Bangla Kobita - বাংলা কবিতা ঃ Premer Kobita Valobasar Kobita | Love Poem Bangla

Premer Kobita Valobasar Kobita | Love Poem Bangla 2024


১. শুধু তুমি আছো তাই, আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই, তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই, আমি চাঁদের মিষ্টি আলো পাই !

প্রেমের ছোট ছন্দ কবিতা 

২. হাজার তারা চাইনা আমি, একটা চাঁদ চাই,
হাজার ফুল চাইনা আমি একটা গোলাপ চাই.
হাজার জনম চাইনা আমি একটা জনম চাই,
সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই !

৩. তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙে ছবি,
তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি,
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল,
তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল !

Bangla Kobita - বাংলা কবিতা ঃ 


৪. দিন যায় দিন আসে, সময়ের স্রোতে ভেসে,
কেউ কাঁদে কেউ হাসে, তাতে কি যায় আসে,
খুঁজে দেখো আসে পাশে,
কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে !

৫. দুঃখ আছে মনে মনে,
বলবো আমি কার সনে,
শোনার মতো মানুষ নাই,
তাই নিজের কষ্ট নিজেই পাই,
যেদিন পাবো তার দেখা,
বলবো আমার মনের সব কথা !!!

Premer Kobita Valobasar Kobita

৬. আমি হলাম আকাশ, কষ্ট আমার মেঘ,
জোস্না আমার আবেগ, বৃষ্টি আমার কান্না,
রোদ আমার হাসি, কি করলে বুঝবে-
বন্ধু তোমায় আমি কত ভালোবাসি !

৭. তুমি বৃস্টি ভেজা পায়ে সামনে এলে মনে হয়-
আকাশের বুকে যেন জল ছবি এঁকে যায় .
তুমি হাসলে বুঝি মনে হয়,
স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয় !!!

সুন্দর কিছু বাংলা কবিতা 

বাংলা কবিতা "একটু সময় হবে তোমার?"
- সুলতানা সুমি
বলছি, একটু সময় হবে তোমার ?
এই ধর যেকোন একটা শান্ত বিকেলে
কোন পরিকল্পনা ছাড়াই বেরিয়ে পরলাম দুজনে
কোন বাধা ধরা সময় কিন্তু চলবে না
আচ্ছা তুমি আসবে তো??

তুমি কি জানো?
আমি কত দিন ফুচকা খাই না?
কত দিন ঝাল ঝাল বলে চিৎকার করি না?
কত দিন শাড়ি পড়ি না?
কত দিন টিপ পড়ি না?
আচ্ছা তুমি কি জানো এসব
আমি এখন আর হুটহাট বৃষ্টির কবলেও পড়ি না?
ইচ্ছে করেই ছাতা ছাড়া বেরোই
বৃষ্টিতে ভিজবো বলে
অথচ দেখো এখন আর হুটহাট বৃষ্টিও আসে না
হয় তো তুমি নেই বলে।



বলছি, একটু সময় হবে তোমার?
তোমাকে কত কি যে বলার ছিল আমার।
এই যে তোমার এই দীর্ঘদিনের অনুপস্থিতি
আমাকে যে কতটা পোড়াচ্ছে
তা যদি তুমি জানতে?

প্রতি টি নির্ঘুম রজনী আমাকে বুঝিয়ে দিচ্ছে
তুমি আসলে কি ছিলে আমার।
দুই বছর তিন মাস বার দিন হয়ে যাচ্ছে,
আমাদের দেখা হয় না
সে খেয়াল কি আছে তোমার?

আচ্ছা তুমি যেখানে থাকো সেখানে
গাড়িঘোড়া চলে?
রিক্সা চলে না?
কত দিন রিক্সায় উঠিনা বলতো?
কত দিন করা লিকার দিয়ে চা খাওয়া হয় না।

বলছি, একটু সময় হবে তোমার?
শুধু একটা দিন
নয় তো একটা বেলা
হবে কি সময়?
না সে সময় কখনোই তোমার হবে না
এটা বুঝেও এই যে আমি
এতো জল্পনা কল্পনা করি
তা হয় তো ভিত্তিহীন
তুমি তো শুধু কল্পনাতেই থাকো।
বাস্তবে তো সেই কবে চলে গেছো
তারাদের দলে।।

Love Poem Bangla

Bangla Romantic Premer Kobita


কি খোঁজ?
আমাকে?
খোঁজে লাভ নেই,
আমি আগেই হারিয়ে গেছি তোমার অবহেলার মাঝে।
©মুক্তা আক্তার

শেষ চুম্বন
তোমার কাছে আমার একটা শেষ আবদার ছিলো,
চলেই তো যাচ্ছো তবে কপালে এঁকে দিয়ে যাও শেষ চুম্বন!
তোমার সেই শেষ চুম্বনে ছিলো না কোন আদর,
 ছিলো না কোন তৃপ্তি!

সেই চুম্বনেই তো ছিলো আমার কাছে থেকে তোমার চিরতরের মুক্তি।
হয়তো এরপর একই শহরে থেকেও আমরা হয়ে যাবো অপরিচিত!
হঠাৎ দেখা হলে তুমি চোখ ফিরিয়ে নিতে হবে দারুন ব্যস্ত।
আমিও পাশ কাটিয়ে চলে যাবো বুঝিয়ে দিবো আমিও পেরেছি
তোমাকে নিদারুণ ভাবে ভুলে যেতে।

আসলেই কি আমি পেরেছি তোমাকে তোমার মত করে ভুলতে?
তোমাকে যত দূরত্বে রাখতে চাই তুমি ততটা কাছে চলে আসো,
তুমি কোথাও নেই অথচ আমার সমস্ত অনুভূতিতে মিশে থাকো!
আমার সময় গুলো ঘড়ির কাঁটায় আটকে গেছে,

অফুরন্ত সময় গুলো তোমার পুরানো টেক্সট গুলো পড়েই কাটে।
একটা প্রশ্নের উওর কখনো খুঁজে পাইনি আমরা এমন কেন?
একজন চায় চির মুক্তি,
আরেক জনের বুক ভেঙ্গে যায় তবুও ধরে রাখার জন্য দাঁড় করায় না শত যুক্তি।
- সিলভী আয়াত

Love Poem Bangla
তোমায় নিয়ে লিখতে গেলে শব্দের কমতি পড়ে যায়,
দু'চারটে লাইনে কিভাবে সংজ্ঞায়িত করি তোমায়।।
-শংকর

Bhalobashar Kobita 2024

কষ্টের ছবি
আপনার প্রতি প্রেম ছিলো না,,
ছিলো ভালোবাসা,,,,
আপনাকে ঘিরে কোন কামনা ছিলো না,,
ছিলো পুরোটাই মুগ্ধতা,,,,
স্বপ্না,,

অভিমানগুলো মেঘ হয়ে
দিচ্ছে গাছে জল,
ভিজে গেছে শুকনো পাতা
গল্প আমায় বল।
-Reva

আরো দেখুনঃ 
মেয়েদের ইম্প্রেস করার Status 
নারীবাদ এর সুফল কুফল 


আমি পুরুষঃ কলমে : আর্নিকা হুসেইন
আমি পুরুষ, পুরুষের যে
কতো রূপ হয়
বৃক্ষের মতো ছায়া দেয়
মাঝে মাঝে ধূপ হয়
বাইরে থেকে কঠিন
আবার নরম ভেতর থেকে
যেমন ঠিক দেখি, আমরা
নারকেল টাকে ।
ভালোবাসে তারাও খুব
সর্বোস্ব উজাড় করে
কষ্ট পেলে পারেনা তারা
কাঁদতে মন ভরে।
তারা তো পুরুষ, পুরুষ
নাহি কাঁদে...
কাঁদলে তারা কেমন জানি
বিবেকে বাঁধে...।
ওরা ও তো মানুষ
তাদের ও মন থাকে
কষ্ট পেলে কেমন জানি
হৃদয়ে লুকিয়ে রাখে ...।
সারা দিনের পরিশ্রম
বাড়ি ফিরে আসে
খিটখিট না করে, ও বউরা....
নিও ভালোবেসে....।
নারীকে যতই ভালোবাসো
পূর্ণতা নাহি পায়
যতক্ষণ না পুরুষ তাকে
বুকে স্থান দেয়...।
যতই সুন্দরী নারী তুমি
পূর্ণ নাহি হও
পুরুষেরই ভালোবাসায়
পূর্ণতা পাও।
ওগো নারী.. রাগ করো না
সত্যি আমি কইছি
পুরুষ জাতির সমস্যা টা
একটু তুলে ধরছি ....
একে অপরে ছাড়া
উভয় অপূর্ণতাই রয়
স্বামী স্ত্রী কে তাই তো সবাই
অর্ধাঙ্গীনী কয়......।


Premer Kobita Valobasar Kobita

কষ্টের ছোট কবিতা  ২০২৪

মানুষের কান্না দেখা যায়,
দেখা যায়,কান্নার সময় টপ-টপ করে বেয়ে পড়া অশ্রু গুলোও!
কিন্তু দেখা যায়না শুধু,
অশ্রুর সাথে মিশে থাকা কষ্ট গুলো!
—মহিউদ্দিন খান এমেলে।

Premer Kobita Valobasar Kobita


"যদি কখনও ভেবে নেন
আমায় ছেড়ে চলে যাবেন,
তবে কিছু উত্তর দিয়ে যাবেন.....!"

যদি হারিয়ে যাবেন তবে....
কতটা আক্ষেপে আপনাকে
পাওয়া যাবে?

যদি হারিয়ে যাবেন তবে.....
ঠিক কতটা অনুশোচনার মাঝে
আপনি থাকবেন?

যদি ভেবে নেন চলেই যাবেন
কতটা অভিযোগে আপনি থাকবেন?
যদি মনটাকে স্থির করে নেন চলেই যাবেন....
তাহলে একটু না হয়ে বলে যাবেন
কতটা অনুতাপে পাবো আপনাকে?
কতটা অভিমানের বৃষ্টি ঝরালে
আপনি আবারও আমার হবেন?
আমার যত আকুলতা,
আমার যত আকুতি,
আমার যত আর্তচিৎকার,

মনের কতটা গহীনে গেলে
আপনি শুনতে পাবেন???......
একটু না হয় বলে যাবেন......!
"মেঘো" romantic kobita

Romantic Bangla Poem Collection

অনুভূতির বেড়াজালে ভালোবাসার সূচনা
অবহেলার অজুহাতে হয় তার শেষ ঠিকানা..!
____শারমীন


Love Poem Bangla


"সময়ে প্রিয়জন, সময়ে প্রয়োজন, সময় স্বার্থপর,
সময়ই করে দীর্ঘদিন একসাথে চলার পরও পর।"

-তনয়

 Love Poem Bangla - Bangla Premer O Romantic Kobita


"তুমি খুব সুন্দর করে ভুলে যেতে পারো
বলেই তুমি বেঁচে গেছো,,,
আমি তো বেঁচেও মরে আছি,,,"
-তাহমিনা জাহান



"মায়া জিনিসটা খুব খারাপ
যেখানে তোমায় পাবো না জেনেও
সহস্র বছর অপেক্ষা করে বসে থাকা
নিড়ে ফেরা পাখির মতো চেয়ে থাকা
ঘড় ভেঙে যাওয়া পাখির মতো আহাজারি করা
এই সমস্ত কিছুই অর্থহীন!
সেখানে মায়া বাড়িয়ে লাভ কি?"
-nishe


"কখনও কি কাদিঁয়েছে বিরহী রাত
ঝরেছে কি দুচোখে বেদনার জল,
ব্যথার স্মৃতি কি এসেছে ফিরে
জ্বেলেছে কি বুকে দুঃখের অনল।।
তবে জেনে রেখো ভালোবাসা আজও আছে,
যুগে যুগে ভালোবাসা এভাবেই বাঁচে।।"
-sharif

Bangla Kobita - বাংলা কবিতা ঃ Premer Kobita Valobasar Kobita | Love Poem Bangla

" আবার দেখা "
হয়তো আবার তোমার আমার দেখা হবে নিলতলীর ঘাটে,,,
হালকা বাতাস , মেঘে ডাকা আকাশ
বয়ে যাওয়া স্রোত আর শিহরীত মন ।
সেইদিন ....
সেইদিন ঘুচে যাবে চনমলে ভাব ,,
হারিয়ে যাবে ,, ফুরিয়ে যাবে,,
জমিয়ে রাখা সব কথা গুলো ।
না বলা কথা ঝরে পরবে,,,
চোখের জল হয়ে ।
ইচ্ছা থাকলেও বলতে পারব না
কতটা ভালোবাসি তোমায়
-(লাবণী আফরোজা)

"Romantic Kobita"
বিচিত্র এই জীবন সব কোলাহল
থেমে যাবে যেদিন রবে শুধু স্মৃতি
অপেক্ষার পালা হবে শেষ
মুছে যাবে গ্লানি মুছে যাবে কষ্টের ধারা
নতুন আলোয় জাগবে পৃথিবী
ফুটবে ফুল নতুন শাঁখে
বকুল পারুলেরা করবে ছোটাছুটি
নব পল্লবে মুখরিত ধরণী
থাকব না হয়ত তুমি আর আমি
চলে যাব না ফেরার দেশে।
""""""আয়শা"""""

Bangla Sad Poem
ভিখারীর মত এক চিমটি ভালোবাসার কারণে ফিরেছি দুয়ারে দুয়ারে।
তবে আর নয়,
আর মাথা নত করবো না।
যদি না ভালোবাসা ফিরে আসে
আপন ঘরে।
হেলায় হেলায় কতবার বাহির হয়েছি ;
ছায়া, মায়া কিছুই দেখা দেয়নি।
নিঃশব্দে চারপাশ ,দক্ষিণাল অন্ধকারে!
ভেবেছি জানালা হয়ে ফিরবে,মৌমাছি নয়তো ফুলে।
সব- ই ভাবনা থেকে গেলে,
মিথ্যে বেড়াজালে।
ফিরলে না তুমি ফিরলে না।
পথ চাইবো না বলেও ভিতর দোটানা মানে না!
"ফিরলে না "
Israt Jahan Panna

অবহেলা নিতে শিখিনি তবে
অবহেলা করতে শিখে গেছি !
--প্রিয়ন্তি মুনা



কে বলেছে তুমি হীনা শূন্য লাগে?
এইতো দেখো দিব্যি আছি ল্যাম্পপোস্টের আলো মেখে।
অন্ধকারে পাই আমি অন্যরকম সুখ,ভুলে থাকার ভান করি তুমি নামক অসুখ!
-জেসিকা আক্তার জেসি

ছন্দ ছড়া 
তোমার মুখের অল্প হাসি
বড্ড ভালোবাসি,
তোমার মনের সুপ্ত কথা
মনের ভাষায় বুঝি।
-মুহাম্মাদ মাবিমু



তোর জন্যই ছড়ায় আলো জ্যোৎস্না রাতের চাঁদ;
তোর জন্যই হেরে গিয়েও পায় যে জেতার স্বাদ।
-RS Rhomotulla


Valobashar Choto Kobita
যে থাকেনি ভালোবাসার টানে
কিভাবে ভাবো সে আসবে তোমার লাশের পাশে আঘরবাতির ঘ্রানে?
-হৈমন্তী


নিভৃতে চাওয়া : এস হোসেন বাণী
হোক করুণা,
তবুও যদি ডাকো তুমি
নিঃশেষ হতে চলা আলো নতুন করে উঠবে জ্বলি।
হোক সে মোহ,
যদি বাড়াও হাত তুমি
ঝেড়ে ফেলে দ্বিধা মনকে বলবো চল আশায় বুক বাঁধি।
হোক মিথ্যে প্রবোধ,
ও'মুখে যদি বলো তুমি
কালো মেঘে বর্ষণ ঝরিয়ে আকাশ হবে নীল।
হোক দুঃসাধ্য
যদি চাও তুমি
অতীত খুঁড়ে এনে দেবো ছুড়ে ফেলা গোলাপ খানি।
হোক ছলনা,
একবার ছুঁয়ে দেখো তুমি
বসন্ত বিকেলে বেদনা উড়িয়ে দেবো শিমুল তুলোর মত।
হোক প্রলোভন কিংবা আরো কিছু
বিষাদ ঢালার প্রস্তুতি,
তবুও একবার বলো তুমি ভালোবাসি!
আকাশে বাতাসে জানিয়ে দেবো আমার
আকুতি-
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি!.


বাংলা প্রেমের কবিতা  - Bangla Premer Kobita, Romantic Kobita


"ও...চোখে : সজীব ওছমান"
ওচোখে তাকালেই প্রেমে পড়ে যাই,
কারণে অকারণে ফিরে ফিরে চাই।
মিষ্টি চাহনিতে দৃষ্টি ফেরেনা,
এ কোন রহস্য খোঁজ মেলেনা।
ওচোখে তাকালেই পথ করি ভুল
নীল সমুদ্র যেন নাই তার কুল,
দৃষ্টির অসীমে হারিয়ে যে যাই
তুমি ফিরে তাকালেই ফোটে যেন ফুল।
ওচোখের গহীনে দেখি মুক্ত আকাশ,
তাতেই সুখের নদী প্রেম অভিলাষ।
কালো নীল মনি জুড়ে স্বপ্নের দেশ,
যতই দেখি তবু থাকে তার রেশ।
তোমারি নয়ন জুড়ে প্রেম করে খেলা,
নয়নের নীলে দেখি সুখের এক মেলা,
পলকে পলকে তুমি কবিতার রাণী
তোমার নয়ন দেখে কাটে মোর বেলা।

বাংলা রোমান্টিক কবিতা - বাংলা রোমান্টিক কবিতার লাইন
স্নিগ্ধ আলো ফুটলো বেশ,
শুরু হলো ভোরের রেশ।
তোমায় আমি এতো ডাকি,
এখন তুমি খুলো আঁখি।
শীতের এই মিষ্টি ভোরে,
জানাই তোমায় মৃদু সুরে
শুভ সকাল।
🖋শিফা বিশ্বাস

কবিতা : ভালোবাসি : লেখক আকাশ
যদি তুমি নীরবতা ভালোবাসো
গভীর সমুদ্রের নীরবতা
বিশাল আকাশের নীল,নীল নীরবতা,
যদি তুমি বৃষ্টি ভালোবাসো
শ্রাবণের মেঘের বৃষ্টি,
অঝোর ধারায় ঝরতে থাকা বৃষ্টি,
যদি রোজ স্বপ্নে আসতে পারো
শেষরাতে জাগিয়ে ভাবতে বাধ্য করো
তবে তোমাকে ভালোবাসি।

যদি একটা ক্ষণ তৈরি করতে পারো
মায়াভরা একটা ক্ষণ, তুলনাহীন মায়ার,
যদি ক্লান্ত দুপুরের ভাবনা নিয়ে আসতে পারো
যদি হতে পারো চুপচাপ গেয়ে যাওয়া প্রিয় সুর
তবে হেটে যেতে পারি দূর হতে দূর বহুদূর।
যদি হতে পারো শেষ অপেক্ষার শেষ ইচ্ছা
অনুভবের অনাবিল অনুভূতি
অগোছালো কবিতার প্রতিটি লাইন
তবে তোমাকেই ভালোবাসি।


অসম্ভব সুন্দর প্রেমের কবিতা
"শতাব্দী ধরে"
ভেবে রাখার সব জিনিস গুলো,
হয়না কখনো সত্য।
কালজয়ী সীমারেখা,
অকালেই যেন লিপ্ত।
ভাবা ছিল শত শতাব্দী ধরে,
ঝুম বৃষ্টি আনবো কুড়িয়ে।
বৃষ্টি ফোঁটার প্রতিটি টিপ,
পরাবো তোমায় আলতো করে।

বৃষ্টি টিপে মহীয়সী তুমি,
রূপে হবে অনন্য।
কালজয়ী সব মহাপুরুষেরা
প্রেমে হবে নগন্য।

শতাব্দী ধরে ভেবেছিলাম কত কি,
হবে কি সব সত্যি?
জোছনা রাতে নৌকা চড়ে,
ঘুরবে কি রাত অবধি?

ভেবেছিলাম কত দেখবো আমি,
সীমানা জয়ের গল্প।
অকালেই সব পার হয়ে যাবে,
সময় যে খুব অল্প।
দিন পেরিয়ে ভারাক্রান্ত মন,
পেরিয়ে যাবে সময় যে কখন।
অতৃপ্ত আওারা ভর করবে
শতাব্দীর ঘর ধরে।
অন্তিম বিকেলে,
একাকি বট তলে,শতাব্দী ধরে।
ভেবেছিলাম আলতা পায়ে,
হাঁটবে তুমি তাল হারায়ে।
সসীম বনের পথ ধরে,
কালজয়ী এক অধ্যায়ে।
ভেবেছিলাম আরও কতকি,
চুড়ি পরবে হাত ভরায়ে।
রিমিঝিমি শব্দে যেন,
পাগল হবো মন মাতায়ে।
জীবনের এ সূচনায়,
মন থেকে আমায় মুছোনা।
অপেক্ষারত আমি না হয়,
পার করবো শতাব্দীটাই।
তোমার অপেক্ষায়।
By: Sunzida Chowdhury অসম্ভব সুন্দর প্রেমের কবিতা



হাসি খুশি জীবনটা হারিয়ে ফেলেছি সেই কবে তারিখটা সঠিক মনে নেই..!!
এখনো হাসি হয়তো আরো বেশি হাসি----
তবে মনের বিরুদ্ধে,,
প্রিয় মানুষ গুলো কে ভীষণ রকম মিস করি,
মনের অজান্তে নানা কথার পহাড় জমিয়ে আশায় বুকে বাসা বাঁধি আর ভাবি , ও বা ওরা ফিরে এলে মনের মাঝে জমে থাকা কথা গুলো ঘন মেঘের বর্ষণ হয়ে ঝরাবো...!!
আমার আশা আর ভাবনা হেমন্তের ঝরা পাতার মতই অবিরাম ঝরে পড়ে..!!
আমি আমার মতো করে দেখি আমার পৃথিবী
আর ভাবি,,
ভাবনার আর বাস্তবতা ব্যপক ব্যবধান,, কোথায় তিল পরিমান মিল নেই,,
ওরা ভালো আছে..!!
ও ভালো আছে..!
সবাই সবার জগৎ সাজিয়েছে নতুন আকাশে--
ভালো থাকিস তুই,,
ভালো থাকিস তোরা.!
তোদের ভূবনে আর আমার হবেনা আনাগোনা..
 অনু - অসম্ভব সুন্দর প্রেমের কবিতা


যখন সূর্য নেমে আসে অমরাবতীর বাঁকে
যখন বেলা শেষের ধূন বাজে গোধূলির রঙে
যখন পায়ে পায়ে আঁধার ঘনায়
সব কানাগলি পথে
তখন তুমি কি করো?
তোমার হৃদয়ের তারে কি বেহাগের সুর উঠে?
আমি তখনও স্বপ্নের ভ্রুণ পুষি
জঠরের ওম মাখা ঘরে!
বেহাগ কে টেনে ধরি ভৈরবী তানে
দাওয়ায় বসে ত্রস্ত হাতে মিহি জাল বুনি
বড়ছোট সকল স্বপ্ন যেন
বাঁধা পড়ে ওই চিকন জালে!!
অস্তাচলের দিবাকর কেবলই উচাটন হয়
কেবলই যাব যাই করে
সোনারঙ আকাশের কোনে!
বিদায়ের বাঁশি অকারণে কুহু কুহু গায়!
আহারে একদিন ভালোবাসা ছিলো!
কতো স্বল্পায়ু নিয়ে তুমি দ্বিরাগমনে যাও!
আমার জাল বোনা শেষ হবেনা কভু
কিম্বা তোমার বেহাগের তান!
দ্বিমুখী স্রোতের মাঝে কেন এতো প্রেম দিলে প্রভু
জোয়ার আর ভাটায় কি প্রেম হয়?
কিম্বা উদয় আর অস্তাচলে?
যদি নাই দিলে মিলনের প্রয়াস
কেন এতো ভালোবাসা বলো!
-পান্না আহমেদ
১৪/১২/২০১৯

গভীর রাতের প্রেমের কবিতা
অবহেলিত ভালোবাসা ~ কামরান চৌধুরী

কেউ ভালোবাসেনি অামায়
করেছো শুধু অবহেলা,
ভালোবাসার নামে সময়ের ব্যবহারে
অামায় দিয়েছে শান্তনা।
জানি না কি দোষ, কী এতো ভুল
অামায় দিয়ে গেছে যন্ত্রনা,
বিশ্বাসের নাম নিয়ে পুতুল খেলা
অার কত হবে কেউ বলে না।
অবহেলার চাদর গায়ে জড়িয়ে
যতদিন রবে এইসব ভালোবাসা,
কষ্ট পাওয়ার শেষ হবে না
পাওয়া যাবে না সত্য ভালোবাসা।
ক্ষমা করো অামায়, হে পৃথিবী
পারিনি অামি এই কষ্ট সইতে
প্রতরনাকে ঘৃনা করি তাই
সততার মাঝে থাকি বহমান।

  1. প্রথম প্রেমের কবিতা
  2. গভীর রাতের প্রেমের কবিতা
  3. পুরনো প্রেমের কবিতা

আমি যে ঠিকানায় সুখ খুঁজেছি
তুমি সে ঠিকানায় অবহেলা ভাসিয়েছ!
তুমি যে ঠিকানায় সুখ খুঁজেছ
আমি সে ঠিকানায় আমার অস্তিত্ব হারিয়েছি!

পার্থক্য এটুকুই,
দিন শেষে আমি শূন্য আর তুমি পূর্ণ!
- কাজী তায়্যিব হাসান

রাত বাড়লেই সুখী মানুষগুলো অফলাইন হয়ে যায়।
কেবল দুঃখি মানুষগুলো অনলাইনে পড়ে থাকে অকারনে।
~মুশফিকুর রহমান।

বিষণ্নতার শহরে কেউ কারো নয়,
নিজেকে-ই নিজের বুঝে নিতে হয়।
~ নুসরাত
 ইরা


 Premer Kobita Valobasar Kobita , প্রেমের কবিতা

গভীর রাতে প্রতিটা দীর্ঘশ্বাসে-
অতীতস্মৃতি, জমানো কষ্ট, চাওয়াপাওয়ার অপূর্ণতা ভেসে বেড়ায় দু'চোখে!
-রাকিবুল হাসান।


মেঘ ঢাকলো রোদ, হলোনা দেয়া আলো
অভিমান জমেছে খুব, ভালোবাসা বাড়ালো
কুয়াশাতে ঢাকা নগর, শিশির জমলো পাতায়,
চিঠিতে জমেছে ধুলো, ঠিকানাহীনতায়।
-নিশাত


পৃথিবীর মায়া ছেড়ে দিয়েছি অনেক আগেই।
কি হবে এত কিছুর লোভ লালসা করে।
যাবেনা তো কিছু সাথে করে।
থাকতে হবে যে চিরকাল ওই পরপারে।
-শারিনা..


আমি সাধারণ,
আমার সামনে পিছনে শত বাঁধনের বন্ধন।
আমি অগোছালো,
গোছাতে গিয়ে আঘাতে আঘাতে জর্জরিত।
আমি বেহিসাবি,
আবার হিসাবের তালগোল পাকিয়ে ফল হয় শূন্য।
যদিও আমি স্বাধীন,
সর্বত্রই আমি আবার পরাধীন।
আমি আমার মত,
পরোক্ষনেই আমি হয়ে যাই একই পথে বিচ্যুত।
আমি যাযাবর,
আমার আবার যাওয়ার মত নেই কোন প্রান্তর।
আমি দিশাহীন,
দিগ্বিদিক ছুটতে থাকা এক বদ্ধ উন্মাদ।
আমি আমাতেই বাঁচি, আবার আমার মরণ কামনায় হয়ে যাই মাতাল।
লেখায়ঃ মো. মোশাররফ হোসেন
-

-
একটা তুমিঃ লেখকঃ আ|ব্দু|ল্লা|হ আ|ল মা|মু|ন
একটা তুমির খুব প্রয়োজন ওজন হবে কতো?
বইতে পারি শক্তি বেজায় ভয় করি না অতো।
একটা তুমির যখন তখন থাকবে ফুলে গাল,
সেই তুমিকে বাসবো ভালো ভীষন নির্ভেজাল।
একটা তুমি জ্বরের ঘোরে জাপটে ধরে রাতে,
বলবে কেঁদে কানের কাছে হাত রাখোনা হাতে।
একটা তুমি থাকলে তবে করবো হাজার ভুল,
দীঘল খোঁপায় উঠবে হেসে এক ফাগুনের ফুল।
একটা তুমির কান্না এলে হুশ হারাবো আমি,
বুকের মাঝে আকড়ে ধরে থাকবো দিবাযামী।
একটা তুমি ঘরটা জুড়ে আনবে সুখের বান,
সেই তুমিটার জন্য আহা মন করে আনচান।
একটা তুমি বসবে পাশে উঠবে কেঁপে দিল,
থাকবো দারুন শান্তি সুখে আনন্দে ঝিলমিল।
একটা তুমি আমার হলে চাই না কিছু আর,
দু'জন মিলে গড়বো অপূর্ব সংসার। ( সংশোধিত )

bangla kobita  premer kobita valobasar kobita | love poem bangla -  bangla premer kobita  romantic kobita

নাইট কোচ সার্ভিস ঃ কামাল হোসেন
তোকে নিয়ে কবিতা লিখতে বলছিস?
কী লিখবো, বল।
তোর জন্য কোথায় আমি শব্দ কুড়োব?
শব্দেরা দখল হচ্ছে কাতারে কাতারে,
তুই তো মরুভূমির অনুর্বর, অকৃষি জমিতে পাথরের বুক ফুঁড়ে জীবনের অস্তিত্ব এনেছিলি।
বহুতলার নগর ভবনে আয়েশ করে থাকাকে কী জীবন বলে?
ইট পাথরের চতুর্ভুজে কোন সুখ নেই।
কাদামাটি পুড়িয়ে বানানো ইটকে পলেস্তারে লেপটে দিলেই কী কাদামাটির বুক চাপড়ানো চিৎকার থেমে যাবে?
ধুতুরার ফুল চিবুতে চিবুতে ইচ্ছে করে নিথর হয়ে যেতে।
সবাই বলে সৌরজগতে আটটি গ্রহ আছে।
আচ্ছা, তুই বল একেকটা মানুষ কতটা মৌলিক গ্রহ হলে পড়ে সে জাবেদার ইতি টেনে শেষে জীবন সমীকরণ অনায়াসেই যোগ বিয়োগে শুন্য করে নিরপেক্ষ করে ফেলে।
ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ ছাড়া দিল খুলে একটু বলতে পারে না কিছু।
ব্যঞ্জন জীবনে সবারই স্বরবর্ণের ঊপর ভর করে গল্পগুলোর চরিত্র মেলাতে হয়।
আমার স্বরবর্ণ তুই ছিলি।
সবকিছু কী পারফেক্ট হয়?
নাহ। হয় না।
তুই সম্পূর্ণ একাকীত্বে আমার মন পবনে স্বাধীন প্রজাপতি।
যখন মন খারাপ হতো বুঝে ফেলতি
ইনবক্সে টৌকা দিয়ে জিজ্ঞেস করতি,
" তোর কী হয়েছে? মন খারাপ কেন?"
আমি অবাক হয়েও অবাক হতাম না।
জানি সম্পর্কের বিক্রিয়া ইলেক্ট্রনের আধানের মতোই বিনিময় মেনে চলে।
তোর ভালবাসা নিরেট পান্ডুলিপির খসড়া ছিল না
তুই বরাবরই সম্প্রদান কারকের ঊপযুক্ত ঊদাহরণের বিশুদ্ধ সংস্করণ।
মন হতে মগজ অবধি তোর শাসনে স্নায়ুদের বশ্যতা আমায় বিস্ময় করেনি একটি মুহূর্তও।
তোর দাপটে আমি মূল্য ছাড়াই রেজিষ্ট্রি কর দিয়েছিলাম অন্যের দখলে থাকা আমার নিষ্কন্টক মন।
বিবর্তনের বিবর্তনে কত কিছুর রূপ বদলায়।
হাইব্রিড ভালবাসার ঊদগীরণে ঊত্তপ্ত লাভায় ঝলসে যায় আমার আধফোটা কলির মতো অতৃপ্ত মন।
তোকে পেয়ে আমি কত কিছুই পেয়েছি
প্রেম নাকি মনের সাথের মনের মেল বন্ধন
অথচ
প্রেম হলো মন রসায়নে হরমোনের খেলামেলা।
কাছের মানুষ, মনের মানুষ একটু হাত বাড়ালেই ঘুচে যায়,
ট্রাফিক সিগন্যালে আটকে থাকা মনের কপাট।
শালা বন্ধুত্বের প্রেম কত জীবন্ত তা বুঝেছিস কখনো?
কিছু কথা হাপিত্তেস করে যখন বলবার কোন জায়গা থাকে না;
তখন মেরুরেখার গতি ধরে তোর কাছে ছুটে যাই খসে যাওয়া তারার মতো
তুই তো শ্যাওলা জমাট ঊঠোন দেখেছিস,
ঝড়ে কাঁপা ডেরা ঘরের কাদা দেখেছিস,
সাপে কাটা রোগীর গায়ে নীলাভ রঙের ঘোর দেখেছিস,
ইসটিশানে কত্তো হরেক নানান পদের লোক দেখেছিস,
আমার মতো মন কাতুরে জন দেখেছিস?
সেই আমিটা তোর সাগরে নোঙর ফেলা নাও দেখেছি
আস্ত বড় আকাশ তক মন দেখেছি।
তোদের কাছে ঊদার বড়ো প্রেম শিখেছি
সুখের মাঝে হাট বাজারে ঊতলা এই মন মাঝারে
সবার সাথে চলতে গিয়ে কত হিসেব গুলিয়ে গেছে।
কী কবিতা লিখব? তোর জন্য অভিধানে শব্দ নাই
মগজ ভর্তি গোবর আর জমাট কালো রক্তের টিবি।
সম্পর্কের গন্ডি টাকার নোটে বাঁধা পড়ে গেলে
মন আর মন থেকে আঘাত পায় না বন্ধু
আমিও আঘাত পাইনি।
নিজেকে বার বার মন কেঊটে দংশন করেছে অজস্র বার
ছোবলে ছোবলে আমি অভিযোজিত হয়েছি বিষের নগরে।
ওরা আমায় নিজের মতো আপন করে ফরমালিটিতে ফেলে দিল।
আমি নিরপেক্ষ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত মহাসচিব,
তবে কোন দলেই আমার কোন সমর্থন নেই।
পৃথিবীর দোপেয়ে মানুষগুলো মুখে জিপার টেনে
সত্ত্বাকে হত্যা করে গলাটিপে আর তুই?
ডক ডক করে মদ গিলে হৃদয়ের অনলে নাকি প্রশান্তির জল ঢালিস।
আমি সব জেনে অচেনা ঊপত্যকায় কুঁজো হয়ে হাঁটি
তোর স্বপ্ন তোকে আশার আকাশে ঊড়িয়ে ঊড়িয়ে
গোত্তা খাওয়া ঘুড়ির মতো বার বার নিচে নামায়।
আমি কারোর জন্যে অপেক্ষায় নেই
ধূপ জেলে হৃদয়ের মাতামে ছোয়াবো প্রশান্তির নির্যাস
তুই থাকবি। সবাই থাকবে।
আমিও থাকবো।
ব্যস্ত রাজপথে আমি নাইট কোচ সার্ভিস।
পারাপার করবো গন্তব্যের যাত্রী।
আমার কোন ব্যথা নেই
আমার কোন কষ্ট নেই
আমি গিলে গিলে হাসিমুখে চিন্তার প্রশান্তি জহর পিয়ে খাব চােখ বুঝে।





ত্রিশ বছর পরে
চামড়া কুচকানো দুইগালে হাত
দিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে
তখনও কি বলবে আমায় ?
ভালোবাসাটা একটুও বদলায়নি
বরং তীব্র থেকে তীব্রতর
হয়েছে বারবার,,,,
--প্রিয়ন্তি মুনা




কলেজ হতে ফেরার পথে ওই রাস্তার মোড়ে
যেথায় কিছু বখাটের বখাটেপনা চলতে থাকে
হয়েছিলাম তাদের লালসার শিকার দিনদুপুরে
যে যার ইচ্ছে মজা লুটিয়ে নিলো আর চলেও গেলো,
প্রথমবার মেয়ে হয়ে জন্মানোর জন্য দীর্ঘশ্বাস ফেললাম
লোকের মুখে মুখে আজ হতে আমিও কি ধর্ষিতা নাম পেলাম?
কেউ হয়তো ভালোবাসার চোখে আর দেখবে না আমায়
ডাকবে না তিথি নামে নতুন নামকরণ যে হলো ধর্ষিতা
স্তব্ধ হতে লাগলো আমার চারপাশ ভারি হচ্ছে নিঃশ্বাস
বখাটেদের মিনিট পাঁচেক এর আনন্দ
ভাসিয়ে দিলো আমার পথচলাকে অনিশ্চয়তার পথে
না আমি ভীরু নয়,তবে সমাজের উপহাসে ভেঙে পড়ি
এতো অবজ্ঞা স্বত্বেও আত্মহত্যার পথ বেছে নিইনি
আত্মবিশ্বাসকে আরো জোরদার করে
পুরোনো তিথি'কে আবারো পুনরুদ্ধার করি
এমন সময় তুমি এলে ভালোবাসো আমায় জানাতে
সেদিন খুব করে হেসেছিলাম,অট্টহাসি বলা যায়
কি জানো আমার সম্পর্কে?অতীত শুনে পিছিয়ে যাবে নিশ্চয়
তুমি নাছোড়বান্দা ছিলে জানতে কি এমন ঘটেছিলো
তাই আবারও টেনে আনলাম অতীত বর্তমানের মাঝে
সবটা শুনে তুমি যা বললে আমি হয়তো আশাও করিনি
বললে,
"তোমার অতীতটা জেনে আরো বেশি ভালোবাসলাম তোমায়
আর নিজেকে ধর্ষিতা বলবে না কখনো
তবে ওই বখাটেদের দেখলেই ধর্ষক বলাটা ভুলো না"
সত্যি পূর্ণ করলে আমায় তুমি তোমার ভালোবাসায়
🌿তিথি
Next Post Previous Post