়েছে যত ক্ষত
তার কবিতার ভাষা হয়েছে তত উচ্ছ্বসিত।
তার কবিতার ভাষা হয়েছে তত উচ্ছ্বসিত।
-রাজ
➤ঘুমের সমানুপাতে
স্বপ্নের দৈর্ঘ্য বাড়ে,
সময়ের প্রচ্ছেদে
তুমি ভাবনা হৃদয় কাড়ে।
স্বপ্নের দৈর্ঘ্য বাড়ে,
সময়ের প্রচ্ছেদে
তুমি ভাবনা হৃদয় কাড়ে।
তুমি স্বপ্নে আমায় দেখো
আর আমি!
তুমিহীন কোনো স্বপ্নই দেখি না।
আর আমি!
তুমিহীন কোনো স্বপ্নই দেখি না।
-সুপ্ত সমীকরণ(সাঈদ)
➤সত্যিই, আমি কিছু নিতে আসিনি,
পাওয়ার ছিলনা কোন কিছু একটু খানি,
বড় আশা করে এসেছিলাম এ ভবে,
সবার মাঝে প্রেম বিলিয়ে দিব
নিজেকে উজার করে।
কিন্তু,পৃথিবীর এ গোলক ধাধার মেলায়,
পরে আছি আজ বড় অবহেলায়,
নিয়তিরই ছলে
বিন্দু বিন্দু আখি জলে,
ভাসছি আমি অনুশোচনার কূলে।
মাফ করে দিয় মোরে,
সেবার হাত বারিযে দিতে পারিনি
তোমাদের তরে।
পাওয়ার ছিলনা কোন কিছু একটু খানি,
বড় আশা করে এসেছিলাম এ ভবে,
সবার মাঝে প্রেম বিলিয়ে দিব
নিজেকে উজার করে।
কিন্তু,পৃথিবীর এ গোলক ধাধার মেলায়,
পরে আছি আজ বড় অবহেলায়,
নিয়তিরই ছলে
বিন্দু বিন্দু আখি জলে,
ভাসছি আমি অনুশোচনার কূলে।
মাফ করে দিয় মোরে,
সেবার হাত বারিযে দিতে পারিনি
তোমাদের তরে।
মোঃ ইব্রাহিম
➤একজন মানুষ যত বেশি ভ্রমণ করে তার কল্পনার জগৎ তত বেশি বড় হয় ।
- এম এ হোসাইন
- এম এ হোসাইন
➤বিশ্বাস ছিলো আকাশ ছোঁয়া
তাইতো এখন দুরত্বটাও আকাশ ছোঁয়া,,
তাইতো এখন দুরত্বটাও আকাশ ছোঁয়া,,
Aklima Akter
➤চলো যাবে সমুদ্র স্নানে?
লোনা জলে গা ভাসাবো
পাদুকাহীন বালুকাবেলায়
দিকবিদিক হন্যে ছুটবো।
লোনা জলে গা ভাসাবো
পাদুকাহীন বালুকাবেলায়
দিকবিদিক হন্যে ছুটবো।
সূর্যের আবেদনীয় বিদায়ে
হাতে রেখে হাত বিষাদী হব,
লালচে আভায় রাঙবে তুমি
লাজুক চোঁখে চাইব আমি।
হাতে রেখে হাত বিষাদী হব,
লালচে আভায় রাঙবে তুমি
লাজুক চোঁখে চাইব আমি।
জলেশ্বর তরঙ্গ যাবে পা ছুঁয়ে
দৃষ্টি মিলাবে দূর নীলিমায় গিয়ে
ভুলে যাবো যেতে হবে ফিরে
অসীম থেকে সসীমের দুয়ারে।
দৃষ্টি মিলাবে দূর নীলিমায় গিয়ে
ভুলে যাবো যেতে হবে ফিরে
অসীম থেকে সসীমের দুয়ারে।
- নেমন্তন্ন - শাকের নাজির
➤আমার আমি...
আমার ভিতর এক অন্য আমি,
দিব্যি করছে বসবাস,
বাহিরে সে ভীষন সুখী,
ভিতরে চলছে শোকের উপহাস,
বাড়ছে অসুখ, বাড়ছে একাকীত্ব,
জমছে না বলা হাজারো গল্প,
নিজেই নিজের কষ্টের পরিধি মাপি,
মুখে হাসি দিয়ে, হৃদয়ে ভীষন ব্যাথায় কাদি!
দিব্যি করছে বসবাস,
বাহিরে সে ভীষন সুখী,
ভিতরে চলছে শোকের উপহাস,
বাড়ছে অসুখ, বাড়ছে একাকীত্ব,
জমছে না বলা হাজারো গল্প,
নিজেই নিজের কষ্টের পরিধি মাপি,
মুখে হাসি দিয়ে, হৃদয়ে ভীষন ব্যাথায় কাদি!
আমার ভিতর এক অন্য আমি'র বসবাস,
যে হাসতে পারে, কাদতে পারে,
তীব্র রোদে পুড়তে পারে,
বৃষ্টি হলে ভিজতে পারে,
কাউকে ভালোবাসতে পারে,
ইচ্ছা হলে সব ভেঙ্গেচুরে চুরমার করতে পারে..!
যে হাসতে পারে, কাদতে পারে,
তীব্র রোদে পুড়তে পারে,
বৃষ্টি হলে ভিজতে পারে,
কাউকে ভালোবাসতে পারে,
ইচ্ছা হলে সব ভেঙ্গেচুরে চুরমার করতে পারে..!
©_______ মারুফ
০৮.১২.২০১৯ ইং
০৮.১২.২০১৯ ইং
➤- এ বিজয় আমাদের
ইচ্ছে যেদিক সেদিক হাঁটি,
পায়ের তলে শক্ত মাটি,
কত লক্ষ প্রাণে হয়েছি স্বাধীন,
জানো কি তা হে বীরের জাতি?
'মুক্তি সংগ্রাম' এর একটা ডাকে,
লক্ষ প্রাণ দিলো ঘর ছেড়ে,
দেশ মা'কে না মুক্ত করে,
ঘরে গুটিয়ে থাকবে কে রে?
মাথা উঁচু করে বাঁচার লড়াইয়ে,
অকাতরে প্রাণ দিলো বুক চিতিয়ে,
নয় মাসের সে রক্তক্ষরণ,
ভুলে থেকেছে ক্ষততে মাটি ছুঁয়ে।
"স্বাধীনতা চাই যদি জীবনও যায়,
মায়ের কষ্ট দূর করতে কিসের ভয়?
নিজেদের একটা মানচিত্র হবে,
প্রাণ যায় যাক তবু আসুক বিজয়।"
ত্রিশ লক্ষ বীরের অসীম বাহাদুরি,
লক্ষ লক্ষ মা-বোনের বুকফাটা আহাজারি,
তবুও স্বাধীনতা চাই,
স্বাধীনতা চাই,
স্বাধীনতা চাই বুকের তাজা রক্ত ঢালি।
আজ পতপত করে পতাকা উড়ে,
লক্ষ শহীদ আওয়াজ তুলে,
"আমার দেশ আমার মা,
অমর্যাদা হতে দেইনি কখনো,
অমর্যাদা হতেও দিবো না।
মা-বোনের আঁচল ছিড়ে,
উড়িয়েছি যে বিজয়ের পতাকা,
সে পতাকা তলে ঠাঁই পাবে না,
কোন ধূর্ত শকুন হায়েনা।
বুলেট খেয়ে হজম করেছি,
ছিদ্র শরীর মাটিতে ছুঁয়েছি,
দাঁতে দাঁত চেপে প্রাণপণ লড়ে,
বিজয়টাকে ছিনিয়ে এনেছি।
এ বিজয় কারো দান নয়,
এ বিজয় একান্তই আমাদের অর্জন,
এ বিজয় শোষণের বিরুদ্ধে এক বারুদ সতর্কবার্তা,
এ বিজয় দেশের জন্য উন্মাদ কোটি কোটি জনতার গর্জন।"
পায়ের তলে শক্ত মাটি,
কত লক্ষ প্রাণে হয়েছি স্বাধীন,
জানো কি তা হে বীরের জাতি?
'মুক্তি সংগ্রাম' এর একটা ডাকে,
লক্ষ প্রাণ দিলো ঘর ছেড়ে,
দেশ মা'কে না মুক্ত করে,
ঘরে গুটিয়ে থাকবে কে রে?
মাথা উঁচু করে বাঁচার লড়াইয়ে,
অকাতরে প্রাণ দিলো বুক চিতিয়ে,
নয় মাসের সে রক্তক্ষরণ,
ভুলে থেকেছে ক্ষততে মাটি ছুঁয়ে।
"স্বাধীনতা চাই যদি জীবনও যায়,
মায়ের কষ্ট দূর করতে কিসের ভয়?
নিজেদের একটা মানচিত্র হবে,
প্রাণ যায় যাক তবু আসুক বিজয়।"
ত্রিশ লক্ষ বীরের অসীম বাহাদুরি,
লক্ষ লক্ষ মা-বোনের বুকফাটা আহাজারি,
তবুও স্বাধীনতা চাই,
স্বাধীনতা চাই,
স্বাধীনতা চাই বুকের তাজা রক্ত ঢালি।
আজ পতপত করে পতাকা উড়ে,
লক্ষ শহীদ আওয়াজ তুলে,
"আমার দেশ আমার মা,
অমর্যাদা হতে দেইনি কখনো,
অমর্যাদা হতেও দিবো না।
মা-বোনের আঁচল ছিড়ে,
উড়িয়েছি যে বিজয়ের পতাকা,
সে পতাকা তলে ঠাঁই পাবে না,
কোন ধূর্ত শকুন হায়েনা।
বুলেট খেয়ে হজম করেছি,
ছিদ্র শরীর মাটিতে ছুঁয়েছি,
দাঁতে দাঁত চেপে প্রাণপণ লড়ে,
বিজয়টাকে ছিনিয়ে এনেছি।
এ বিজয় কারো দান নয়,
এ বিজয় একান্তই আমাদের অর্জন,
এ বিজয় শোষণের বিরুদ্ধে এক বারুদ সতর্কবার্তা,
এ বিজয় দেশের জন্য উন্মাদ কোটি কোটি জনতার গর্জন।"
- বট প্রাচীন
Bangla Quotes Romantic
মনটা যদি ফুলের মতো ফুটতো সুবাস নিয়ে,
অনেক বেশি ফুল ফুটাতাম এই না জীবন দিয়ে।
ফুলকলিদের মতোই আমরা হতাম কত নির্মল,
বিশ্বজুড়ে মানবজাতির বাড়তো বুকের বল।
আজকে দেখি স্বার্থনেশায় দলাদলি করছে মানুষজন,
ফুলকলিদের মতো হলে—কলুষমুক্ত হতো সবার মন।
ফুলের মতো আমরা কেন পারছি নাকো ফুটতে?
লোভআগুনে পুড়ে-পুড়ে আমরা জানি স্বার্থনেশায় ছুটতে!
আয়রে মানুষ, ফুলের মতো ফুটবো সবাই মিলে,
হিংসা-বিদ্বেষ রাখবো নারে ভালোবাসার দিলে।
এই জগতে আমরা হবো সবার চেয়ে সেরা,
পুণ্যপথের মানুষ দিয়ে বিশ্ব রবে ঘেরা।
ফুলের মতো মানুষ হয়ে হাসবো সবার সুখে,
ভালোবাসার একটা বুকে কাঁদবো সবার দুঃখে।
বিশ্বভূমি হাসবে তখন মানবপ্রেমের খুশে,
ফুলের মতো হতে চাইলে রাগ রেখো না পুষে!!
-Akramul Islam
অনেক বেশি ফুল ফুটাতাম এই না জীবন দিয়ে।
ফুলকলিদের মতোই আমরা হতাম কত নির্মল,
বিশ্বজুড়ে মানবজাতির বাড়তো বুকের বল।
আজকে দেখি স্বার্থনেশায় দলাদলি করছে মানুষজন,
ফুলকলিদের মতো হলে—কলুষমুক্ত হতো সবার মন।
ফুলের মতো আমরা কেন পারছি নাকো ফুটতে?
লোভআগুনে পুড়ে-পুড়ে আমরা জানি স্বার্থনেশায় ছুটতে!
আয়রে মানুষ, ফুলের মতো ফুটবো সবাই মিলে,
হিংসা-বিদ্বেষ রাখবো নারে ভালোবাসার দিলে।
এই জগতে আমরা হবো সবার চেয়ে সেরা,
পুণ্যপথের মানুষ দিয়ে বিশ্ব রবে ঘেরা।
ফুলের মতো মানুষ হয়ে হাসবো সবার সুখে,
ভালোবাসার একটা বুকে কাঁদবো সবার দুঃখে।
বিশ্বভূমি হাসবে তখন মানবপ্রেমের খুশে,
ফুলের মতো হতে চাইলে রাগ রেখো না পুষে!!
-Akramul Islam
Bangla Koster SMS
➤-:তার স্বপ্ন আকাশ ছোঁয়া.
-:আর আমি মধ্যবিত্ত।
-:আর আমি মধ্যবিত্ত।
- Nobel
➤বর্ষাকালে-
সকাল বেলা মেঘের ছায়া পড়লো মেয়ের মুখে,
ঘিরলো মেয়ের দীঘল কালো চুল।
গাছের পিছে কিশোর ছিলো চেয়ে,
হাতটি ধরে বললো সখি চল।
ঘিরলো মেয়ের দীঘল কালো চুল।
গাছের পিছে কিশোর ছিলো চেয়ে,
হাতটি ধরে বললো সখি চল।
দুহাত মেলে বৃষ্টি ধরে মেয়ে,
বৃষ্টি তাহার অধিক ভালো লাগে।
কিশোর গেলো শাপলা তুলতে বিলে,
তাহার বুকে ভীষণ পিরিত জাগে।
বৃষ্টি তাহার অধিক ভালো লাগে।
কিশোর গেলো শাপলা তুলতে বিলে,
তাহার বুকে ভীষণ পিরিত জাগে।
দুপুর হলো বললো কিশোর,
বাসায় চলো আজকে না হয় থাক।
মলিন হলো কিশোরির মুখ,
আরেকটু থাকা যাক।
বাসায় চলো আজকে না হয় থাক।
মলিন হলো কিশোরির মুখ,
আরেকটু থাকা যাক।
*শৈশব প্রেম
®ইমরান
৩ নং ভাগ শুরু। নিচে এখন কিছু অগোছালো ছবি ও লেখা পাবেন। বাংলা উক্তি
➤ধীরে ধীরে দিন গুলো ফুরিয়ে যাচ্ছে। পুরোনো সব ছেড়ে নতুনের পথে এগিয়ে চলছি....
একদিকে নতুন আশা গুলো হাতছানি দিয়ে ডাকছে, অন্য দিকে বিদায়ের ঘন্টা বাজছে!
তবুও থেমে নেই জীবন। ছুটছে অবিরাম।
সেই সাথে আমিও ছুটছি। হয়তো মাঝে মাঝে মুখ থুবড়ে পড়ছি কিন্তু তার পরক্ষনেই উঠে দাড়াচ্ছি।
শুধু মাত্র আলোর অপেক্ষায়
-Maria
Bangla Funny Pic (HD) ছবিতে Click করুন
➤যতদূর যায় চোখ ততদূর তুমি
যতদূর নেই তুমি ততদূর আমি
-মোঃ শিবলু
খুয়া ভর্তি নুনের জলে,
ফেলে দিলে কোমল হাতে,
কাঁটা ছিঁড়া আষ্টেপৃষ্ঠে।
- দীপু
bengali love quotes in bengali bengali love quotes picture bengali love quotes in english bangla romantic quotes in bangla font love quotes in bengali for girlfriend bengali love quotes that make you cry love quotes in bengali for boyfriend bangla love quotes for facebook
Alone Status Bangla
bengali love quotes picture bengali quotes on life bengali love quotes in english bengali inspirational quotes with images bangla romantic quotes in bangla font quotes on bengali girl bengali love quotes in bengali bengali quotes download
Bangla Sad Status For Fb
bengali love quotes that make you cry
bangla status about life fb status bengali attitude sad bengali sms for girlfriend bangla very sad sms bangla heart touching sad sms bangla romantic status smile status in bengali sad sms in bengali 140 words
প্রেম ভালবাসা বাদ দিয়ে বিয়ে করুন, পাপ থেকে বাচুন।